নিবন্ধন পরীক্ষা কি? কত বছর পর্যন্ত দেওয়া যায়? NTRCA

 নিবন্ধন পরীক্ষা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব

নিবন্ধন পরীক্ষা কি?
নিবন্ধন পরীক্ষা অনার্স ও এইসএসসি পাস করার পরে দেশের বেসরকারী নিবন্ধনকৃত এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষকতার জন্য একটা সার্টিফিকেট বলতে পারেন এই পরীক্ষাতে পাস করতে পারলে বাংলাদেশের যে কোনো নিবন্ধনকৃত স্কুল, কলেজে, মাদ্রাসায় শিক্ষগতার জন্য আবেদন করতে পারবেন। আর আপনার স্কোর ভালো হলে এবং আপনার apply (subject) অনুযায়ী সীট ফাঁকা থাকলে চাকরিটা পাবেন আশা করা যায়।

বিন্ধন পরীক্ষায় পাস করতে পারলে চাকরি নিতে কি টাকা লাগে?
আগে টাকা লাগত, যখন কমিটির হাতে নিয়োগ দেওয়ার ক্ষমতা ছিল তখন। এখন NTRCA নিয়োগ দেওয়ার কারণে মেধাক্রম অনুযায়ী তারাই সিলেক্ট করে আর কমিটির হাতে নিয়োগহাত না থাকায় টাকা লাগেনা।

কয় পদের শিক্ষক নিয়োগ দেয়?
প্রভাষক থেকে শুরু করে জুুনিয়র মৌলবি পর্যন্ত সকল পদেই।

কত বছর পর্যন্ত নিবন্ধন পরীক্ষা দেওয়া যায়?
সরকারি চাকরির বয়স ৩০ বছর কিন্ত ৩৫ বছর পর্যন্ত নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন।

বেতন ভাতা কেমন?
সরকারি চাকরির বেতন সরকার দেয় নিবন্ধন করে যাদের চাকরি হয় তাঁদেরও বেতন সকার দেয় একদম সরকারি চাকরি, চাকরির বয়স শেষ হলে পেনশনও পাবেন ।
যেহেতু বেসকারী প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ দায়ীত্ব NTRCA নিয়েছে মানে কমেটির হাত নেই তাই সহজ করে দেখার কিছু নেই সরকারী চাকুরীজীবীরা যে সুযোগ পায় একই সুযোগ পাবেন যেমন ভাতা, বোনাস, পেনশন, ছুটি
বউ ও পাবেন হা হা না মানে চাকরি হলেত বউ....


জুনিয়র পদের জন্য HSC হলে হবে আর অনার্স/টেকনিক্যাল থেকে পাস করা সকলেই অবেদন করতে পারবেন সিনিয়র পদের জন্য,
(বিস্তারিত সার্কুলারে)


পরীক্ষার জন্য কি কি পড়ব কোন বই ফলো করব?
নিবন্ধনের জন্য পড়াশোনা অন্যান্য তুলনায় আমার কাছে একটু সহজ মনে হয় কারণ NTRCA থেকে নির্দিষ্ট একটা সিলেবাস দেওয়া থাকে নিয়ম করে পড়লে ভালো করা সম্ভব তবে বিগত সালের প্রশ্ন দেখলে ভাল একটা ধারণা পাবেন।
ও নিবন্ধনের জন্য গাইডও পাওয়া যায় সেখান থেকে সাহায্য নিতে পারেন,

নিবন্ধনে কয়টাতেে আবেদন করতে পারব?
একজন মানুষ কেবল মাত্র একটা post এ apply করতে পারবেন তবে আপনার যোগ্যতা মানে বার্তি সাটিফিকেট থাকলে আপনার সাবজেক্ট ছাড়াও অন্য বিষয়ে নিবন্ধন করতে পারবেন।
যেমন লাইব্ররীয়ান, ICT, শরীর চর্যা ঔ যে বাম ডান করান যে সেই স্যার, কম্পিউটার অপারেটর, ইটিসি।


সর্বশেষে যে সুবিধাটা সেটা হলো ভালো পরীক্ষা দিলে sms এর মাধ্যমে জানিয়ে দেয় যে আপনার নিয়োগ অমুক যায়গায় কাগজপত্র নিয়ে সেই স্কুল/কলেজে দেখা করেন ওরা আপনাকে ডাকছে, মানে কোনো ভ্যাজাল ছাড়াই নিয়োগ,
skill গত পরীক্ষার নিয়োগ থেকে

নিয়মিত পোস্ট পেতে সাইটের একদম নিচে ফলো বাটন আছে ফলো করে রাখুন।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন