অভ্যন্তরিন সম্পদ বিভাগ অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান


 আজকে অনুষ্ঠিত অভ্যন্তরিন সম্পদ বিভাগ অধিদপ্তরে অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান


 বাংলা অংশের সমাধানঃ 

১) অর্থসহ বাক্য রচনা করুন: 


(ক) শরতের শিশির = সুসময়ে বন্ধু ।

তোমার মত সুসময়ের বন্ধু আমার দরকার নেই।


(খ) ধর্মের ষাড় = অকর্মণ্য

 [সমাজে ধর্মের ষাড়ের কোন মূল্যায়ন নেই]  


(গ) ঢাকের কাঠি = তোষামুদে

গ্রামে তোষামুদে মানুষের অভাব নেই মনে হয়।


২. এক কথায় প্রকাশ করুন:

 (ক) যা অধ্যয়ন করা হয়েছে =

 অধীত 


(খ) ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি =

 ইতিহাসবেত্তা


(গ) ডালিমের কুঁড়ি =

 আনারকলি 



৩. সন্ধি বিচ্ছেদ করুন:  


বাগাড়ম্বর =

বাক্‌ + আড়ম্বর


পরম্পর=

পর + পর


প্রাতরাশ =

প্রাতঃ+আশ


পরীক্ষা =

পরি+ঈক্ষা


ইংরেজি অংশের সমাধানঃ  

৪. Fill in the blanks.  


(a) Holidays are essential— our lives. = to 


 (b) We should obey– laws of our country. =

 the


(c) He does not know — swim. =

 how to 


৫. ইংরেজিতে অনুবাদ করুন:


 (ক) এখন তিনটা বেজে বিশ মিনিট =

It is twenty minutes past three. 


(খ) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। =

 It’s been raining on and off since the morning.


৬. Write a paragraph on “Padma Bridge” 


নোটঃ নেটে পদ্মা ব্রিজ লিখে সার্চ করলেই অনেক প্যারাগ্রাফ পাবেন সেখান থেকে দেখেনিন আগমী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।


______গণিত অংশের সমাধানঃ _____ 


৭. দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ১০ জন লােক একটি কাজ ৭ দিনে করতে পারে । দৈনিক কত ঘন্টা। পরিশ্রম করে ১৪ জনে ৬ দিনে ঐ কাজটি করতে পারবে?

উত্তরঃ ৫ ঘন্টা 


৮. একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১.৫ মিটার এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত? উত্তরঃ ৩ ঘন মিটার


৯. একজন ক্ষুদ্র ব্যবসায়ী ৫৬০০ টাকা বিনিয়ােগ করে ১ বছর পর কিছু টাকার উপর ৫% এবং অবশিষ্ট টাকার উপর ৪% লাভ করলেন। মােট ২৫৬ টাকা লাভ করলে, তিনি কত টাকার উপর ৫% লাভ করলেন?  

উত্তরঃ ৩২০০ টাকা 


সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১০. সংক্ষেপে উত্তর দিন:

(ক) বঙ্গবন্ধু ৬ দফা কর্মসূচী কবে ঘােষণা করেন?  

উত্তরঃ ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে “৬ দফা দাবি” পেশ করেন 


(খ) সর্বশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার।

উত্তরঃ ২৮২৪ ডলার


(গ) মুক্তিযুদ্ধে বীরত্বসূচক খেতাব কি কি?  

উত্তরঃ বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক 


(ঘ) বিশ্বে কোথায় প্রথম Covid-19 ভাইরাস সনাক্ত হয়?

উত্তরঃ চীনের উহান শহরে 


(ঙ) বাংলাদেশের আইন সভা কত কক্ষ বিশিষ্ট?

উত্তরঃ এক কক্ষ বিশিষ্ট 


সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের সাইটের নিচে ফলো বাটনে ক্লিক করে রাখুন ।


ধন্যবাদ


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন