শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

বর্তমান চাকরির বাজারে শূণ্য পদের তালিকা

 


 

 

সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে।

  লাখের বেশি পদ খালি পড়ে আছে প্রাথমিক গণশিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে।

 প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬।

দ্বিতীয় শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ৪০ হাজার ৫৬১।

 সবচেয়ে বেশি শূন্য পদ তৃতীয় শ্রেণির।

এতে লাখ ৫১ হাজার ৫৪৮টি পদ খালি। এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণিতে।

এখানে লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থায় শূন্য পদের সংখ্যা ৭৪ হাজার ৫৭৪টি।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ৭৯০টি পদ খালি আছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে।

অর্থ মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থায় শূন্য পদ রয়েছে ২৬ হাজার ১৭৪টি,

 রেল মন্ত্রণালয়ে শূন্য পদ ১৫ হাজার ১১৩,

 কৃষি মন্ত্রণালয়ে হাজার ৭৯৬,

 প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হাজার ২৭৪,

 সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ৫৮৭,

 দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে ৫৮৫,

 শিক্ষা মন্ত্রণালয়ে হাজার ৫৮৯, খাদ্য মন্ত্রণালয়ে হাজার ৯৮,

 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০ হাজার ৩৮৯,

 গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ে হাজার টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে হাজার ১৩২টি খালি রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো