শনিবার, ২৭ আগস্ট, ২০২২

রেলওয়ের পয়েন্টসম্যান, খালাসী, পদের নিয়োগ পরীক্ষার সাজেশন / railway job exam suggestion

রেলওয়ের নিয়োগ পরীক্ষার সকল প্রার্থীদের জন্য লেখাটা।


রেলওয়ের পয়েন্টম্যান ও খালাসী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান চেয়ে অনেকেই রিকুয়েস্ট করেছিলেন কিন্তু বিগততে এই পদের কোনো পরীক্ষা হয়নি তাই প্রশ্ন দিতে না পারলেও আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ্। 

যারা রেলওয়ের কর্মী হতে চান তারা গুরুত্ব দিয়ে পড়েন কাজে দেবে।

রেলওয়ের অনেক বড় একটা নিয়োগ পরীক্ষা চলছে।

ইতোমধ্যে একটা পদের পরীক্ষার চূড়ান্ত রেজাল্টও প্রকাশ করেছে কিন্তু মজার বিষয় হলো,, বাংলাদেশের ইতিহাসে রেলওয়ের নিয়োগ পরীক্ষাতে সবচেয়ে বেশি দুর্নীতির রেকর্ড থাকলেও 2022 সালের এই নিয়োগ কার্যক্রম তারা যেভাবে শেষ করেছে তা রেলওয়ের নিয়োগের বড় একটা ইতিহাস করেছে।


রেলওয়ের নিয়োগ পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট কোটা থাকলেও এবার সচ্ছ নিয়োগ হওয়াতে অনেক সাধারণ প্রর্থী বেকার জীবন থেকে মুক্তি পেয়েছে তাই আগের কথা না ভেবে এই পরীক্ষটা ভালো ভাবে দেওয়ার চেষ্টা করুন।


এখন প্রশ্ন কি ভাবে প্রস্তুতি নিবো রেলওয়ের নিয়োগ পরীক্ষার জন্য?

এই প্রশ্নটার উত্তর সত্যি জটিল কিন্তু সহজ ভাবে আমি বলার চেষ্টা করবো।

রেলওয়ের বিগত অনেক পরীক্ষা হয়েছে সে কথা বাদই দিলাম।

2022 সালের স্টেশন মাস্টার  

পদের যে পরীক্ষা হলো সেই প্রশ্নটা আশা করছি যারা পরীক্ষা দিবেন রেলওয়েতে তারা সবাই দেখেছেন, এখন কথা হলো প্রশ্ন গুলো কি বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার ছিল না নতুন প্রশ্ন ছিলো?


যদি বলেন, আপনি বলেন ভাই প্রশ্ন কোথায় থেকে কমন ছিলো?  আমি বলব চাকরিতে টেকার মত সব প্রশ্ন হুব হু কমন ছিল বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন থেকে এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন কমন ছিলো বিগত বিসিএস থেকে।


ভাই রেলওয়ের নিয়োগ পরীক্ষার জন্য একটা বই সাজেস্ট করেনঃ


চাকরি পরীক্ষার জন্য আলাদা আলাদা বই কেনার দরকার নেই বিগত রেলওয়ের প্রশ্ন গুলো আগে শেষ করুন পরে বিসিএসসহ pcs এর যত প্রশ্ন আছে শেষ করুন।


নোটঃ  কোন কোন অধ্যায় ভাল করে পড়ে শেষ করতে হবে তা আমাদের চ্যানেল job helpline bd তে দেওয়া আছে দেখেনিন।


ধন্যবাদ সাথে থাকার জন্য 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো