বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন

আমরা অবগত আছি যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর বিভিন্ন পদে নিয়োগের সার্কলার  ২০২৩ প্রকাশ হয়েছে।

যার ধারাবাহিকতায় আপনেরা বিগত সালের প্রশ্ন সমাধান চেয়ে কমেন্ট করেছেন এবং ভাল প্রস্ততির জন্য কোন কোন বই ফলো করা যার  তার বিষয়ে জানতে চেয়েছেন, আমরা চেষ্টা করব ধারাবাহিক বাবে উপস্থাপন করার।


প্রথম কথাঃ
বাংলাদেশ  পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সার্কুলার আগে তেমন আলোচিত ছিলনা এবং এটা সরকারি চাকরি নয় বলে অনেকেই অনিহায় এই সার্কুলার গুলোতে আবদেন করেনি, বর্তমান সময়ে সব জায়গা এবং চাকরির বিষয়ে জানার কারণে চাপ বেড়েছে তাই নিম্নমান হিসাব সহকারী ও সিনিওর স্টাফ নার্সসহ অনেক পদে আগে পরীক্ষা হলেও তার প্রশ্ন সংরক্ষনে নেই তাই প্রশ্ন গুলো শেয়ার করতে পারলাম না।

তবে গুগলে সার্চ করলে নিদিষ্ট পদ ছাড়াও অন্য পদের প্রশ্ন সমাধান পাবেন সেখান থেকে ধারণা নিয়ে পড়া শুরু করতে পারেন।


 
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষার ধরন, মানবণ্টন ও সিলেবাস সম্পর্কে কিছু বলা হয়নি। গত (২০২১ সাল) পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ সার্ক ুএবং ২০২৩ সালে কয়েকটি পদের পরীক্ষা 

 তবে সহকারী পরিচালক (প্রশাসন) ও সহকারী পরিচালক (অর্থ) পদে গত দুই নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস প্রশ্নপত্রের ফরম্যাটে করা হলে প্রশ্নের ধরণ একরকম হয়, আবার অন্য প্রতিষ্ঠানের (যেমন—আইবিএ) মতো করলে ধরণ আরেক রকম হয়।

২০২১ সালে যে পরীক্ষা হয়েছে সেখানে প্রার্থীর সংখ্যা কম থাকার কারণে শুধু লিখিত পরীক্ষা হয়েছিল তার পরে ভাইভা এর পরে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করেছিল।

এখন যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক বেশি তাই তিন ধাপের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।




পরীক্ষার নাম্বার বণ্ঠণ নিয়ে পরে কথা বলছি আগে ব্যাসিক কিছু ধারণা নেওয়া যাক।

নোটঃ পল্লী বিদ্যুৎ বোর্ড সকল পদের জন্য তিন ধাপে পরীক্ষা নেবে না।

চলুন ধারাবহিক ভাবে আলোচনা করা যাক।


নিন্মমান হিসাব সহকার ী পদের পরীক্ষাসহ কিছু পদের পরীক্ষা তিন ধাপে নেওয়া হবে।
ক) এমসিকিউ পরীক্ষা।
খ)  লিখিত পরীক্ষা।
গ) ভাইভা পরীক্ষা।

 এই তিন ধাপে যারা টিকবে  এবং সবচেয়ে বেশি নাম্বার যারা পাবে তারাই নিয়োগ পাবে।
প্রতিটা পদের জন্য অতিরিক্ত ভাবে ৩জন করে টেকানো হবে এবং পরবর্তীতে যারা জয়েন করবে না তাদের ওয়েটিং  লিস্ট থেকে  ম্যাসেজের মাধ্যমে অবগত করা হবে ও নিয়ম মেনে নিয়োগ দেওয়া হবে।


পল্লী বিদ্যুৎ বোর্ডের নীরাপত্তা প্রহরী পদের পরীক্ষা কেমন হবে এমসিকিউ নাকি লিখিত পরীক্ষা হবে?
নীরাপত্তা প্রহরী পদে আবেদনের সংখ্যা অনেক েএবং লোকও নিবে ৪০০+ তাই এই পদে যারা পরীক্ষা দিবেন ১০০% নিশ্চিত থাকতে পারেন পরীক্ষা এমসিকিউ হবে।


২০২৩ সালের প্রশ্ন দেখলে বুঝবেন মোট ৮০ নাম্বারের  এমসিকিউ আকারে পশ্ন করা হয়েছিল এবং এই নিয়মেই পরবর্তী পরীক্ষার প্রশ্ন করা হবে।

পলী বিদ্যুৎ বোর্ডের নিয়োগ পরীক্ষার সাজেশন ঃ
প্রতিটা চাকরি পরীক্ষার জন্য আলাদা সাজেশন বলে কিছু নেই, তবে আমি যে সাজেশন শেয়ার করব আশা করি আপনাদের চাকরি হওয়ার মতো নাম্বার এখান থেকেই কমন আসবে কারণ বিগত সকল প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা গেছে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন থেকে ৯০% প্রশ্ন হুব হু কমন ছিলো।

 আরো ভাল প্রস্ততির জন্য বিগত পিএসসির প্রশ্ন গুলো ভাল করে সমাধান করলে আর কিছু পড়ার দরকার নেই।


আর এমসিকিউ পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে লিখিত পরীক্ষার প্রস্ততি ৮০% হয়ে যায়, তাই লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য যা পড়বেন তা অবশ্যই নোট করে রাখবেন এবং খাতায় লিখে রাখবেন জটিল বিষয় গুলো মনে না থাকলে বার বার পড়বেন ও প্রচুর মডেল টেস্ট দিবেন।


আশা করছি বিষটা ভাল করে বুঝেছেন আর কোন ধেরণের তথ্য বা প্রশ্ন সমাধান লাগলে কমেন্ট করে রাখুন আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব।

 

পল্লী বিদ্যুৎ প্রশ্ন ব্যাংক pdf

পল্লী বিদ্যুৎ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৩

পল্লী বিদ্যুৎ প্রশ্ন ব্যাংক pdf

পল্লী বিদ্যুৎ প্রশ্ন সমাধান ২০২২

পল্লী বিদ্যুৎ মিটার টেস্টার লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান

পল্লী বিদ্যুৎ নিয়োগ সহায়িকা বই

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ সহায়িকা pdf

পল্লী বিদ্যুৎ নিয়োগ সহায়িকা বই

পল্লী বিদ্যুৎ মিটার টেস্টার পরীক্ষার প্রশ্ন pdf

পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিম্নমান হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান

পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন সমাধান

পল্লী বিদ্যুৎ মিটার টেস্টার পরীক্ষার প্রশ্ন pdf


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

মন্তব্যসমূহ

  1. বইটি কিভাবে কিনবো

    উত্তরমুছুন
  2. পল্লী বিদ্যুৎ অফিস সহায়ক পদের বই কিভাবে পাব ৮ /১২/২০২৩ তারিখে পরীক্ষা

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution