মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা প্রস্তুতি

 প্রাইমারি ভাইবা অভিজ্ঞতা

প্রার্থী: মোঃ ইমরান আহম্মেদ ইমন

জেলা:নারায়ণগঞ্জ

লেখাপড়া: প্রাণিবিদ্যা বিভাগ,

 ঢাকা বিশ্ববিদ্যালয়

সিরিয়াল: ০৯


অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম।

বোর্ড: বসেন...


বোর্ড: আপনার পড়াশোনা?

আমি: প্রাণিবিদ্যা বিভাগ, ঢাবি থেকে অনার্স করেছি। বর্তমানে মাস্টার্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছি। থিসিস করেছি ইলিশে হেভি মেটাল একুমুলেশন নিয়ে (থিসিসের কথা ইচ্ছে করেই বললাম, কারণ অন্য কিছুর প্রস্তুতি ছিল না)। 


বোর্ড: কী কী হেভি মেটাল পেলেন?

আমি: লেড, ক্যাডমিয়াম, কপার, আর্সেনিক, ম্যাঙ্গানিজ....


বোর্ড: লেড কতটুকু পেয়েছেন?

আমি: 0.02 ppm.


বোর্ড: মানবদেহে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত?

আমি: 0.05 ppm. 


বোর্ড:তাহলে তো লেড এর মাত্রা সেফ?

আমি: জি স্যার। তবে আর্সেনিকের পরিমাণ খুবই বেশি। 


ডিসি স্যার: আপনি কেন প্রাইমারিতে আসতে চান?

আমি: উন্নত বিশ্বে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। আমি প্রাইমারিতে আসলে প্রাথমিক শিক্ষাকে উন্নত করার জন্য কাজ করবো।


ডিসি স্যার: আপনার কী এমন যোগ্যতা আছে যার জন্য আপনাকে চাকরি দিব?

আমি:বাচ্চারা আমাকে পছন্দ করে।


ডিসি স্যার: আপনার তো মাস্টার্স শেষ হয়নি। এখানে আসলে তো আপনি আর পড়াশুনার সুযোগ পাবেন না। 

আমি: আমি মাস্টার্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছি।


ডিসি স্যার: আপনার তো রেজাল্ট ভালো। প্রাইমারির বেতন কত জানেন? এই বেতনে পুষবে?

আমি: ১৩ গ্রেডে বেতন। পুষবে ইনশাআল্লাহ।


ডিসি স্যার:আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলেন কতদিন এখানে থাকবেন?

আমি: স্যার আমার বিসিএস টার্গেট। যতদিন না হয় ততদিন থাকবো। 


বোর্ড:আচ্ছা আপনি আসতে পারেন। 


[সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে কাগজপত্র নিয়ে বিদায় নিলাম।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো