প্রাথমিক শিক্ষক নিয়োগ রিয়েল ভাইবা / primary job skills

         

              প্রাথমিক শিক্ষক নিয়োগ

                    ভাইভা অভিজ্ঞতা 

                     সাবজেক্ট আরবি

                    ২০/০৬/২০২২ইং

                          

অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দিলাম।


একটি শীটে বাংলা ও ইংরেজি একটি করে বাক্য লিখতে দিলো এবং আমার কাগজপত্রগুলো দেখলো।


প্রশ্ন : কোন সাবজেক্ট 

উত্তর : আরবি


প্রশ্ন : রসুলুল্লাহ সাঃ এর দুধমাতার নাম কি?

উত্তর : হালিমা সাদিয়া


প্রশ্ন : তাঁর বাড়ি কোথায়? 

উত্তর : তায়েফ


প্রশ্ন: বদর যুদ্ধ কত তারিখে হয়?

উত্তর : ১৭ই রমদান ২য় হিজরি 

প্রশ্ন: বদরের দূরত্ব কত?

উত্তর : মদীনা ৮০ মাইল 

(তাঁরা এই ব্যাপারে কনফিউজড ছিল)


প্রশ্ন: মদীনার সনদের কয়টি ধারা ছিল?

উত্তর : ৫৩ টি


প্রশ্ন: বিদায় হজ্বের ভাষণ কত তারিখে দেওয়া হয়?

উত্তর : ৯ই জ্বিলহজ্ব


প্রশ্ন: বিদায় হজ্জের গুরুত্বপূর্ণ অংশ বলুন

উত্তর : কৌলিন্য প্রথা, নারী অধিকার...

প্রশ্নকর্তা: চাকরের ব্যাপারে, অনুপস্থিতিতে ব্যাপারে কী বলছে?

উত্তর : সবগুলো বললাম।


প্রশ্ন: রসূলের বাড়ীর বর্তমান অবস্থা কী?

উত্তর: লাইব্রেরি 


প্রশ্ন: কুরআনের অর্থ জানেন?

উত্তর: জ্বি স্যার 


প্রশ্ন: সূরা বাকারার শেষ ৩ আয়াতের অর্থ বলুন।

উত্তর :স্যার মুখস্থ নাই আয়াত বললে অর্থ বলতে পারবো।


প্রশ্ন: একজন বিখ্যাত মুসলিম বীরের নাম বলুন?

উত্তর : খালেদ বিন ওয়ালিদ


প্রশ্ন: তাঁর উপাধি কী

উত্তর : সাইফুল্লাহ 


প্রশ্ন: অর্থ কী?

উত্তর : তরবারি 


আচ্ছা ঠিক আছে এবার আসতে পারেন।

ভাইভা বোর্ডে মোট ৩ জন ছিল ২ জন প্রশ্ন করছে একজন চুপ ছিল। 


=> দোয়া চাই আল্লাহ যেন চূড়ান্ত সফলতা দান করে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন