প্রাইমারির নিয়োগ পরীক্ষর প্রশ্ন কমন পাচ্ছেননা? গোপন সূত্র দেখুন

প্রাইমারিতে নিয়োগ পরীক্ষায় যারা প্রশ্ন কমন পাচ্ছেননা এই দিগে আসেন
আজকে মাথায় ডুকিয়ে দেবো 

 বিস্তারিত আলোচনা করবো, প্রশ্ন কমন পরে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো শুধু মন দিয়ে লেখাটা পড়বেন।

 ভাইয়া আমার মাথা কাজ করেনা এত পড়ি প্রশ্ন কমন পরেনা কেন? 

যেখান থেকে প্রশ্ন আসে সেই সর্ট জায়গা আপনার চেনা নেই তাই
 টেবিলে আঠা লাগিয়ে পড়লেও কাজ হবে না। 

যারা প্রিভিয়াস, বিশেষ করে BCS, প্রাইমারি, নিবন্ধের প্রশ্ন শেষ করেছে তারা বলবেন 
কথা গুলো সত্য কিনা।

আর কতটা প্রশ্ন কমন ছিলো সহকারি পদে নিয়োগ:
সেট নং ৪২২৯,২০১৪ এর ২০১৮ সালের exam হওয়া একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো।


নোট: সমাধান গুলো আগে দিয়ে ছিলাম তাই আজকে প্রশ্ন গুলো এবং কোন এক্সামে আসছিল তা উল্লেখ করলাম।



BCS=B,

প্রাইমারি=P,

 নিবন্ধন=N
থেকে কমন পাওয়া প্রশ্ন গুলো হলো;

১) ঢাকার প্রথম রাজধনী স্থাপন করে কে? 

২) he was hanged for murder.♥(B+P)
নোট: আমি মনে রাখতাম মানুষ man তাই hunged না হয়ে hanged হবে, (বানান)


3) প্রচীন এর বিপরীত অর্থ কি? (B)

৪) প্রচীন বাংলার প্রথম নরপতি কে? 

৬) বৃষ্টি পরে টাপুর টুপুর, 

৭) বাংলার প্রাচীন জনপদের নাম কি? 

৯) diamond cats to diamonds (N) 

 10) বরনের যোগ্য এক কথায়।

 ১১) correct,,,,,, u he and I are present, প্রশ্নটা কত এক্সামে আসছে হিসাব ছাড়া।

 rule 123.231

 12) সব চেয়ে বড় সংখ্যা কোনটি (P

 ১৩) একাদশে বৃহস্পতি(N)

♥14) meaning /synonym, precedence(B+P+N)প্রশ্নটা explain ও আছে।

15) spelling 2 টাই কমন ছিল BCS থেকে,

১৬) I HAVE TO DO IT (P) 

17) কচু বনের কালাচাঁদ ( হাজার বার এসেছে চাকরি পরীক্ষাতে)

 ১৮) জহির রায়হানের উপন্যাস কোন টি? (N)

 ১৯) PRIOR TO MEANS(B+P+N) 

২০) বাদুর অন্ধকারে চলে কি করে? 

২১) বীর শ্রেষ্ট নয় কে?

( ৭ জন বীরশ্রেষ্ট জীবনী জানতেই হবে) 


২২( এক মাত্র নারী বীর প্রতিক কে? (B+P)

২৩) জাতি সংঙ্গের অঙ্গ সংস্থা নয় কোনটি ( হাজার বার এসেছে) 

২৪) যা কথায় বর্ণনা করা যায়না এক কথায় প্রকাশ করুন,

২৫) কোনটি সবচেয়ে বড় ডাটার একক? 

২৬) লোক সাহিত্য কাকে বলে? 

২৭) empty vessel sound much. এই প্রশ্নটা প্রাইমারিতে ১০১৮ তে ২ বার এসেছে, 

২৮) বাংলাদেশের সবচেয়ে করস্রোতা নদী কোনটি? 

২৯) বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট জয়ের মেয়ে কে? 

৩০) কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? ২টা ভারত,মেয়ানমার 

৩১.I frefer tea,,,,,,,,coffee.  

৩২) ক্লোন ভেড়া, 

৩৩) among কোথা বসে

এছাড়াও সমাস কারক, শব্দের অর্থ সহ ১২ টা প্রশ্ন এখান থেকেই কমন ছিলো (BCS) 

আর ম্যাথ থেকে মাত্র ২ টা প্রশ্ন বিগত ৩ টা গ্রুপ থেকে কমন আসেনি আর সবগুলো প্রাইমারির প্রিভিয়াস থেকে কমন ছিল।

মানে সাম্প্রতিক ২টা r অংক ২টা প্রশ্ন বাদে বাকী ৭৬ টা প্রশ্ন হুব হু্রি প্রিভিয়াস থেকে প্রশ্ন অপশনসহ কমন ছিল, 

 যদি না পড়া থাকে তাহলে কমন কি করে পাবেন। 
একই প্রশ্ন বার বার আসছে অথচ পড়া নেই সারা বছর কি পড়ব? কই সাজেশন পাবো?
কে সাহায্য করবে এটা না ভেবে আমার মনে হয় টেবিলে তিনটা মাস ৩ টা গ্রুপের প্রশ্ন শেষ করে দেখুন পাস করতে পারবেন।

সাজেন
 BCS প্রশ্ন গুলোর সব ভকাবুলারি, রুল সহ সব প্রশ্ন গুলো জব সলুশনে বিস্তারিত দেখুন টানা মুখুস্ত করুন।
BCS অয়ন ভায়ের একটা ক্লাস করেছিলাম তিনি বলেছিলেন বর্তমান মুখস্ত করার অভ্যাস একটা বড় সম্পদ।

সকল সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল job helpline bd  পাবেন।

ধন্যবাদ ভালো থাকবেন

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন