রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

পরিবার পরিকল্পনার নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন / ৮০ তে ৭০টি হুবহু কমন


পরিবার পরিকল্পনার নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন / ৮০ তে ৭০টি হুবহু কমন,

পরিবার পরিকল্পনায় নিয়োগ সার্কুলার প্রায় সব সময় হয়, এখানে যারা নতুন আবেদন করেন তাঁদের অনেকেই এই সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন নিয়ে নানা রকম প্রশ্ন করেন কিন্ত কোথাও সঠিক তথ্য পান না।

আপনি নতুন বা পুরানো চাকরি প্রার্থী, যেমনি হন না কেনোট। আপনাকে রিকুয়েস্ট করছি সবটা মন দিয়ে পড়েন মনের সকল উত্তর পেয়ে যাবেন।

আজকে আমরা পরিবার পরিকল্পনার নিয়োগ পরীক্ষার সকল বিষয় নিয়ে বিস্তারিত জেনে নিবো ইনশাআল্লাহ।


তো চলুন শুরু করা যাক,

প্রথম চাকরির আবেদনের যোগ্যতা নিয়ে কথা বলি,
পরিবার পরিকল্পনার চাকরি একটা পদের জন্য খুব কম সার্কুলার হয় তাই এটা সঠিক মাপ কাঠিতে বলা যায় না, তবে ৮ম পাস থেকে শুরু  করে মাস্টার্স পর্যন্ত পদ অনুযায়ী যোগতা লাগে।
সব চেয়ে বেশি সার্কুলার হয় এস,এস,সি ও এইস,এস,সি যোগ্যতায়।

পরিবার পরিকল্পনার চাকরি পরীক্ষা বা নিয়োগ পরীক্ষা কোথায় হয়?
যদি পরিবার পরিকল্পনার নিয়োগ জেলা পর্যায় হয় বা সার্কুলারে বালা থাকে কোন জেলার বা উপজেরার প্রার্থীরা আবেদন করতে পারবে তখন জেরা পর্যায়ে নিয়োগ পরীক্ষা হয় আর যদি সারা দেশে নিয়োগ হয় তখন ঢাকার মধ্যে নিয়োগ পরীক্ষা হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগের ক্ষেত্রে কি মেয়েদের কোটা আছে?
উত্তরঃ হ্যাঁ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার কি মাইনাস মার্কস আছে?
উত্তরঃ আগে ছিলো না এখন আছে।

পরিবার পরিকল্পনার অধিদপ্তরে নিয়োগ কি নিজের জেলাতে হয়?
উত্তরঃ জেলা বা উপজেলার নিয়োগ হলে নিজের জেলায় নিয়োগ হবে নয়ত দেশের যে কোনো জেলায় নিয়োগ হতে পারে।

পরিবার পরিকল্পনার নিয়োগ পরিক্ষায় কত নাম্বার পেলে চাকরি হবে? 
উত্তরঃ এটার কোনো লিমিট নাম্বার নেই, প্রশ্ন প্যাটার্নের উপর নির্ভর করে।
তবে প্রশ্ন সহজ হলে সাবার কাছে সহজ আ কঠিন হলে সাবার কাছেই কঠিন তাই চিন্তার কারণ নেই।

এখন সাজেশন নিয়ে কথা বলার আগে আমরা বিগত সালের একটা একটা প্রশ্ন দেখে নিবো,
প্রশ্নটা খেয়াল করলে দেখবেন প্রতিটা প্রশ্ন বিগত বিসিএস প্রশ্ন থেকে কমন এসেছে তাই বিগত বিসিএস প্রশ্ন গুলো ভাল করে পড়ে নিন পরে নিজেই বুঝতে পারবেন কি পড়বেন আ বাদ দিবেন।

অধ্যায় ভিত্তিক সিলেবাস নিয়ে আমরা পরে কাথা বলবো আমাদের সাথে থাকুন,

নোটঃ বিস্তারিত সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন।


প্রশ্ন সমাধানঃ
পরিবার পরিকল্পনা অধিদপ্তর
পদের নামঃ বিভিন্ন পদ
পরীক্ষার তারিখঃ ২১ জানুয়ারি ২০২৩
পূর্ণমানঃ ৮০
সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট



বাংলা অংশের সমাধানঃ
১। নিচের কোনটির সাহায্যে মানুষ সুক্ষাতি
সুক্ষভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
উত্তরঃ কণ্ঠধ্বনির সাহায্যে

২। বাংলা ভাষার মূল উৎস-
উত্তরঃ বৈদিক ভাষা

৩। বাংলা বর্ণমালার পুর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে?
উত্তরঃ ৩২, ৮, ১০

৪। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
উত্তরঃ য, য়

৫। খাটি বাংলায় কোন সন্ধি নেই?
উত্তরঃ বিসর্গ সন্ধি

৬। তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ তৎ + ময়

৭। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
উত্তরঃ বন + পতি =বনস্পতি

৮। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
উত্তরঃ ধাতু

৯। শিক্ষক শ্রেনীকক্ষে এলেন’ এ বাক্যটি কোন কালের ক্রিয়া?
উত্তরঃ সাধারণ অতীত

১০। আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
উত্তরঃ অনুজ্ঞা ভাব

১১। গাছটা মড়মড় করে ভেঙ্গে পড়ল।- এখানে ‘মড়মড়’ কোন অনুকুতির ধবন্যাত্মক শব্দ?
উত্তরঃ অনুভূতির কাল্পনিক

১২। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন’ বাক্যটি সার্থক বাক্যের কোন গুন হারিয়েছে?
উত্তরঃ আসত্তি

১৩। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না’- এটি কোন শ্রেনীর বাক্য?
উত্তরঃ যৌগিক
 
১৪। বাক্যে কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন হলে কি বসে?
উত্তরঃ সেমিকোলন

১৫। হাইফেনকে বাংলায় কী বলে?
উত্তরঃ সংযোগ চিহ্ন

১৬। কোন বানানটি ভুল?
উত্তরঃ [সঠিক বানান মুমূর্ষু ]

১৭। অটবি বায়ুবশে উঠিত সে উচ্ছসি-বাক্যটির
‘অটবি’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ অরণ্য

১৮। মুহূর্তে অভিমান ভোলা এ অর্থে কোন বাগধারাটির ব্যবহার হয়ে থাকে?
উত্তরঃ বিড়ালের আড়াই পাক

১৯। রুপক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ ক্রোধানল

২০। তার যেন সেখানে যাওয়া হয়’ বাক্যটি কোন বাচ্য?
উত্তরঃ ভাববাচ্য


ইংরেজি অংশের সমাধানঃ
২১। ‘light’ is to ‘dark’ as ‘cold’ is to—-
. উত্তরঃ hot

২২। I cannot —to pay such high prices.
উত্তরঃ afford

২৩। What is the antonym of ‘Queer’?
উত্তরঃ orderly

২৪। Vice results………..misery.
উত্তরঃ in

২৫। Out and out’ means-
উত্তরঃ Thoroughly

২৬। Choose the correct preposition
`My brother has no interest……music.
উত্তরঃ in

২৭। This is ……….useful book for research.
উত্তরঃ a

২৮। The phrase `Achilles heel’ means-
উত্তরঃ a weak point

২৯। What is the adjective of the word `Heart’?
উত্তরঃ Heartening

৩০। Had I known in advance, I……enough money.
উত্তরঃ would have taken

৩১। A person who knows many languages is called?
উত্তরঃ Polyglot

৩২। `Macbeth’ is?
উত্তরঃ Play

৩৩। He did it…….his own accord.
উত্তরঃ of

৩৪। The word `Lunar’ is related to?
উত্তরঃ moon

৩৫। Right and left means-
উত্তরঃ indiscriminately
৩৬। Love for the whole world is called-
উত্তরঃ philanthropy

৩৭। To meet trouble halfway means:
উত্তরঃ to be puzzled

৩৮। Which of the following can be both masculine and feminine?
উত্তরঃ spouse

৩৯। The correct proverb is?
উত্তরঃ Silence is golden.

৪০। Have you ever…….to London?
উত্তরঃ been


গণিত অংশের সমাধানঃ
৪১। 9, 36, 81……………এর ৬ষ্ঠ পদের সংখ্যাটি কত?
উত্তরঃ ৩২৪

৪২। ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম
ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
উত্তরঃ ৩৯ টাকা

৪৩। বার্ষিক ১২% মুনফার কত বছরে ১০০০০
টকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
উত্তরঃ ৪ বছর

৪৪। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর।
দুই বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
উত্তরঃ ৪০ বছর

৪৫। x – 1/x = 5 হলে (x – 1/x)2 এর মান কত?
উত্তরঃ 29

৪৬। x – y = 10 এবং xy = 30 হলে x3 – y3 এর মান কত?
উত্তরঃ 1900

৪৭। 9x2 – 9x – 4 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
উত্তরঃ (3x + 1 ) (3x -4)

৪৮। ৩ট সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২
হলে অপর সংখ্যাটি কত?
উত্তরঃ ৩৩


৪৯। a + b = 5 এবং a – b = 3 হলে ab এর মান কত?
উত্তরঃ 4

৫০। ১ থেকে ২৫ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
উত্তরঃ ১৩


চাকরি পরীক্ষার জন্য সকল পোস্ট পেতে আমাদের সাথে থাকুন
  

৫১। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫
কিলোমিটার ও ৫ কিলোমিটার। নদীপথে ৩০
কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত ঘণ্টা লাগবে?
উত্তরঃ ৪.৫ ঘণ্টা

৫২। ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে।
৯ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
উত্তরঃ ৪ দিনে

৫৩। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬
দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে?
উত্তরঃ ১৩৪

৫৪। একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে উত্তর হয়
সংখ্যাটি অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?
উত্তরঃ ১৫

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৫৫। শিশুদের রিকেট হয়-
উত্তরঃ ভিটামিন ডি এর অভাবে

৫৬। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তরঃ লিউয়েন হুক

৫৭। IAEA এর পূর্ণরুপ কি?
উত্তরঃ International Atomic Energy Agency

৫৮। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ মেলানিন

৫৯। গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তরঃ ফাইলেরিয়া কৃমি

৬০। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তরঃ ৪ মার্চ ১৯৭২

৬১। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১


৬২। বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে

৬৩। পানির ছোট ফোটা কোন গুণের কারণে গোলাকৃতি হয়?
উত্তরঃ পৃষ্ঠাটান

৬৪। মুজিবনগর দিবস কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল

৬৫। SDG এর Goal কতটি?
উত্তরঃ ১৭টি

৬৬। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর
কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
উত্তরঃ ক্র্যাক প্লাটুন

৬৭। কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
উত্তরঃ ভিটামিন সি

৬৮। বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র


৬৯। কারাগারের রোজনামাচা একটি –
উত্তরঃ দিনলিপি

৭০। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪০ সালে

৭১। হাড়ের শেষ এর নাম-
উত্তরঃ Osteoblast

৭২। Polio রোগের Vaccine-
উত্তরঃ OPV

৭৩। পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা-
উত্তরঃ ২০টি

৭৪। মানুষের দেহে হাড়ের সংখ্যা-
উত্তরঃ ২০৬টি

৭৫। জাতীয় টিকাদান কর্মসূচীতে কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়?
উত্তরঃ ৬টি

৭৬। মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
উত্তরঃ ৮টি
৭৭। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তরঃ ও পজেটিভ

৭৮। মানুষের দৈনিক গড়ে কত মিলিগ্রাম কোলেস্টরল দরকার?
উত্তরঃ ১০০০ মিলিগ্রাম

৭৯। Exclusive Breast Feeding বলতে শিশু জন্মের কয়মাস বুঝায়?
উত্তরঃ ছয় মাস

৮০। গর্ভকালীন প্রসূতি সেবায় প্রথম তিন মাসে (First trimester)
মাকে কি দেয় হয়? উত্তরঃ ফলিক এসিড


ধন্যবান আমাদের সাথে থাকার জন্য


সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

গাড়ি চালক পদের প্রশ্ন সমাধন / জাতীয় গণমাধ্যম ইন্টিটিউট অধিদপ্তর / ড্রাইভার পদের প্রশ্ন / চাকরি

 জাতীয় গণমাধ্যম ইন্টিটিউট অধিদপ্তর

গড়ি চালক পদের প্রশ্ন সমাধান 

পরীক্ষার ধরণঃ লিখিত

পূর্ণমানঃ ৪০

সময়ঃ এক ঘন্টা

পরীক্ষার তারিখঃ ২১/০১/২০২৩


১) বাংলা =১০

২) বাংলা স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ গুলো লেখুন।

উত্তরঃ অ, আ, ই, ঋ, এ, ঐ, ও, ঔ


৩) আপনার কতৃপক্ষের নিকট একটা ছুটির পত্র লেখুন।

নিজে চেষ্টা করুন


৪) এক কথায় প্রকাশ করুন।

ক) গোপন করার ইচ্ছা = জুগ্সপা

খ) মাথা থেকে লওয়ার যোগ্য = শিরোধার্য



৫) সপ্তাহের ৭ দিনের নাম লেখুন।


৬) আপনার নিজের সম্পর্কে দশ লাইন ইংলিশে লেখুন।


অংকঃ

ক) একজন ফল বিক্রেতা পতি কেজি পেয়ারা ১৬০ টাকা হিসেবে ক্রয় করে প্রতি কেজি ১৮০ টাকা দরে বিক্রয় করলে শত করা কত লাভ হবে?

উত্তরঃ ১২.৫%



খ) একটা বীজগণীত আসছিল..........


৭) সংক্ষেপে উত্তর দিনঃ

ক) ইন্জিনের মবেল ওয়েল পরিদর্শন করা হয় কি ভাবে?

খ) ব্যবহ্নত গাড়ীর ইন্জিন কত কি মি চলার পরে পরিবর্তন করা হয়?

গ) কোন কোন ব্যক্তি রাইসেন্স পাওয়ার অনউপযুক্ত?

ঘ) লাইসেন্স কত প্রকার ও কি কি?

ঙ) সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরজান চালানোর দন্ডসমূহ কি কি?

চ) সড়ক পরিবহন আইন ১০১৮ মোতাবেক রুট পারমিট ব্যতীত পাবলিক প্লেসে পরিবহনজান ব্যবহারের দন্ডসমূহ কি কি?


গাড়ীচালক পদের প্রশ্ন সমাধান

পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে পরীক্ষা পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত FWV প্রশ্ন সমাধান

 পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে, আশা করছি এর পরে আর কোনো প্রশ্ন অজানা থাকবে না।

তো চলুন শুরু করা যাক।


পরীক্ষার পদ্ধতিঃ

পরীক্ষার ধরনঃ এমসিকিউ (MCQ) (৭০ মার্ক)

সময়ঃ ১ ঘন্টা।

মৌকিক ও প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবেঃ ঢাকা।

বেতন গ্রেডঃ ১৪


কত পেলে প্রিলিতে টেকা যাবে?
এই প্রশ্নটা অনেকেই করেন, একটা কথা মাথায় রাখবেন চাকরি পরীক্ষায় কোনো লিমিট নাম্বার নেই যে বেশি নাম্বার পাবে তাকে টেকানো হবে। আর প্রশ্ন সহজ বা কঠিন বলে কিছু নেই এখানে সবারই সমান....

পরীক্ষা কত ধাঁপে হবে?
উত্তরঃ দুই ধাঁপে, প্রিলি, ভাইভা, পরে চূড়ান্ত রেজার্ট

চূড়ান্ত ফলাফলের পর ১৮মাস ব্যাপি প্রশিক্ষণঃ
তারপর বাছাই পরীক্ষার মাধ্যমে এবং পদশূন্য সাপেক্ষে চূড়ান্ত প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

এবার আসি প্রশিক্ষণের বিষয়াদি নিয়েঃ
পরিবার কল্যাণ পরিদর্শিকাদের আঠারো মাস ব্যাপী ১৮টি মডিউলের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান কয়।

#প্রশিক্ষণ মডিউলগুলি হলঃ

(১) এনাটমি ও ফিজিওলজী।

(২) ফার্মাকোলজী।

(৩) যোগাযোগ।

(৪) ডায়রিয়া।

(৫) ই পি আই।

(৬) এ আর আই।

(৭) শিশুর ক্রমবৃদ্ধি- পর্যবেক্ষণ ও পরামর্শ দান।

(৮) পুষ্টির অভাব জনিত রোগ।

(৯) গর্ভবতীর যত্ন।

(১০) প্রসবকালীন যত্ন।

(১১) প্রসবোত্তর যত্ন।

(১২)পরিবার পরিকল্পনা।

(১৩) সাধারণ স্ত্রী রোগ।

(১৪) প্রাথমিক চিকিৎসা।

(১৫) ধাত্রী প্রশিক্ষণ।

(১৬) ব্যবস্থাপনা।

(১৭) স্যাটেলাইট ক্লিনিক।

(১৮) দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মাঠ প্রশিক্ষণ ।
তাছাড়া রয়েছে একটি কোর্স পরিচিতি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য একটি চেকলিস্ট বই।


প্রশিক্ষণ শেষে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের কাজঃ
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত পরিবার
পরিকল্পনা ক্লিনিক, ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে , জেলা পর্যায়ে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, গ্রাম পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিকে ও অন্যান্য সরকারী ও বেসরকারী ক্লিনিকে অবস্থান করে জাতীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত সকল প্রকার সেবা প্রদান করা।


এখন আমরা বিগত সালের প্রশ্ন সমাধান ও প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথ বলবোঃ
এখানে সকল প্রশ্ন একই রকমের হয়। প্রতিটা পরীক্ষাতে ১০/১২ টা প্রশ্ন কঠিন হয়, প্রকৃত পক্ষে খেলাটা হয়ে এখানেই।

প্রশ্ন সমাধান দেখার পরে আমরা সাজেশন নিয়ে কথা বলবো।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর
পদের নামঃ মেডিকেল টেকনোলজিস্ট
পরীক্ষার তারিখঃ ২১-০১-২০২৩

বাংলা অংশের সমাধান...
১। নিচের কোনটির সাহায্যে মানুষ সুক্ষাতি সুক্ষভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?
উত্তরঃ কণ্ঠধ্বনির সাহায্যে

২। বাংলা ভাষার মূল উৎস-
উত্তরঃ বৈদিক ভাষা

৩। বাংলা বর্ণমালার পুর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে?
উত্তরঃ ৩২, ৮, ১০

৪। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
উত্তরঃ য, য়

৫। খাটি বাংলায় কোন সন্ধি নেই?
উত্তরঃ বিসর্গ সন্ধি

৬। তন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ তৎ + ময়

৭। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? উত্তরঃ বন + পতি =
বনস্পতি

৮। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কী?
উত্তরঃ ধাতু

৯। শিক্ষক শ্রেনীকক্ষে এলেন’ এ বাক্যটি কোন কালের ক্রিয়া?
উত্তরঃ সাধারণ অতীত

১০। আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব?
উত্তরঃ অনুজ্ঞা ভাব

১১। গাছটা মড়মড় করে ভেঙ্গে পড়ল।- এখানে ‘মড়মড়’ কোন অনুকুতির ধবন্যাত্মক শব্দ?
উত্তরঃ অনুভূতির কাল্পনিক

১২। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন’ বাক্যটি সার্থক বাক্যের কোন গুন হারিয়েছে?
উত্তরঃ আসত্তি

১৩। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না’-
এটি কোন শ্রেনীর বাক্য? উত্তরঃ যৌগিক

১৪। বাক্যে কমা অপেক্ষা বেশী বিরতির প্রয়োজন হলে কি বসে?
উত্তরঃ সেমিকোলন

১৫। হাইফেনকে বাংলায় কী বলে?
উত্তরঃ সংযোগ চিহ্ন

১৬। কোন বানানটি ভুল?
উত্তরঃ [সঠিক বানান মুমূর্ষু ]

১৭। অটবি বায়ুবশে উঠিত সে উচ্ছসি-বাক্যটির ‘অটবি’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ অরণ্য/বোন/জঞ্গল

১৮। মুহূর্তে অভিমান ভোলা এ অর্থে কোন বাগধারাটির ব্যবহার হয়ে থাকে?
উত্তরঃ বিড়ালের আড়াই পাক

১৯। রুপক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি?
উত্তরঃ ক্রোধানল

২০। তার যেন সেখানে যাওয়া হয়’ বাক্যটি কোন বাচ্য?
উত্তরঃ ভাববাচ্য



সকল প্রশ্ন সমাধান পেতে আমাদের উইটিউব চ্যানেলটা ফলো করতে পারেন

ইংরেজি অংশের সমাধানঃ
২১। 'light' is to 'dark' as 'cold' is to----.
উত্তরঃ hot

২২। I cannot ---to pay such high prices.
উত্তরঃ afford

২৩। What is the antonym of 'Queer’?
উত্তরঃ orderly


২৪। Vice results………..misery.
উত্তরঃ in

২৫। Out and out’ means-
উত্তরঃ Thoroughly

২৬। Choose the correct preposition `My brother has no interest……music.
উত্তরঃ in

২৭। This is ……….useful book for research.
উত্তরঃ a

২৮। The phrase `Achilles heel’ means-
উত্তরঃ a weak point

২৯। What is the adjective of the word `Heart’?
উত্তরঃ Heartening

৩০। Had I known in advance, I……enough money.
উত্তরঃ would have taken

৩১। A person who knows many languages is called?
উত্তরঃ Polyglot.

৩২। `Macbeth’ is?
উত্তরঃ Play

৩৩। He did it…….his own accord.
উত্তরঃ of

৩৪। The word `Lunar’ is related to?
উত্তরঃ moon

৩৫। Right and left means-
উত্তরঃ indiscriminately


৩৬। Love for the whole world is called-
উত্তরঃ philanthropy

৩৭। To meet trouble halfway means:
উত্তরঃ to be puzzled

৩৮। Which of the following can be both masculine and feminine?
উত্তরঃ spouse

৩৯। The correct proverb is?
উত্তরঃ Silence is golden.

৪০। Have you ever…….to London?
উত্তরঃ been

গণিত অংশের সমাধানঃ
৪১। 9, 36, 81...............এর ৬ষ্ঠ পদের সংখ্যাটি কত?
উত্তরঃ ৩২৪

৪২। ১৪৩ টাকাকে ২:৪:৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
উত্তরঃ ৩৯ টাকা

৪৩। বার্ষিক ১২% মুনফার কত বছরে ১০০০০ টকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
উত্তরঃ ৪ বছর

৪৪। পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২০ বছর। দুই বছর পর দুই পুত্রের গড় বয়স ১২ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
উত্তরঃ ৪০ বছর

৪৫। x - 1/x = 5 হলে (x - 1/x)2 এর মান কত?
উত্তরঃ 29

৪৬। x - y = 10 এবং xy = 30 হলে x3 - y3 এর মান কত?
উত্তরঃ 1900

৪৭। 9x2 - 9x - 4 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
উত্তরঃ (3x + 1 ) (3x -4)

৪৮। ৩ট সংখ্যার গড় ৩৩, দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
উত্তরঃ ৩৩

৪৯। a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত?
উত্তরঃ 4

৫০। ১ থেকে ২৫ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
উত্তরঃ ১৩

৫১। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিলোমিটার ও ৫ কিলোমিটার। নদীপথে ৩০ কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত ঘণ্টা লাগবে?
উত্তরঃ ৪.৫ ঘণ্টা

৫২। ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। ৯ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
উত্তরঃ ৪ দিনে

৫৩। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে?
উত্তরঃ ১৩৪

৫৪। একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটি অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত? উত্তরঃ ১৫


সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
৫৫। শিশুদের রিকেট হয়-
উত্তরঃ ভিটামিন ডি এর অভাবে

৫৬। ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তরঃ লিউয়েন হুক

৫৭। IAEA এর পূর্ণরুপ কি?
উত্তরঃ International Atomic Energy Agency

৫৮। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ মেলানিন

৫৯। গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?
উত্তরঃ ফাইলেরিয়া কৃমি

৬০। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে?
উত্তরঃ ৪ মার্চ ১৯৭২

৬১। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১

৬২। বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে
৬৩। পানির ছোট ফোটা কোন গুণের কারণে গোলাকৃতি হয়?
উত্তরঃ পৃষ্ঠাটান

৬৪। মুজিবনগর দিবস কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল

৬৫। SDG এর Goal কতটি?
উত্তরঃ ১৭টি

৬৬। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমী মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন?
উত্তরঃ ক্র্যাক প্লাটুন

৬৭। কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
উত্তরঃ ভিটামিন সি

৬৮। বাংলাদেশের সরকার ব্যবস্থা কী ধরনের?
উত্তরঃ সংসদীয় গণতন্ত্র

৬৯। কারাগারের রোজনামাচা একটি -
উত্তরঃ দিনলিপি

৭০। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪০ সালে

৭১। হাড়ের শেষ এর নাম-
উত্তরঃ Osteoblast

৭২। Polio রোগের Vaccine-
উত্তরঃ OPV

৭৩। পূর্ণ বয়স্ক ব্যক্তির শরীরে Amino Acid এর সংখ্যা-
উত্তরঃ ২০টি

৭৪। মানুষের দেহে হাড়ের সংখ্যা-
উত্তরঃ ২০৬টি

৭৫। জাতীয় টিকাদান কর্মসূচীতে কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয়?
উত্তরঃ ৬টি

৭৬। মানুষের মুখে কর্তন দন্ত কয়টি?
উত্তরঃ ৮টি

৭৭। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়?
উত্তরঃ ও পজেটিভ

৭৮। মানুষের দৈনিক গড়ে কত মিলিগ্রাম কোলেস্টরল দরকার?
উত্তরঃ ১০০০ মিলিগ্রাম

৭৯। Exclusive Breast Feeding বলতে শিশু জন্মের কয়মাস বুঝায়?
উত্তরঃ ছয় মাস

৮০। গর্ভকালীন প্রসূতি সেবায় প্রথম তিন মাসে (First trimester) মাকে কি দেয় হয়?
উত্তরঃ ফলিক এসিড


উপরের সব গুলো প্রশ্ন বিগত সালের বিসিএস থেকে কমন আসছিল তাই হাতে যদি কম সময় থাকে তাহলে বিগত সালের প্রশ্ন গুলো ভালো করে পড়লেই হবে।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

পোস্ট কপি করা থেকে বিরত থাকুন


বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

 বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে নতুন একটা সার্কুলার প্রকাশ  হয়েছে ১৩৮৩ পদে 

গত ২০১৮ সালে এই পদে একটা নিয়োগ পরীক্ষা হয়, এবং এই পদে নিয়োগ নিয়ে অনেক ঝামেলাও হয় ।

আনেকেই এই পদে আবেদন করছেন এবং বিগত সালের প্রশ্ন চেয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি প্রশ্নটা শেযার করার জন্য।


বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে প্রশ্ন সমাধান।

wayman post quetion solution ২০১৮

পরীক্ষার ধরণ: MCQ

পূর্ণমান: ৭০

পাস নাম্বার: ৫০%

ওয়েম্যান পদের কাজ কি? এসব বিষয়ে জানতে এখানে ক্লিক করুন



বাংলা অংশের সমাধান:

১। সূর্য শব্দের প্রতি শব্দ কোনটা?    অর্ক

২।  গিন্নি কোন  ভাষরি শব্দ?    অর্ধ-তৎসম

৩। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপ কে কি বলে?  ফলা

৪। কোনটি শুদ্ধ শব্দ?  মুর্মূষু

৫। কাক থেকে কাগ, কোন ধরনের পরিবর্তন?  ঘোষিভবন

৬। কোটি ভুল শব্দ?   কার্য্য

৭। যা বার বার দুরছে-------- দোদুল্যমান

৮। ছক্কা পাঞ্জা করা---বড়াই করা ।

৯। একুশে ফেব্রুয়ারী, কার উপন্যাস?  হাসান হাফিজরি রহমান

১০। মহকুমা কোন ভাষার শব্দ?------ আরবি

১১। নারীবাচক করা যায় না এমন শব্দ কোটি?  সভাপতি

১২। মধুর বিপরীত শব্দ কোনটি?  তিক্ত

১৩। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?  চর্যাপদ 

১৪ । গৃহ শব্দের সর্মথক কোনটা?  ঘরোয়া 

১৫। পেরভৃত অর্থ কি ?   কোকিল



সাধারন জ্ঞান অংশের সমাধান

১। বাংলাদেশের স্বধীনতার সর্বাধিনায়ক কে?   শেখ মুজিবুর রহমান

২। বাংলাদেশের আইন সভার নাম কি ?  জাতীয় সংসদ

৩। কারিাগারের রোজ নামচা কার লেখা?  শেখ মুজিবুর রহমান

৪। রাষ্ট্রের পধান আইন কর্তা এর পদবী কি?  অ্যার্টনি জেনারেল 

৫। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?  ৬:১৫

৬। আমাজান নদী কোন মহাদেশে অবস্থিত?  আমেরিকা

৭। বাংলায় চিরস্থায়ী বন্দবস্তার প্রবর্তক কে ?  লর্ড কর্ণওয়ালিস

৮। জাতীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান 

৯। পহেলা বৈশাখ কার গড়া?    সম্রাট আকবর

১০। ক্যানাডার মুদ্রার নাম কি?  ডলার

১১। বাংলাদেশের র্সবশেষ বিভাগ কোনটি?   ময়মনসিংহ

১২। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? 

১৩। প্রথম রণতরীর নাম কি? বিএনএস পদ্মা

১৪। রাষ্ট্রপতিকে শপথ পড়ানকে? স্পিকার

১৫। বাংলাদেশ রেলওয়ে কত সালে প্রতিষ্ঠিত হয় ?  



ইংলিশ অংশের সমাধান

1)  My parents stand------my decision = by

2) Antonym of the word.  Tedious = Normal

3) Synonym of the word. Apex = top

4) What kind of noun... catlle = Collective.

5) correct spelling = bureaucracy.

6) Wolf.. plural from= wolves

7) He is senior to .....me. = to

8) for good means. = permanently

9) in black and white. in writing

10) because you are in that road that.....now. = right

11) which on adverb? = quickly.

12) I am looking forward to-----a reply. = receving.

13) Runa is tallest girl in the class. = the

14) correct sentance. = the rich are not always happy.

15) Feminine gender. wizard = witch


অংক অংশের সমাধান অপর পাতায় থাকার জন্য অস্পষ্ট ছিলো তই  দেয়া সম্ভব হয়নি।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

ডাক বিভাগের পোস্টম্যান পদের প্রশ্ন সমাধান, পোস্টম্যান পদের প্রশ্ন সমাধান

 


বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল এর 

ড্রাইভার, মেইল গার্ড, পোস্টম্যান, প্যাকার, মেইল ক্যারিয়ার,  আর্মড গার্ড, অফিস সহায়ক, রানার, পরীচ্ছন্নতা কর্মী, গার্ডেনার পদের বিশাল সার্কুলার প্রকাম করেছে অধিদপ্তর।


এখানে বিগত সালের প্রশ্ন সমাধান দেওয়া হলো।

পদের নাম: পোস্টম্যান

পরীক্ষার ধরণ: এমসিকিউ



, সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

1.  জাতীয় শহীদ মিনারের স্থপতি কে- 

হামিদুর রহমান


2.  জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে

- ৭টি


3.  বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় খেতাব কোনটি-

 বীর বিক্রম


4.  বাংলা নববর্ষ প্রবর্তন করেন-

 সম্রাট আকবর


5.  বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-

 প্রাকৃতিক গ্যাস


6.  ওয়াইফাই এর পূর্ণরূপ কোনটি-

 Wireless Fidelity


7.  ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি-

 এডিস


8.  বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন-

 ২৯ তম অধিবেশনে


9.  ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর


10. ১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টর ছিল-

 ২ নং


11. বাংলাদেশ এপর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জিতেছে-

 ১৩


12.  বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত-

৫০


13.  CUP এর প্রধান অংশ নয় কোনটি-

অপারেটিং সিস্টেম


14.  দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে-

 সাকিব আল হাসান


15. ২০২০ সালে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে-

 পাকিস্তানে


16.  জাতীয় বাজেট ২০১৯-২০২০ কততম বাজেট-

 ৪৯


17.  জনসংখ্যা ঘনত্বের বিশ্বে শীর্ষ দেশ কোনটি-

 মোনাকো


18.  ঐতিহাসিক ছয় দফা দিবস কবে- ৭ই জুন

 

চাকরি পরীক্ষার সকল প্রশ্ন সমাধান পেতে আমাদের সাইটা নোট করে রাখুন ধন্যবাদ:


বাংলা অংশ সমাধানঃ  

19. কোনটির লিঙ্গান্তর হয় না- 

কবিরাজ

                 

20. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি-     

 কর্মধারয়


21. নিখুঁত শব্দের নি উপসর্গ কোন প্রকারের-

খাঁটি বাংলা


22. বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ বাক্যের ক্রিয়াটি কোন কালের-

 পুরাঘটিত বর্তমান


23.” বাবাকে বড্ড ভয় পাই” এখানে বড্ড শব্দটি কোন কারক ও বিভক্তি-

 অপাদানে দ্বিতীয়া


24. অর্ণব অর্থ কি-

সমুদ্র


25. আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি-

 তিরোভাব


26. বিশুদ্ধ চলিত ভাষা কোনটি-

 সামনে একটা বাঁশ বাগান পরল


27.  তন্বী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-

তনু+ঈ


38.  পুষ্প শব্দের বহুবচন কোনটি-

পুষ্পদাম


29. অবেলায় আমি দিলাম পাড়ি, অথৈ সাগর ” এখানে কয়টি উপসর্গ রয়েছে-

দুইটি


30. ছেলেরা মাঠে বল খেলে” এখানে করণ কারক প্রকাশ করে কোনটি-

বল


31. কোন বাগধারাটি দ্বারা আগ্রহ বুঝায়- 

মাথাব্যথা


32. সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন-

 ইতালিয়ান


33. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল-

 বাংলা একাডেমি


34. সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি এর

 রচয়িতা কে-

মদনমোহন তর্কালঙ্কার 


35. নিরস্ত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-

 নিঃ+অন্ন


চাকরি পরীক্ষার সকর সাজেশন পেতে েআমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আসুন।

চ্যানেরের নাম job helpline bd  এটা লিখে ইউটিউবে সার্চ করলেই পাবেন।


 অংশ সমাধানঃ  

36. The plural form of Oasis is - 

Oases

ere “talk” is a-Noun


38. The noun form of the word “urgent “is-

 Urgency


38. Which sentence is correct-

 The train is running on time


40. The verb of success is-

 succeed


41. Change the narration: I said, “Do it”-

 I ordered to do it.


42. The prefix “pre” can be added to-

 Preheat


43. The prefix “mis” can be added to

- Misfire


44. He has no control------- himself-

 Over


45. The police are looking ------ the case.

 Into


46. The correct sentence in passive voice of “karim told Rahim to give up smoking “is-

 Karim requested Rahim to give up smoking


47. The correct sentence is passive voice of “Do you know him” is-- 

Is he known to you?


48. Change the voice “The house is building” --

 The house is being built.


49. Change the voice “One should read only what one likes” --

 What one likes should be read only.


50. Translate into English” সে কলেরায় মারা গিয়েছে”-

He was died of Cholera


51. Translate into English” মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো” -- 

The girl entered the room laughing


52. Change the narration- The teacher says “

Rose smells sweet”


Ans: The teacher says that rose sm

ells sweet


53. Change the narration- John said to me “Do you know where he is”?

 John asked me if I knew where he was.


54. একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত-

 ১/২

 

55. যদি a + b=2 এবং ab=1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে-

 1, 1


56. x2- x-2 এর একটি উৎপাদক-

 x +1


57.  কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3,5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে-

 ৩১


58. 5% হার সুদে 600 টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে-

৭৫০


59. যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তবে 12 জন লোক ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে-

 ৯ দিনে 

                    

60. একটি চৌবাচ্চার 3/5 ভাগ পূরণ হতে 7 ঘন্টা লাগে চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে-       

    ৪ ঘণ্টা ৩০ মিনিট


61. একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, যার সুতা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সুতরাং দৈর্ঘ্য কত মিটার-

 ১২৭/২


62. একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে একবার করে খেলবে প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে-

 ১৫  


63. ত্রিভুজ ABC এ


64. 2. 5 কোন সংখ্যার 0.5%?

 ৫০০


65. C= {3,4,5} এবং D= {4,6,8} হলে CUD হল-

৩, ৪, ৫, ৬, ৮


66. 9a3b2c2, 9a3b2c2, 15ab3c3 এর গ.সা. গু কোনটি-

 3abc


67. 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে- ৬


68. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ -

 ১৬


69. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে- ৩৬০


7o.  একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬  বর্গ কিলোমিটার এবং পরিধি ৮  মিটার হলে এর ব্যাসার্ধ কত মিটার-

 ৪

সকল পদের প্রশ্ন পতে েআপনার পদের নাম কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো আপনার পদের প্রশ্ন আপরোড করার জন্য।

সাথে থাকার জন্য ধন্যবান

     

ওয়েম্যান পদের কাজ কি? রেলওয়ের ওয়েম্যান পদের কাজ কি? what is the wayman post works

বাংলাদেশ রেলওয়েতে নতুন একটা সার্কুলার প্রকাশ  হয়েছে  পদ সংখ্যা ১৩৮৫ টি,

পদের নাম: ওয়েম্যান, আপনারা জানতে চেয়েছেন এই পদের কাজ কি ?

তো চলুন আমরা আজকে এই পদ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো।


ওয়েম্যান পদে আবেদন করার আগে চাকরির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।


প্র্রথম শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলি:

এখানে আবেদন করতে আপনার এসএসসি বা তার সমমানের যোগ্যতা থাকতে হবে।


নোট: অনেকেই বলেন এখানে চাকরি করলে কি পড়াশোনার সুযোগ আছে?

সরকারি সকল চাকরির ক্ষেত্রেই আপনি পড়াশোনার সুযোগ পাবেন, তবে শুধু পরীক্ষা দেবার সময় আপনাকে ছুটি দেওয়া হবে।


ওয়েম্যান পদের  চাকরির প্রমোশন আছে?

এটার বর্তমান কোনো প্রমোশন নির্ধারণ করা হয়নি তবে সামনে এসব বিষয় নিয়ে মন্ত্রণালেয়ের চিন্তা আছে।



এবার আসি ওয়েম্যান পদের কাজ কি এই বিষয়ে:

পদের কাজ হলো রেল পথের সার্বক্ষণিক রক্ষণাবেক্ষণ করা। ইহা একটি সম্পূর্ণ পেশী শক্তির কাজ।

মানে এই কাজ করতে শারীরিক শক্তি থাকতে হবে এবং বৃদ্ধ বয়সে পরিশ্রমের কারনে বেহাল অবস্থা।


এই কাজ করতে হয় কোদাল, শাবল, গেইতা, স্লিপার কাটা ,আগর এসকল যন্ত্রপাতি দিয়ে।
রোদ, ঝড় ,বৃষ্টি উপেক্ষা করে কাজ করতে হবে। কোন কোন ক্ষেত্রে ৮ ঘন্টার কর্মঘণ্টা রাত ও গড়াতে পারে কারণ কাজ শেষ না হলে সেটা করে বাসায় পেরার সম্ভবনা থাকে।

প্রকৌশল বিবাগের কর্মচারীরা কতটা ভাগ্যবান, তা কি কেউ একবারও ভেবেছেন, ভাবেন নাই।

রেলওয়ের ১৪টি ডিপার্টমেন্ট রয়েছে,
তারমধ্যে প্রকৌশল বিভাগএকটি।।

ঘড়ির কাটা ৭টা বা সাড়ে ৭টা বাজার সাথে সাথে ডিউটিতে হাজির হতে হয়, আর যদি না যান, তাহলে শুরু হলো বাকাবাজি বাকিটা ইতিহাস যা জয়েন করার পরে বুঝবেন।

অন্য কোনো বিভাগে কি এমন আছে?
ডিউটি তে গেছেন, এতটুকু কাজ করিতে করতে হবে,
আবার কল পড়লে ৫/৬কিলোমিটার হেঁটে ওখানে কাজ করতে হবে, খাবার সাথে নিয়ে যেতে হবে নয়ত উপোস থাকতে হবে। আবার এক স্টেশন থেকে অন্য স্টেশন পর্যন্ত পায়ে হেঁটে কাজের স্থানে যেতে হতে পারে কারন সব খানে যোযোগ ব্যবস্থা ভাল নয় সেটা ভালো করেই জানেন।

আইবাসের পূর্বে যখন বেতন দেওয়া হতো, বেতন তখন সাক্ষী হাজিরের মতো হাজির হতো, আর ওয়েম্যানরা তখন খোজ নিতো বেতন কবে হবে। কিন্ত বর্তমান একটু উন্নত হয়েছে বেতনটা সহজে পাবেন।
চিত্তবিনোদন/অসুস্থতা/দরকারে ছুটি কোনো কোনো সেকশনে ৫/৭দিনের বেশি দিতো না, মনে হচ্চে ছুটি ধার করতে হবে কর্তৃপক্ষ থেকে। এটা প্রকৌশল বিভাগেই দৃশ্যমান, অন্য ডিপার্টমেন্ট এ এমন না-ই।

Cl. CCL কিভাবে করতে হবে সেটাও ওয়েম্যানরা গোলক ধাঁধায় কাটায়।
PMC.জ্বর, সর্দিজ্বর এবং ইনফ্লুয়েঞ্জা । মাথাব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহ জনিত ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা এবং মচ্‌কে যাওয়ার ব্যথা। অন্ত্রে ব্যথা, কোমরে ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, প্রসব-পরবর্তী ব্যথা, 

এটা শুধু প্রকৌশল বিভাগের জন্য ই জন্ম হয়েছে, ঢালাওভাবে অন্য বিভাগে নেই।।
আর কত ঝুঁকি নিয়ে কাজ করলে ওয়েম্যানরা ঝুঁকিভাতার আওতায় পড়বে তার কোন উত্তর কারো কাছে নেই।,,আর কিভাবে কাজ করলে কোন ধরনের দায়িত্ব পালন করলে দায়িত্ব ভাতা প্রাপ্য হবো এর ও কোনো ঠিক নেই।
ওয়েম্যান রা এতই ভাগ্যবান ২৪ঘন্টা কাজের জন্য মানসিক চাপে থাকতে হয় এবং সারাদিন কঠোর প্ররিশ্রমের পর প্রস্তুতি নিয়ে ঘুমোতে হয়।
তবে দিনশেষে আমরা শোকরিয়া আদায় করতে পারি রেলপথে চলা ট্রেন গুলো ঠিকমত তার গন্তব্যে পৌঁছেছে।।সত্যি ই ওয়েম্যান'রা ভাগ্যবান।।

শেষ প্রশ্ন মেয়েদের জন্য চাকরিটা কেমন হবে?
একটা ছেলের সাথে একটা মেয়ের কাজের পার্থক্য রয়েছে, এখানে জব হওয়ার পরে সেই পার্থক্যটা আর থাকবে না , সংসার বাচ্চাপালন, স্বামীকে সময় সব কিছু রাতে, দিনে সুযোগ নাই,

তবে দিন শেষে একটা কথা বলা যাবে এটা সরকারি চাকরি, পদ যেমনি হোক মানুষ তো এটাই শুনতে চায় ।

আমদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো