জেনে নিন শতকরা হিসাবের ম্যাজিক

 যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে

১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০ ২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)

২. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়) ৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)

 উদাহরণ দেখুন
১। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ১২০০ টাকায় ৪ বছরের সুদ কত?
সমাধানঃ সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০ =(৬X১২০০X৪)/১০০ টাকা =২৮৮ টাকা



২। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত বছরে ১২০০ টাকায় সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ সময় = (১০০ x সুদ) / (আসল x সুদের হার) =(১০০X২৮৮)/(১২০০X৬) বছর =২৮৮০০/৭২০০ বছর =৪ বছর


৩। শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়) =(১০০X২৮৮)/(১২০০X৪) টাকা =২৮৮০০/৪৮০০ টাকা =৬ টাকা

৪। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার) =(১০০X২৮৮)/(৪X৬) টাকা =২৮৮০০/২৪ টাকা =১২০০ টাকা ৫। 

মাত্র কয়েক সেকেন্ডে উত্তর বের করেন নিচের মত শতকরা অংকের- 
ক) ২০% এর ৫০? = ১০ (২ *৫ = ১০) 
খ) ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫) গ) ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫ → 
অংকের কিছু ট্রিক্স জানলে MCQ এর সময় বসে মাথা চুলকাইতে হয় না। → সুবিধামত পড়তে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন