প্রাইমারি, কলেজ নিবন্ধন, হাই স্কুল নিবন্ধন, পরিবার পরিল্পনাসহ বিভিন্ন চাকরির জন্য একটা বই পড়েন

প্রাইমারি, কলেজ নিবন্ধন, হাই স্কুল নিবন্ধন, পরিবার পরিল্পনাসহ বিভিন্ন চকরি পরীক্ষার প্রিলি পাস করার জন্য একটা বই বই যথেষ্ট।

কোনো কিছু শুরু করার আগে সব উল্টাপাল্টা মনে হয়,
এটা শুধু আপনার কাছেনা সাবার কাছেই,
কাজ আপনাকে গুঁছিয়ে নিতে হবে কাজ আপনাকে গুছিয়ে দিবেনা।
পড়াত সবাই পড়ে কাজের পড়া কয়জন পড়ে? বতর্মান যুগে টেকনিক ছাড়া না পড়লে সারাজীবন পড়লেও একটা পার্ট শেষ করতে পাবেন না।


এবার আসল কথা বলিঃ 
English for commpitive exam, mp3, অ্যাসিওয়ারেন্স, সাহিত্য জিঞাসা,
ওরাকল, প্রফেসর্স, লালনীল দ্বীপাবলি, জ্ঞান কোষ, নতুন বিশ্ব, GRE, letarary অকে বই বাজারে আছে, এত বই কি সত্যি পড়ে শেষ করা সম্ভব?

 যে, এই সবগুলো বই পড়েছে তাকে বলেন যে বিগত প্রশ্ন গুলোই সাজানো, না নতুন কিছু তার মধ্যে আছে? যেমন mp3 math বইটা সবাই পড়ে আবার English mp3 টা সবাই পড়ে, আর যারা BCS পেয়েছে তাঁরাত English for commpitive বইটা গিলে খেয়েছে,

সবগুলো বইয়ে বিভিন্ন সালের প্রশ্ন গুলো সাজানো আছে শুধু বুঝেবুঝে সমাধান করা,

প্রফেসর্সের নিবন্ধন গাইটটা দেখুন আবার প্রথমিক শিক্ষক নয়োগ গাইটটা দেখুন সব একই সালের প্রশ্ন ছাড়া কিছুই নেই, আবার কারেন্ট অ্যাফেয়ার্স যার কাছে ৩০টা আছে তাঁকে বলেন ঘুরে, ফিরে একতাই, শুধু প্রতি মাসের আপডেট দু্ই পাতা আলাদা।

ক্লাস পরীক্ষাতে যদি পাঠ্য বই সবটুকু শেষ করতে না পারি মনে হয় কি পড়লাম কি submit করবনে exam হলে ঠিক তেমনি কোন বই প্রথমে শেষ করুন তার পরে দেখবেন মনের মাঝে একটা কনফিডেন্স আসবে। শুধু বই কিনে সাজিয়ে রাখলে আর ভাবতে ভাবতে সময় শেষ যে, কোথায় থেকে শুরু করব? কার কাছে যাব? বুঝতে পারছিনা।

পড়তে শুরু করুন একটা সময় নিজেই বুঝবেন কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন আর কোনটা ধরতে হবে, 

বই সাজেস্টঃ
আমি মনে করি সব বইয়ের দাদা হল প্রফেসর্সের জব সলুশন।

এখানে সব সালের প্রশ্ন সুন্দর করে সাজানো আছে, ব্যাখ্যা করা আছে,
একটা প্রশ্ন থেকে ১০টা প্রশ্ন ও শব্দের মানেসহ সব জানা যায় আর যেই বই পড়েন না কেন আমার সাথে মিলিয়ে দেখতে পারেন যে আমি কি ভুল না সত্যি বললাম।
পরীক্ষা করে দেখতে পারেন যে সব বই একই, শুধু উপস্থাপনা আলাদা হতে পারে।

নোট: বইটা আবার রিটেনের জন্য বিশাল উপকার করে ব্যাখ্যা থাকার জন্য, বইটা যে A to Z ( আপাদ মস্তক) পড়বে সে সব কমন পাবে।

কোচিং করতে গেলে দেখবেন ছাত্রদের কারণে, বিশেষ করে মেয়েদের কারণে জায়গা নেই বসার, কোচিং সেন্টার গুলোতে, 250000 হাজার পরীক্ষা দিয়ে টেকে ১৭ হাজার, কি কোচিংরে বাবা,
ওখানে স্যারেরা পড়া গুলিয়ে খেইয়ে দেয়না বরং নিজের পড়া নিজেরি পড়তে হয়।

( আমি কোচিং বিশ্বাস করি না ) বই কিনে ধরতে খারাপ লাগে নষ্ট হয়ে যাবে থাক টেবিলে,
যারা আমার বই গুলো দেখেছে তাদের মধ্যে অনেকে বলে সুজন ভাই আপনার বই এত ছেড়াফারা কেন?
আর বই পড়ব এত দাগাব কেন? আরে বই কি নতুন রাখার জন্য কিনেছি? নাকি বই দেখলেই যেনো মনে হয় পড়েছি বই। যারা সফল হয়েছে তারা একটু আলাদা, মানে পড়াসোনা করে করে বুঝে গেছে যে, কোন প্রশ্ন গুলো আমার জন্য exam হলে সাজিয়ে রাখবে psc, for example conditional sentence যেখান থেকে প্রশ্ন আসবেই, আবার শতকরা, মাথা পিছু আয়, এসব টেকনিক যদি না জানা থাকত তবে প্রাইমারিতে 80 তে ৬৮ বা ৭০ পেতনা, আমার স্যার ওদের জ্বীন বলে, তাই বলব নিজের পথ নিজে দেখুন কেউ পাশে দ্বারাবে না  আর কিছু পেতে হলে লজ্জা না করে যে জানে তার কাছে জানতে চান মনে করব আমরা প্রাইমারিতে পড়ি, মেধা দিয়েও চাকুরি হয়। হাজার হাজার প্রমাণ শুধু প্রয়োজন নিজেকে শক্ত করে তৈরি করা আশে পাশে 10 জনের থেকে আলাদা করে নিজেকে প্রস্তুত করা।

কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আর আমদের  ইউটিউব চ্যানেল job helpline bd এর সদস্য হতে ইউটিউবে গিয়ে সার্চ করুন।

   আমার নিয়মিত পাঠককে ধন্যবাদ।

মন্তব্যসমূহ

  1. vhai ami Food department e exam dibo...ami ki job solution porle hbe ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. বিসিএস এবং ব্যাংক বাদে সবগুলো পরীক্ষায় একই ক্যাটাগরিতে হয় জব সলিউশন শেষ করতে পারলে আর কোন বই দরকার নেই

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন