শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

অভ্যন্তরিন সম্পদ বিভাগ অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান


 আজকে অনুষ্ঠিত অভ্যন্তরিন সম্পদ বিভাগ অধিদপ্তরে অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান


 বাংলা অংশের সমাধানঃ 

১) অর্থসহ বাক্য রচনা করুন: 


(ক) শরতের শিশির = সুসময়ে বন্ধু ।

তোমার মত সুসময়ের বন্ধু আমার দরকার নেই।


(খ) ধর্মের ষাড় = অকর্মণ্য

 [সমাজে ধর্মের ষাড়ের কোন মূল্যায়ন নেই]  


(গ) ঢাকের কাঠি = তোষামুদে

গ্রামে তোষামুদে মানুষের অভাব নেই মনে হয়।


২. এক কথায় প্রকাশ করুন:

 (ক) যা অধ্যয়ন করা হয়েছে =

 অধীত 


(খ) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি =

 ইতিহাসবেত্তা


(গ) ডালিমের কুঁড়ি =

 আনারকলি 



৩. সন্ধি বিচ্ছেদ করুন:  


বাগাড়ম্বর =

বাক্‌ + আড়ম্বর


পরম্পর=

পর + পর


প্রাতরাশ =

প্রাতঃ+আশ


পরীক্ষা =

পরি+ঈক্ষা


ইংরেজি অংশের সমাধানঃ  

৪. Fill in the blanks.  


(a) Holidays are essential— our lives. = to 


 (b) We should obey– laws of our country. =

 the


(c) He does not know — swim. =

 how to 


৫. ইংরেজিতে অনুবাদ করুন:


 (ক) এখন তিনটা বেজে বিশ মিনিট =

It is twenty minutes past three. 


(খ) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। =

 It’s been raining on and off since the morning.


৬. Write a paragraph on “Padma Bridge” 


নোটঃ নেটে পদ্মা ব্রিজ লিখে সার্চ করলেই অনেক প্যারাগ্রাফ পাবেন সেখান থেকে দেখেনিন আগমী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।


______গণিত অংশের সমাধানঃ _____ 


৭. দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ১০ জন লােক একটি কাজ ৭ দিনে করতে পারে । দৈনিক কত ঘন্টা। পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ঐ কাজটি করতে পারবে?

উত্তরঃ ৫ ঘন্টা 


৮. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১.৫ মিটার এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত? উত্তরঃ ৩ ঘন মিটার


৯. একজন ক্ষুদ্র ব্যবসায়ী ৫৬০০ টাকা বিনিয়ােগ করে ১ বছর পর কিছু টাকার উপর ৫% এবং অবশিষ্ট টাকার উপর ৪% লাভ করলেন। মােট ২৫৬ টাকা লাভ করলে, তিনি কত টাকার উপর ৫% লাভ করলেন?  

উত্তরঃ ৩২০০ টাকা 


সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১০. সংক্ষেপে উত্তর দিন:

(ক) বঙ্গবন্ধু ৬ দফা কর্মসূচী কবে ঘােষণা করেন?  

উত্তরঃ ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে “৬ দফা দাবি” পেশ করেন 


(খ) সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার।

উত্তরঃ ২৮২৪ ডলার


(গ) মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাব কি কি?  

উত্তরঃ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক 


(ঘ) বিশ্বে কোথায় প্রথম Covid-19 ভাইরাস সনাক্ত হয়?

উত্তরঃ চীনের উহান শহরে 


(ঙ) বাংলাদেশের আইন সভা কত কক্ষ বিশিষ্ট?

উত্তরঃ এক কক্ষ বিশিষ্ট 


সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের সাইটের নিচে ফলো বাটনে ক্লিক করে রাখুন ।


ধন্যবাদ


রেলওয়ে সম্পর্কে চাকরি পরীক্ষায় আসার মত গেুরুত্বপূর্ণ প্রশ্ন

সবাই অবগত আছি,বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ কার্যক্রম চলছে। 
সেই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষাসহ ভাইভা প্রস্তুতিতে আরো ভাল করার জন্য বিগত প্রশ্নের আলোকে  সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আয়োজন।

বাংলদেশ রেলওয়ের প্রতিটা প্রশ্ন নোট করে রাখুন আশা করছি কমন পাবেন।


 প্রথম আপানাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে আমাদের প্রশ্ন পর্ব
 শুরু করব।
 
অনেক মেয়ে প্রার্থীরা জিঙ্গাসা করেছেন, যে মেয়েরা কি বাংলাদেশ রেলওয়েরে পয়েন্টসম্যান পদে চাকরি পাবে বা চাকরি করতে পারবে?
 
বর্তমান সময়ে সকল জায়গায় মেয়েদে অবদান আছে এটা মানতে হবে আপনাকে,
রেলওয়ের পয়েন্টসম্যান পদে এর আগে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়নি তাই আনেকেই বিষয়টা সহজ ভাবে নিতে পারছনে না, আর এই পয়েন্টসম্যান পদটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে একজন বিচক্ষণ কর্মী তারা নিয়োগ দেবে, আট ঘন্টা ডিউটি, তিনজন কর্মী একই স্থানে নিয়োগ পাবে সেখানে নারী হিসেবে  আপনি নিয়োগ পেলে এই পদে প্রথম নারী হবেন আপনি।

একটা ছেলে যে দায়ীত্ব এখানে পালন কেরতে পারবে সেটা একজন মেয়ে ধারা সম্ভব নয় আর এখানে অনেক কোলাহলে আপনাকে কাজ করতে হবে, সব সময় এলার্ট থাকতে হবে, তাই সব কিছু মিলিয়ে কর্তৃপক্ষ যেহেতু আবেদনের অনুমতি দিয়েছে তাই পরীক্ষাতে ভাল করলে চাকরিটাও হবে।

সব মিলিয়ে বলব,, চাকরি পরের কথা ,আবেদন করে থাকলে পরীক্ষাটা দেন।


বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর কোথায়?
বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর ঢাকায় অবস্থিত।

বাংলাদেশ রেলওয়ের যাত্রা শুরু করে কবে বা প্রতিষ্ঠিত হয় কবে?
১৮৬২ সালের ১৫ই নভেম্বর গৌরবময় যাত্রা শুরু করে।

বাংলাদেশ রেলওয়েকে মূলত কয়টি অংশে ভাগ করা হয়?
বাংলাদেশ রেলওয়েকে মূলত দুইটি অংশে ভাগ করা হয়।
১)একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে
২) অপরটি পশ্চিম পাশে।

কোন কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে?
ইস্টার্ন বেঙ্গল কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। ১৮৬২ সালের ১৫ই নভেম্বর

রেলওতে বালাদেশে কত রকমের গেজ চালু আছে বা 
বাংলাদেশ রেলওয়ের কত ধরনের লাইন আছে?
তিন রকমের গেজ চালু আছে?
 ৮৩১.৫৪ কি:মি: ব্রড গেজ, 
১৬৫২.১৫ কি:মি: মিটার গেজ 
ও ৫৩৫.১৯ কি:মি: ডুয়েল গেজ বা ন্যানো গেজ।

কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে?
উত্তর : ন্যারোগেজ

র্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?
উত্তর : ৪০টি।

বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?
উত্তর : ৪০টি।

রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত?
উত্তর : পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক (শুধু স্লিপার), পার্বতীপুরে ওয়ার্কশপ আছে।


প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?
উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।


প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?
উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।

বর্তমান বাংলাদেশের রেল মন্ত্রীর নাম কি?
জনাব মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি মাননীয় মন্ত্রী, রলপথ মন্ত্রণারয়

বার্তমান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নাম কি?
জনাব ধীরেন্দ্র নাথ মজুমদার, মহাপরিচালক, বাংরাদেশ রেলওয়ে।


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ




গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো