মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

প্রাইমারি চাকরি পেতে কত নাম্বার পেতে হবে?

যারা প্রাইমারির চাকরি পরীক্ষা দিবেন তাঁদের রিকুয়েস্ট করবো এই লেখাটা আপনার জন্যই আশা করি আপনার প্রশ্নের উত্তর পাবেন। , আমি অনেক ব্রিলিয়ান্ট ছাত্র দেখেছি যাদের প্রশ্ন ধরামাত্র ঠাস ঠাস করে উত্তর বলে দেয় কিন্তু পরীক্ষার হলে গোল্লা পায়। শুধু পড়াশোনা করে মাথার মধ্যে পুরো বই তুলে রাখলেই ভালো ফলাফল করা যায় না চাকরী পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় না, টেকনিক ছাড়া সারা জীবন পড়বেন কোন সাবজেক্ট এর একটা পার্ট শেষ করতে পারবেন না, আজকে আপনাদের একটা বিষয় নিয়ে ধারণা দেব যে সর্বোচ্চ পড়েন কিন্তু পরীক্ষার হলে ভালো করতে পারেন না কেন? পরীক্ষার হলে ঢোকা মাত্র মাথায় কি যেন হয় আর প্রশ্ন হাতে পাওয়া মাত্র যারা পড়ে তাদের কমন কিন্তু কিছুক্ষণ পরে কনফিউশন ক হবে না খ হবে আর মনে পড়ছে না, যারা সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নিয়েছে তারা সর্বোচ্চ পরিমাণ 65/70টা পারবে এর বেশি পারবে না কিন্তু সে মনে করবে আমার চেয়ে মনে হয় আরো অনেকে অনেক বেশি নাম্বার পাবে তাই কনফার্ম ৬5 নাম্বার বাদ দিয়ে কনফিউশন গুলো ঘষে দিলেন আপনার মাইনাস মার্ক আসা শুরু হল আর যখন স্টুডেন্টরা কার্টস মার্ক পাওয়ার জন্য 65 পর্যন্ত ঘষে আর না ঘষে তাদের সিরিয়ালের নাম গুলো আগে দেখা যাবে, এখানে মনে রাখতে হব যে প্রশ্ন আমার কাছে কঠিন হলে সবার কাছেই কঠিন হবে আর সবাই 100 মধ্যে 100 পাবে না, , তাই বলব যে আমি যা না জানি তার সুফল পাওয়ার আকাঙ্ক্ষা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। , সবাই আপনার থেকে কম প্রস্তুতি নিতে পারে এটা মনে রাখুন . বাকি কথা পরে হবে,, sorry সব টুকু বলতে পারলাম না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো