মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

জেনে নিন শতকরা হিসাবের ম্যাজিক

 যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে

১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০ ২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)

২. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়) ৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)

 উদাহরণ দেখুন
১। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ১২০০ টাকায় ৪ বছরের সুদ কত?
সমাধানঃ সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০ =(৬X১২০০X৪)/১০০ টাকা =২৮৮ টাকা



২। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত বছরে ১২০০ টাকায় সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ সময় = (১০০ x সুদ) / (আসল x সুদের হার) =(১০০X২৮৮)/(১২০০X৬) বছর =২৮৮০০/৭২০০ বছর =৪ বছর


৩। শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়) =(১০০X২৮৮)/(১২০০X৪) টাকা =২৮৮০০/৪৮০০ টাকা =৬ টাকা

৪। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার) =(১০০X২৮৮)/(৪X৬) টাকা =২৮৮০০/২৪ টাকা =১২০০ টাকা ৫। 

মাত্র কয়েক সেকেন্ডে উত্তর বের করেন নিচের মত শতকরা অংকের- 
ক) ২০% এর ৫০? = ১০ (২ *৫ = ১০) 
খ) ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫) গ) ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫ → 
অংকের কিছু ট্রিক্স জানলে MCQ এর সময় বসে মাথা চুলকাইতে হয় না। → সুবিধামত পড়তে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো