টিকেট কালেক্টর পদের কাজ কি? বেতন, সুযোগ ইত্যাদি, বাংলাদেশ রেলওয়ে ১৩৩ পদের সার্কুলার

বাংলাদেশ রেলওয়ের ১৩৩ জন নিয়োগ দেবে কালেক্টর পদে এর ধারা বাহিকতায় আমরা আজকে এই

পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

টিকেট কালেক্টর পদের কাজ কি?

এই পদের কাজ সাধারন দু”টি ভাগে ভাগ করে,

ক) অভ্যন্তরীন টিকেট কালেক্টর।

খ) বাহ্যিক টিকেট কালেক্টর ।


Br ticket collector job circular 2023

what is the bangladesh railway ticket collector woks

সধারনত, যারা ট্রেনের ভিতরে যাত্রীদের কাছ থেকে ক্রয়কৃত টিকে চেক কেরন তাঁদেরকেই মূলত টিকেট কালেক্টর, এবং এঁদের অভ্যন্তরিন টিকেট কালেক্টর হিসেবে ডিপার্টমেন্ট চিহ্নিত করে।

যে েসকল টিকেট কালেক্টর ট্রেনের বাইরে থেকে টিকটে চেক করে তাঁদের বাহ্যিক টিকেট কালেক্টর বা টিকেট চেকার বলে।


উদাহরণঃ কমলা পুর রেল স্টেশনে যাত্রীরা যখন ট্রেন থেকে নামেন তখন গেটে টিকেট কালেক্টরগণ চেক েকরে থাকেন।

টিকেট কালেক্টর চাইলে আপনার অবৈধ ভাবে ট্রেন ভ্রমণের কারণে জরিমানাও করতে পারে।


টিকেট কালেক্টর পদে যারা কাজ করে তারা খুব কম সময়ে টাকার মানুষ হয় এটা একটা গোপন কথা।

টিকেট কালেক্টর পদের বেতন প্রথম কম হলেও ব্যাতক্তবান টিকেট কালেক্টররা পুষিয়ে নেয়।


যোগ্যতাঃ

বাংলাদেশ রেলওয়ের এই পদে চাকরি পেতে হলে ছেলে-মেয়ে সাবার উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি লাগবে কম হলে হবে না।


কালেক্টর পেদের বিগত সালের প্রশ্ন সমাধান এখানে সমাধান দেয়ার জন্য চেষ্টা করো ।

সাথে থাকার জন্য ধন্যবাদ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন