বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

[ ATEO ] সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষার সাজেশন / সিলেবাস / নম্বর বণ্ঠন

 [ ATEO ] সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ সার্কুলার ২০২৩ প্রকাশ করার সাথে সাথে এই পদে নিয়োগ পরীক্ষার সাজেশন ও কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন কারা হয় বা পরীক্ষার ধরণ ইত্যাদি বিষয়ে জানতে চেয়ে আমাদের ইউটিউব চ্যানেল JOB HELPLINE BD তে কমেন্ট করেছেন, সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব আপাত মস্তক নিয়ে আলোচনা করার জন্য, তো চলুন শুরু করা যাক।


[ ATEO ] সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষার আবেদন করার যোগ্যতাঃ

২য় শ্রেণির স্নাতকসহ ২য় শ্রেণির মাস্টার্স অথবা সমমানের ডিগ্রি।

সাধারণ প্রার্থীদের জন্য ৩০ বছর আর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩২ বছর।

সরকারী প্রাথমিক বিদ্যালয়েরে শিক্ষকদের জন্য ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

নোটঃ সহকারী শিক্ষা অফিসার পদে আবেদনের জন্য এবার অভিজ্ঞতা চাওয়া হয়েছে এর বিপরীতে সাধারণ প্রার্থীরা সার্ভারে সম্যার থাকার করণে আবেদন করতে পেরেছেন, পরীক্ষা দিতে পারলেও ভাইভা পরীক্ষার সময় যখন কাগজপত্র চেক করা হবে তখন প্রার্থীতা বাতিল হবে।

[ ATEO ] সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে পরীক্ষার ধরণঃ

বিগত সালের প্রশ্ন প্যাটার্ন ও নিয়োগ পরীক্ষার ধরণ দেখলে বুঝবেন তিনটি ধাপে নিয়োগ কার্যক্রম শেষ করা হয়।

ক) প্রথমে ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়।

খ) প্রিলি বা বাছাই পরীক্ষাতে যারা পাশ করেন তাদের পরবর্তীতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়।

ঘ) তার পরে ভাইভা পরীক্ষা নিয়ে চূড়ান্ত রেজাল্ট প্রকাম করা হয়।


ATEO প্রিলি পরীক্ষার নাম্বার বণ্ঠনঃ

ক) বাংলা - ২৫

খ) ইংরেজি - ২৫

গ) সাধারণ জ্ঞান - ২৫ ( বাংলাদেশ ও আন্তর্জাতিক )

ঘ) গণিত - ২৫

প্রতিটা ভুল ইত্তরের জন্য  .৫০ মার্ক কাটা যাবে।


[ ATEO ] সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ফলো করলে ভাল হবে?

প্রফেসরসহ বাজারে অনেক নন-ক্যাডারের বই পাবেন সেই বইয়ে বিগত  প্রিলি ও লিখিত পরীক্ষার প্রশ্ন পাবেন তাছাড়াও জব সলুশনে বিগত সালের প্রিলি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ পাবেন।


ATEO - সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে এমসিকিউ পরীক্ষার সিলেবাসঃ

নিচে যে অধ্যায় গুলো উল্লেখ করা হল খাতায় নোট করে অধ্যায় গুলো শেষ করুন।

বাংলা - ২৫ নাম্বার,

বাংলা অংশে দুইটা পার্ট থেকে প্রশ্ন করা হয়, গ্রামার ও সাহিত্য অংশ।

সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় ব্যাকরণ অংশ থেকে....

সাহিত্য অংশ থেকে যে প্রশ্ন করা হয় তা মনে রাখা খুবই টাপ তাই বার বার পড়লে মনে রাখা সম্ভবঅ

যে ধরনের প্রশ্ন বেশি করা হয়...

কোন কবির লেখা?

কোন ধরণের লেখা?

কোন কবির উক্তি?

ক) বাক্য শুদ্ধকরণ বা সংশোধন ।

খ) সর্মথক বা বিপরীত শব্দ ।

গ) প্রকৃতি ও প্রত্যয়।

ঘ) সন্ধি ।

ঙ)  সমাস ও কারক ।

ধ্বনি, বাক্য, বাগধারা, বর্ণ , বাক্য সংকোচন , 

বাংলা অংশে ভাল করার জন্য মূল বাই পড়ার বিকল্প নাই।


ইংরেজি - ২৫

যে অধ্যায় গুলো থেকে মাস্ট প্রশ্ন আসে..

parts of speech. right frms of verb. prepotion. appropriate word. transformation. narration. voice. correct sentence. synonyms and antonyms. phrases and idioms. translation.


গণিত  -২৫

পাটিগণিত ও ঐকিক নিয়ম, ল, সা, গু ও গ, সা, গু,

লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত, বীজগণিত, উৎপাদক, মান নির্ণয়, সমীকরণ, সূচক, লগ, জ্যামিতি, রেখা, কোন, বৃত্ত, ত্রিভুজ, উপপাদ্য ও পরিমিতি থেকে পশ্ন করা হয়।


সাধারণ জ্ঞান িএর ভাল প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্ন ভাল করে সমাধান করলে ভাল ফলাফল পাওয়া যাবে।

[ ATEO ] সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে লিখিত পরীক্ষার সিলেবাসঃ

লিখিত পরীক্ষার জন্য ২০০ নাম্বারঃ

বাংলা রচনা - ১৫ ( সাধারণত ৩/৪ টি থেকে একটা রচনার উত্তর করতে হবে।

যেমনঃ সামাজিক সমস্যা, ভাষা আন্দলন, মুক্তি যুদ্ধ, মুজিবুর রহমান, পদ্মা সেতু, প্রযুক্তি, জাতীয় উন্নয়নে নারীর ভূমিকা,

সার মর্ম বা সারাংশ - ৫

চিঠি বা আবেদন পত্রে - ১০

বাংলা বা  ইংলিশ অনুবাদ - ৫

বাকী ১৫ নাম্বার বরাদ্দ থাকে ব্যকরণে।

 

ইংলিশ 

ইংরেজিতে রচনা - ১৫

লেটার - ১০

প্যাসেজ - ১০

প্রিপজিশন বা ইডোমফেস, কারেকশন, সাবসটিটিউশন থেকে প্রশ্ন থাকে।


গাণিতিক ও মানসিক দক্ষতাঃ

পাটিগণিত - ৩০

বীজগণিত - ২০

জ্যামিতি - ১০


নোটঃ

[ ATEO ] সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষা পিএসসি নেয় তাই প্রশ্ন প্যাটার্ন বিসিএস এর মতই হয়।

খুব দ্রুত ও ভাল প্রস্তুতি নেওয়ার জন্য বিগত বিসিএস প্রশ্ন সমাধান করার থেকে বিকল্প সাজেশন আর নাই তাই বিগত প্রশ্ন হুবহু পড়ার জন্য অনুরোধ করা হল।


ট্যাগঃ

[ ATEO ] সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষার সাজেশন

সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষার জন্য কোন বই পড়লে ভাল হবে?

এটিইও নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন সমাধান।

এটিইও নিয়োগ পরীক্ষার সাজেশন।

এটিইও নিয়োগ পরীক্ষার সহায়ীকা বই।

এটিইও নিয়োগ পরীক্ষার সার্কুলার ২০২৩

এটিইও নিয়োগ পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা।


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো