বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

টিকেট কালেক্টর পদের কাজ কি? বেতন, সুযোগ ইত্যাদি, বাংলাদেশ রেলওয়ে ১৩৩ পদের সার্কুলার

বাংলাদেশ রেলওয়ের ১৩৩ জন নিয়োগ দেবে কালেক্টর পদে এর ধারা বাহিকতায় আমরা আজকে এই

পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

টিকেট কালেক্টর পদের কাজ কি?

এই পদের কাজ সাধারন দু”টি ভাগে ভাগ করে,

ক) অভ্যন্তরীন টিকেট কালেক্টর।

খ) বাহ্যিক টিকেট কালেক্টর ।


Br ticket collector job circular 2023

what is the bangladesh railway ticket collector woks

সধারনত, যারা ট্রেনের ভিতরে যাত্রীদের কাছ থেকে ক্রয়কৃত টিকে চেক কেরন তাঁদেরকেই মূলত টিকেট কালেক্টর, এবং এঁদের অভ্যন্তরিন টিকেট কালেক্টর হিসেবে ডিপার্টমেন্ট চিহ্নিত করে।

যে েসকল টিকেট কালেক্টর ট্রেনের বাইরে থেকে টিকটে চেক করে তাঁদের বাহ্যিক টিকেট কালেক্টর বা টিকেট চেকার বলে।


উদাহরণঃ কমলা পুর রেল স্টেশনে যাত্রীরা যখন ট্রেন থেকে নামেন তখন গেটে টিকেট কালেক্টরগণ চেক েকরে থাকেন।

টিকেট কালেক্টর চাইলে আপনার অবৈধ ভাবে ট্রেন ভ্রমণের কারণে জরিমানাও করতে পারে।


টিকেট কালেক্টর পদে যারা কাজ করে তারা খুব কম সময়ে টাকার মানুষ হয় এটা একটা গোপন কথা।

টিকেট কালেক্টর পদের বেতন প্রথম কম হলেও ব্যাতক্তবান টিকেট কালেক্টররা পুষিয়ে নেয়।


যোগ্যতাঃ

বাংলাদেশ রেলওয়ের এই পদে চাকরি পেতে হলে ছেলে-মেয়ে সাবার উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি লাগবে কম হলে হবে না।


কালেক্টর পেদের বিগত সালের প্রশ্ন সমাধান এখানে সমাধান দেয়ার জন্য চেষ্টা করো ।

সাথে থাকার জন্য ধন্যবাদ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো