অডিটর নিয়োগ পরীক্ষার রিয়েল ভাইবা / junior oditor real viva skills

ভাইভা অভিজ্ঞতাঃ

 পদঃ  জুনিয়র অডিটর 

প্রতিষ্ঠানঃ হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA)

বোর্ড সদস্যঃ ৯ জন।

ডিউরেশনঃ ১২ থেকে ১৪ মিনিট।

অনুমতি নিয়ে রুমে ঢুকে সালাম দিলাম।   সালামের উত্তর দিয়ে আমাকে চেয়ারে বসতে বললেন এবং আমার কাগজপত্র চাইলেন।

বসে ধন্যবাদ দিয়ে কাগজপত্র স্যারের কাছে দিলাম।

প্রথমে আমার একটু অস্তিরতা লাগছিল পরে স্যারেরা আন্তরিকতা সাথে গ্রহণ করাতে ভাল লেগেছে ...

উপস্থিত ৯জনের প্রত্যেকেই প্রশ্ন করেছেন।

স্যার একটি কাগজে আমার স্বাক্ষর এবং রোল লিখতে বললেন। লিখার পর স্যার মাথা দিয়ে পজিটিভ সম্মতি জানালেন।


স্যারঃআপনি কোন সাবজেক্ট এবং কোথায় থেকে পগাশোনা শেষ করেছেন?

উত্তর করলাম।

স্যারঃ গণিতে পড়েছেন, টিউশনি করান?

আমিঃ জ্বি স্যার।

স্যারঃ যেহেতু গণিতে পড়াশুনা করেছেন তাই একটি অংক করতে দিব। পারবেন?

আমিঃ ইনশাআল্লাহ। 

স্যার উৎপাদকের একটি অংক করতে দিলেন।দ্রুত করে দিলাম।

অন্য একজন স্যার প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করলেন,"উনি কি পেরেছেন?"

স্যারঃ জ্বি স্যার।

দ্বিতীয় স্যারঃ আরেকটি অংক করেন।

একটা উৎপাদক করতে দিলেন।

আমিঃ করলাম।

স্যারঃ মুখেমুখে একটা ঐকিক নিয়ম ধরলেন।

আমিঃ মুখেমুখে হিসেব করে উত্তর দিলাম।

তৃতীয় স্যারঃ এবার অংক বাদ দেন। অন্য কিছু ধরেন।

স্যারঃ সাত মার্চের ভাষণ বলেন।

আমিঃ এক থেকে দেড় মিনিট বলার পরে স্যার থামিয়ে দিয়ে ভাষণের মেইন থিম কি জানতে চাইলেন। আমি একটু গুঁছিয়ে বললাম। আমার মনে হয় ২য় স্যার একটু মন খারাপ করেছে কারণ আমি জাতির পিতা বলিনি..


ফরিদপুর জেলায় বাড়ি হওয়ায় পদ্মা সেতু সম্পর্কে প্রশ্ন করেছেন।

স্যারঃ পদ্মাসেতুর গুরুত্ব সম্পর্কে বলুন।

আমিঃ ২মিনিটের মতো বললাম পরে স্যার বললেন থামুন বুঝতে পেরেছি পড়াশোনা করেছে।


স্যারঃOk.Say something about the Multipurpose Bridge Padma?

আমিঃ ২মিনিটের মতো ইংরেজিতে বললাম আসলে ইংলিশটা তেমন ভাল  ছিলাম না কিন্তু প্রশ্নটা কমন ছিল তাই ভাল করে বলতে পেরেছি।

স্যারঃ say something more about the economic development of the Padma Bridge.

আমিঃ ১মিনিটের মতো ইংরেজিতে বললাম। স্যার থামিয়ে দিয়ে অন্য প্রশ্নে চলে গেলেন।

স্যারঃ Brand your Zilla.

আমিঃ ২মিনিটের মতো ইংরেজিতে বললাম।


এরপর ২টা translation ধরলেন, 

২টাই পেরেছিলাম।


স্যারঃ আপনি কি কোথাও জব করেন?

আমিঃ এখনও কোথাও হয়নি স্যার। ট্রাই করছি।


স্যারঃ Best of luck.

আমিঃ Thank you sir.


স্যারঃ আচ্ছা আপনি আসুন।

আমিঃ ধন্যবাদ এবং সালাম দিয়ে বেরিয়ে আসলাম।


স্যারেরা খুবই আন্তরিক ছিলেন। আমিও ভাইভা দিয়ে pleased ছিলাম ।


অনেকেই প্রশ্ন করেছিলেন আপনি লিখিততে কত পেতে পারেন?

রিটেনে ৬০+ এর মতো মার্কস ছিলো। অবশেষে আল্লাহর কৃপায় সিলেক্টটেড হয়েছি।

সাই আমার জন্য দোয়া করবেন।

সর্বশেষ কথা হাল ছাড়বেন না, দেখবেন একটা সময় একাধিক জব হয়েছে।


ধন্যবাদ সবাই ভাল থাকবেন 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন