ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

 বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে নতুন একটা সার্কুলার প্রকাশ  হয়েছে ১৩৮৩ পদে 

গত ২০১৮ সালে এই পদে একটা নিয়োগ পরীক্ষা হয়, এবং এই পদে নিয়োগ নিয়ে অনেক ঝামেলাও হয় ।

আনেকেই এই পদে আবেদন করছেন এবং বিগত সালের প্রশ্ন চেয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি প্রশ্নটা শেযার করার জন্য।


বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে প্রশ্ন সমাধান।

wayman post quetion solution ২০১৮

পরীক্ষার ধরণ: MCQ

পূর্ণমান: ৭০

পাস নাম্বার: ৫০%

ওয়েম্যান পদের কাজ কি? এসব বিষয়ে জানতে এখানে ক্লিক করুন



বাংলা অংশের সমাধান:

১। সূর্য শব্দের প্রতি শব্দ কোনটা?    অর্ক

২।  গিন্নি কোন  ভাষরি শব্দ?    অর্ধ-তৎসম

৩। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপ কে কি বলে?  ফলা

৪। কোনটি শুদ্ধ শব্দ?  মুর্মূষু

৫। কাক থেকে কাগ, কোন ধরনের পরিবর্তন?  ঘোষিভবন

৬। কোটি ভুল শব্দ?   কার্য্য

৭। যা বার বার দুরছে-------- দোদুল্যমান

৮। ছক্কা পাঞ্জা করা---বড়াই করা ।

৯। একুশে ফেব্রুয়ারী, কার উপন্যাস?  হাসান হাফিজরি রহমান

১০। মহকুমা কোন ভাষার শব্দ?------ আরবি

১১। নারীবাচক করা যায় না এমন শব্দ কোটি?  সভাপতি

১২। মধুর বিপরীত শব্দ কোনটি?  তিক্ত

১৩। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?  চর্যাপদ 

১৪ । গৃহ শব্দের সর্মথক কোনটা?  ঘরোয়া 

১৫। পেরভৃত অর্থ কি ?   কোকিল



সাধারন জ্ঞান অংশের সমাধান

১। বাংলাদেশের স্বধীনতার সর্বাধিনায়ক কে?   শেখ মুজিবুর রহমান

২। বাংলাদেশের আইন সভার নাম কি ?  জাতীয় সংসদ

৩। কারিাগারের রোজ নামচা কার লেখা?  শেখ মুজিবুর রহমান

৪। রাষ্ট্রের পধান আইন কর্তা এর পদবী কি?  অ্যার্টনি জেনারেল 

৫। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?  ৬:১৫

৬। আমাজান নদী কোন মহাদেশে অবস্থিত?  আমেরিকা

৭। বাংলায় চিরস্থায়ী বন্দবস্তার প্রবর্তক কে ?  লর্ড কর্ণওয়ালিস

৮। জাতীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান 

৯। পহেলা বৈশাখ কার গড়া?    সম্রাট আকবর

১০। ক্যানাডার মুদ্রার নাম কি?  ডলার

১১। বাংলাদেশের র্সবশেষ বিভাগ কোনটি?   ময়মনসিংহ

১২। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? 

১৩। প্রথম রণতরীর নাম কি? বিএনএস পদ্মা

১৪। রাষ্ট্রপতিকে শপথ পড়ানকে? স্পিকার

১৫। বাংলাদেশ রেলওয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় ?  



ইংলিশ অংশের সমাধান

1)  My parents stand------my decision = by

2) Antonym of the word.  Tedious = Normal

3) Synonym of the word. Apex = top

4) What kind of noun... catlle = Collective.

5) correct spelling = bureaucracy.

6) Wolf.. plural from= wolves

7) He is senior to .....me. = to

8) for good means. = permanently

9) in black and white. in writing

10) because you are in that road that.....now. = right

11) which on adverb? = quickly.

12) I am looking forward to-----a reply. = receving.

13) Runa is tallest girl in the class. = the

14) correct sentance. = the rich are not always happy.

15) Feminine gender. wizard = witch


অংক অংশের সমাধান অপর পাতায় থাকার জন্য অস্পষ্ট ছিলো তই  দেয়া সম্ভব হয়নি।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন