রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা, থানা প্রশিক্ষক ও উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পদের প্রশ্ন সমাধান

 বাংলাদেশ আনসার ও গ্রাম

প্রতিরক্ষা বাহিনী পদ: উপজেলা/থানা প্রশিক্ষক ও উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা

বাংলা অংশের সমাধানঃ
১. বাক্য সংকোচন করুনঃ

ক) অক্ষির সম্মুখে =
প্রত্যক্ষ

খ) উপকারীর উপকার স্বীকার করে যে
= কৃতজ্ঞ

গ) একই সময়ে বর্তমান =
সমসাময়িক

ঘ) যা উচ্চারণ করা যায় না =
অনুচ্চার্য

ঙ) যে বিবেচনা করে কাজ করে না =
অবিবেচক

২. বাগধারার অর্থসহ বাক্য লিখুনঃ
ক) আঠারো মাসে বছর =
ঢিলেমি/আলসেমি [তোমার কাজে সব সময় আঠারো মাসে বছর লেগেই থাকে।]

খ) চিনে জোঁক = চিনে জোঁক =
নাছোড়বান্দা [সুমাইয়া পড়াশুনায় চিনে জোঁকের মত লেগেই আছে।]

গ) ডান হাতের ব্যাপার =
ভোজন করা [গরিমসি না করে চলেন ডান হাতের ব্যাপার সেরে ফেলি।]

ঘ) বর্ণচোরা =
কপটচারী [সুমাইয়ার মত বর্ণচোরা লোক সমাজে অভাব নেই।]

ঙ) সপ্তমে চড়া =
প্রচণ্ড উত্তোজনা [বাংলাদেশের খেলা দেখা মানেই সপ্তমে চড়ার মত।]


৩. শুদ্ধ করে লিখুনঃ
ক) প্রতুষ =
প্রত্যুষ

খ) জৈষ্ট্য =
জ্যৈষ্ঠ

গ) ভক্ষন =
ভক্ষণ

ঘ) স্মৃতিশোধ =
স্মৃতিসৌধ

ঙ) পরিক্ষা =
পরীক্ষা


৪. মেট্রোরেল সম্পর্কে ১০টি বাক্য লিখুনঃ


মেট্রোরেল নিয়ে আপনার মতো করে ১০টা বাক্য ক্রমিক নং আকারে তুলে দিলেই হবে।


গণিত অংশের সমাধানঃ
৫. ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের মাঝে আড়াআড়িভাবে ১.৫মি: প্রশস্ত রাস্তা ২টি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
উত্তরঃ ১০২.৭৫ বর্গমিটার

৬. কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
উত্তরঃ ৮৭, ৪১,৮১৬ জন

৭. যোগফল নির্ণয় করুনঃ
1/a-2 + a+2/a2+2a+4
উত্তরঃ 2 (a^2 +a)/ a^3 -8


লিখিত পরীক্ষার জন্য সাধারন অংক গুলো দেয়া থাকে অফিস সহায়কের বইটা ফলো করলে সকল প্রশ্ন কমন আসে


আমাদের ইউটিউব চ্যানের নাম:



ইংরেজি অংশের সমাধানঃ
৮. Translate into English.
ক) সে কি নিয়মিত পড়ালেখা করে?
উত্তরঃ Does he study regularly?

খ) তাকে ভেতরে এসে চা খেতে দাও।
উত্তরঃ Let him come in and have tea.

গ) সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে।
উত্তরঃ May he be happy and at ease.

ঘ) সে সাঁতার জানে না।
উত্তরঃ She/he doesn’t know how to swim.

ঙ) সে কি স্কুলে যাচ্ছে না?
উত্তরঃ Is not he going to school?


৯. Fill in the blanks.
a) Water into —–Vapor.
উত্তরঃ changed

b) His father died—–two months.
উত্তরঃ before

c) It has been raining ——- morning.
উত্তরঃ since

d) ————this pen I have two others pens.
উত্তরঃ Besides

e) The sky is ————–us.
উত্তরঃ above

১০. Make a sentence with the following Phrase.
এখানে সব গুলো বিগত বিসিএস প্রশ্ন থেকে কমন ছিলো।
a) Apple of discord =
বিবাদের কারণ [The paternal property has become an apple of discord for his children.]

b) Crocodile tears = মায়াকান্না [ Don’t shed any crocodile tears for money.]

c) In lieu of = পরিবর্তে [Give me happiness in lieu of money.]

d) Nip in the bud = অঙ্কুরে বিনষ্ট করা [Don’t nip in the bud of any step of your children.]

e) Blue blood = আভিজাত্য [Tamim is from a blue blood family.]


১১. Write 5 sentences about the Father of the Nation of Bangladesh.

এখানে জাতির পতা শেখ মুজীব সম্পর্কে ৫টা বাক্য চেয়েছে নিজের মতো করে লিখলেই হবে।



জ্ঞান অংশের সমাধানঃ
১২. সংক্ষেপে উত্তর দিনঃ
ক) বঙ্গবন্ধুর লিখিত ২টি বইয়ের নাম লিখুন।
উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা

খ) মুজিবনগর সরকার কবে গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১ সালে

গ) জাতীয় শিশু দিবস কবে?
উত্তরঃ ১৭ মার্চ

ঘ) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে গঠিত হয়?
উত্তরঃ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে।

ঙ) নীল দর্পণ এর লেখক কে?
উত্তরঃ দীনবন্ধু মিত্র

চ) জাতীয় সংসদের স্থপতি কে?
উত্তরঃ লুই আই কান

ছ) খেতাব প্রাপ্ত ২জন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন।
উত্তরঃ ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি

জ) বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত?
উত্তরঃ ১০:৬ অথবা ৫ঃ৩

ঝ) কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সেরা উদীয়মান খেলোয়াড় কে?
উত্তরঃ এনসো ফার্নান্দেজ

ঞ) ইউক্রেনের মুদ্রার নাম লিখুন।
উত্তরঃ ইউক্রেনিয়ান হ্রিবনিয়া

ট) WHO এর বর্তমান মহাপরিচালক কে?
উত্তরঃ টেড্রস আধানোম [ইথিওপিয়া]

ঠ) UNHCR এর পূর্ণরূপ কি?
উত্তরঃ United Nations High Commissioner for Refugees

ড) বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সিলেটের জকিগঞ্জে

ঢ) ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড

ণ) কমনওয়েলথের বর্তমান সদস্য কত?
উত্তরঃ ৫৬টি

চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য সকল গাইডলান নোট ফ্রি পতে আমাদের ইউটিউব চ্যানেরে জয়েন করতে পারেন।


www.jobhelplinebd.com
সমাপ্ত----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো