প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবা প্রস্তুতি

 প্রাইমারি ভাইবা অভিজ্ঞতা

প্রার্থী: মোঃ ইমরান আহম্মেদ ইমন

জেলা:নারায়ণগঞ্জ

লেখাপড়া: প্রাণিবিদ্যা বিভাগ,

 ঢাকা বিশ্ববিদ্যালয়

সিরিয়াল: ০৯


অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম।

বোর্ড: বসেন...


বোর্ড: আপনার পড়াশোনা?

আমি: প্রাণিবিদ্যা বিভাগ, ঢাবি থেকে অনার্স করেছি। বর্তমানে মাস্টার্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছি। থিসিস করেছি ইলিশে হেভি মেটাল একুমুলেশন নিয়ে (থিসিসের কথা ইচ্ছে করেই বললাম, কারণ অন্য কিছুর প্রস্তুতি ছিল না)। 


বোর্ড: কী কী হেভি মেটাল পেলেন?

আমি: লেড, ক্যাডমিয়াম, কপার, আর্সেনিক, ম্যাঙ্গানিজ....


বোর্ড: লেড কতটুকু পেয়েছেন?

আমি: 0.02 ppm.


বোর্ড: মানবদেহে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত?

আমি: 0.05 ppm. 


বোর্ড:তাহলে তো লেড এর মাত্রা সেফ?

আমি: জি স্যার। তবে আর্সেনিকের পরিমাণ খুবই বেশি। 


ডিসি স্যার: আপনি কেন প্রাইমারিতে আসতে চান?

আমি: উন্নত বিশ্বে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। আমি প্রাইমারিতে আসলে প্রাথমিক শিক্ষাকে উন্নত করার জন্য কাজ করবো।


ডিসি স্যার: আপনার কী এমন যোগ্যতা আছে যার জন্য আপনাকে চাকরি দিব?

আমি:বাচ্চারা আমাকে পছন্দ করে।


ডিসি স্যার: আপনার তো মাস্টার্স শেষ হয়নি। এখানে আসলে তো আপনি আর পড়াশুনার সুযোগ পাবেন না। 

আমি: আমি মাস্টার্সের রেজাল্টের জন্য অপেক্ষা করছি।


ডিসি স্যার: আপনার তো রেজাল্ট ভালো। প্রাইমারির বেতন কত জানেন? এই বেতনে পুষবে?

আমি: ১৩ গ্রেডে বেতন। পুষবে ইনশাআল্লাহ।


ডিসি স্যার:আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলেন কতদিন এখানে থাকবেন?

আমি: স্যার আমার বিসিএস টার্গেট। যতদিন না হয় ততদিন থাকবো। 


বোর্ড:আচ্ছা আপনি আসতে পারেন। 


[সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে কাগজপত্র নিয়ে বিদায় নিলাম।]

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন