মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

ভাইবা পরীক্ষার সাজেশন । viva personal note for job exam

চাকরি পরীক্ষার ভাইবা দেবার জন্য আমি পারর্সোনাল ভাবে এই নোটটা সাজিয়ে ছিলাম,
ভালো লাগলে খাতায় নোট করে রাখুন কাজে দিবে।




 Start: gratitude (কৃতজ্ঞতা প্রকাশ করবেন।
দুই ভাবে প্রকাশ করতে পারেন,
 thank you sir/ thank you sir for opportunity to say something about myself.


Name: আপনার নাম দুইভাবে বলতে পারেন।
I am Mohammad sujon Islam / my name is Mohammad sujon islam 


নোট: কোন সংখিপ্ত রুপ ব্যবহার করবেননা plz, 
যেমন আপনি কোন অফিসের MD নয় তাই Mohammad বলবেন) যে ভাবে বলা উচিত নয়, 
it is md sujon/ this is md sujon কারন এগুলো informal ছাড়া অহংকারী ভাব প্রকাশ করে।


 place : আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন দুইভাবে বলতে পারেন I'm from sirajgong /I belong to sirajgong বর্তমান ঠিকানা বলার জন্য currently/at present/I'm staying at sirajgong যে ভাবে বলা উচিত নয় I have come from sirajgong.


family সম্পর্কে বললে বলবেন: as per my family background concerned. we r for 4 ( আপনার টা বলবেন) member in my family.
we r two siblings & I'm the elder/youngest soon.
my father's name is Mohammad ( নাম) he is a ( পেশা) my mother's name is musammad ( নাম ) she is a (পেশা) , educational qualification.
 I obtain secondary school certificate from gurka adarsha high school ( সাল ) after that I got myself admitted government Edward college pabna. her I completed my graduation & post graduation in marketing, ( pass না বলে obtain বলবেন কারণ SSC/HSC certificate pass করা যায় না exam pass করা যায় তাই obtain/achieve/earn/ receive শব্দ গুলো ব্যবহার করতে পারেন, আর pass যদি বলতেই চান তা হলে SSC/HSC কথাটির পরে এক্সাম কথাটি উল্লেখ করবেন professional qualification থাকলে বলতে পারেন, যেমন আমি BL ecar a 6 month কাজ করেছি এটা বলেছি।


 আপনার শখ বা বিশেষ কিছু প্রকাশ করতে পারেন।
যেমন I have great deal of interested in music/watching movies/playing cricket/cooking/reading book etc ( আমি বলি fb তে post করতে আর বাঁশি বাজাতে ভালবাসি ) আর হা বাড়তি ভাব নিলে বিপদ হতে পারে যেমন reading book এখানে কোনো বই সম্পর্কে প্রশ্ন করতে পারে তাই মিথ্যে বলবেন না।

human attributes : আপনার মধ্যে থাকা গুনাবলি প্রকাশ করবেন।
 যেমন as a personal note I would like to say that I'm a self motivated person with positive attitudes, Im looking for a job where I can show my expertise in the best meaning way.

 Ending ( সমাপ্তি ): that is all about my self, sir u want to know anything specific or anything else about me, I would glad to answer you, , post) গুলো যদি একটু ভালো লাগলে বা  যদি মনে করেন উপকার পেলেন তাহলে ফলো করে রাখতে পারেন।

ধন্যবাদ..

1 টি মন্তব্য:

  1. আবেদনপত্রে মায়ের নাম ভুল থাকলে কি কোন সমস্যা হবে?;এখন ভুল থাকলে তাহলে করণীয় কি ভাইবার সময় ?

    উত্তরমুছুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো