মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

প্রাইমারির ভাইভা অভিজ্ঞতা / primary job exam viva

        

             প্রাইমারির নিয়োগ পরীক্ষা

                     ভাইবা অভিজ্ঞতা 

                  প্রার্থীঃ রিক্তা শারমিন

                 জগন্নাথ বিশ্ববিদ্যালয়

             

ঢুকে সালাম দিলাম। 

আসতে পারি? 

জ্বি আসুন।


আমি অনুমতি নেয়ার আগেই বসুন,আরে বসুন।

আমি- ধন্যবাদ। 


বোর্ড- আমার খাতায় লেখা বাক্যটা দেখে লিখুন।

আমি- কলম খুঁজছিলাম।


বোর্ড- এই নিন কলম। সবাই কলম নিয়ে চলে যাচ্ছে।


আমি- স্যার, আমার কলমটাও একজন নিয়ে আর দেয়নিবলেই কলম ছাড়াই ঢুকতে হলো।

বোর্ড- ইট্স ওকে।


আমার কগজপত্র দিলাম একজন দেখতে লাগলেন।


একজন মহিলা ম্যাজিস্ট্রেট ছিলেন।

উনি বললেন, 

আপনার পড়াশোনা কোথায়?

আমি- এল এল বি, এলএল, এম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 


বোর্ড - এতো ভালো সাবজেক্টে পড়েছেন,BCS এ হয়নি?

আপনি তো অনেক স্মার্ট, রেজাল্ট ভালো।


আমি- আসলে আমার ব্যারিয়ারগুলো বললাম।

তারা সবাই আমার সাথে খুবই হাসিমুখে গল্প করলেন।


বোর্ড- বলেন তো প্রাইমারি তে এখন এতো নারীদের নেয়া হয়, এটা কেনো?

আপনার মতামত দিবেন।


আমি- আসলে মেয়ারা ধৈর্য্যশীল হয়, তারা সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে। আর এটা মেয়েদের শক্তি, পজিটিভ শক্তি। তাদের এই শখ। এটা প্রাইমারীএডুকেশনে প্রয়োজন কারণ এখানে সরাসরি বাচ্চাদের সাথে ডিল করতে হয়। আর তা একজন মেয়েপক্ষে পক্ষে সুন্দর করে করা সম্ভব। আরও কিছু বলেছিলাম।


বোর্ড- আপনার উত্তর পছন্দ হয়েছে।

বোর্ড - বলেন তো নেসেসিটি অফ ল, কি? জুরিস্প্রুডেন্স কি?

আমি- বললাম। প্রথম অংশ ভালো পারিনি।


বোর্ড -আপনার রেজাল্ট খুবই ইম্প্রেসিভ।আপনি কি থাকবেন?? 

আমি- জ্বি স্যার। 


একটা কবিতা বা গান করেন। 

আমি কবিতা করেছিলাম।

আজ সৃষ্টি সুখের উল্লাসে।


আমার আমার বলা শেষ হওয়ার সাথে সাথে তারা জিজ্ঞেস করলো আপনি কোন দলে কাজ করতেন।

আমি উদিচীর সাথে ছিলাম।


বোর্ড - আপনার উচ্চারণ আর বাচনভঙ্গি তে বোঝা যাচ্ছে। খুব সুন্দর আবৃত্তি আপনার।

আমাদের সময় কম তাই পুরোটা শুনতে পারলাম না।



তখন তারা বললো আপনার অনার্স এর মূল সার্টিফিকেট নাই কেনো?

 আমি -স্যার হারিয়ে গেছে। জিডি করেছি।

 

বোর্ড - ঠিক আছে ১৪/১৫ দিনের মধ্যে এনে আমাদের দেখাবেন আমি ঠিক আছে স্যার।


বোর্ড- আপনি আসুন।

সালাম দিয়ে চলে আসলাম।

বাকিটা আল্লাহর হাতে।


সবাই আমার জন্য দোয়া করবেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো