রবিবার, ২৮ আগস্ট, ২০২২

গণযোগাযোগ অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ প্রস্তুতি

গণযোগাযোগ অধিদপ্তরের অফিস সহায়ক পদের নিয়োগ প্রস্তুতি ও কোন বই পড়বো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।


অফিস সহায়ক পদের প্রর্থীদের ব্যাসিক কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমরা মূল কথা শুরু করব।


প্রথমেই অনেকে প্রশ্ন করে অফিস সহায়ক পদের কাজ কি?

অফিস সহায়কের প্রধাণ কাজ অফিসের কাজে সহায়তা করা।

 অর্থাৎ অফিসের কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো সহায়ক হিসেবে কাজ করা একজন অফিস সহায়কের প্রধান কাজ।

অফিসের আসবাবপত্র এবং রেকর্ড সমূহের সুন্দরভাবে বিন্যাস / সসাজানো সাধন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হতে অন্য স্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তরিত করা অফিস সহায়কের কাজ।

এক কথায় অফিসের সিনিয়র স্টাফদের অর্ডারে অফিসের হেল্পার হিসেবে নিয়োগ দেওয়া হয় একজন অফিস সহায়ককে।


অফিস সহায়ক পদে চাকরি পেলে পদান্নতি হয়?  

অফিস সহায়ক পদে যদি আপনার কর্মজীবন শুরু করেন পদান্নতি হবে আপনার ব্যবহার এবং কাজের দক্ষতা দেখে। তবে সকল মন্ত্রণালয় বা অধিদপ্তরের পদান্নতির গতি অতোটা দ্রুতার সাথে হয় না তবে প্রধান মন্ত্রীর কার্যালের অফিস সহায়কদের দুই বছর পরে এমনি পদান্নতি হয়।


আমার পড়াশোনা শেষ হয়নি যদি এখানে চাককরি হয় তবে কি পড়াশোনার সুযোগ পাবো?

সরকারি চাকরির যে কোনো পদে নিয়োগ পেলে আপনি যদি চান পড়াশোনা করবেন তবে পড়াশোনার জন্য সরকার সকল সুযোগ সুবিধা আপনাকে দেবে এক কথায় কোনো সমস্যা নাই।


পরীক্ষা লিখিত না mcq হবে?

পরীক্ষা এমসিকিউ হবে।


অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার জন্য কোন বই পড়বো?

অফিস সহায়ক পদে চাকরির প্রস্তুতি নিতে কোন বই পড়বো?  কিভাবে পড়বো, কত ঘন্টা পড়বো? ইত্যাতি প্রশ্ন করে থাকেন এখানে একটা কথা বলি প্রতিটা চাকরি পরীক্ষার জন্য আলাদা বই কেনার দরকার নেই কারণ সকল পরীক্ষাতে একই প্রশ্ন হয় তাই বিগত সালের বিসিএস প্রশ্ন শেষ করে নিচের এই বইটা ফলো করতে পারেন↓↓

এই বইয়ে বিগত সালের সকল অধিদপ্তর, মন্ত্রণালয়ের অফিস সহায়কের চাকরি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ পাবেন প্রশ্ন গুলো ভাল করে শেষ করতে পারলে আর কিছু দরকার হবে না।

সাম্প্রতিক 2/3 টা প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারেন ।

আরো বিস্তারিত ভাবে জানতে ইউটিউবে গিয়ে এভাবে সার্চ করুন  

অফিস সহায়কের সাজেশন / job helpline bd 

গণযোগাযোগ অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন পাওয়া যায়নি তাই দেওয়া হল না


tag: গণযোগাযোগ অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন

গণযোগাযোগ অধিদপ্তর নিয়োগ প্রশ্ন

ধন্যবাদ সাথে থাকার জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো