শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

MLSS / এমএলএসএস / নিরাপত্তা পহরী পদের কাজ কি? What is the work of MLSS post? পদান্নতি ও বিস্তারিত

 MLSS / এমএলএসএস / নিরাপত্তা পহরী পদের কাজ কি? What is the work of MLSS post? পদান্নতি ও বিস্তারিত।

বর্তমান সময়ে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরে নতুন একটা পদ তৈরি করা হয়েছে, এমএলএসএস এটার সম্পর্কে আপনেরা জানতে চেয়ে কমেন্ট করেছেন আজ আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।


MLSS / এমএলএসএস এই শব্দটার প্রথম ব্যবহার করেন ব্রিটিশরা।

বর্তমান সময়ে এই পদটা আর নেই তবে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে  বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরে এই পদে নিয়োগ দিচ্ছে।

এই পদটিসহ আরো ৩৪ টা পদের নাম পরিবর্তন করা হয়েছে, MLSS / এমএলএসএস / নিরাপত্তা পহরী পদ নিয়ে কথা বলছ।


MLSS এর পূর্ণ রুপ কি?

Member of lower subordinate staff, ব্রিটিশরা এই পদকে সুইপার হিসেবে ব্যবহার করত, 

সময়ের ব্যবদানে এটা নিরাপত্তা প্রহরী বা অফিস সহায়ক পদ হিসেবে ব্যবহার করা হয়।

যেহেতু MLSS এটা ধারা বিভিন্ন পদ বুঝায় তাই অবলিগ ব্যাবহার করে নিরাপত্তা প্রহরী বা অফিস সহায়ক পদ উল্লেখ করা থাকে।

নিরাপত্তা প্রহরী হিসেবে যখন ব্যবহার করা হয় বা এই পদে যখন নিয়োগ দেয়া হয়, নাম উল্লেখ করে তখন তার কাজ হবে পাহারাদারী করা।

নিরাপত্তা প্রহরীর অফিস টাইমঃ

মন্ত্রণালয় ভেদে ২ টা শীফট থাকতে পারে, নৈশ পহরী বা দিনের প্রহরী।

সকাল বা রাতে আপনার ডিউটি হতে পারে ( আট ঘন্টা )


 MLSS / এমএলএসএস / নিরাপত্তা পহরী পদের কাজ কি?

এই পদের সাধারন কাজ হলো প্রতিষ্ঠানের সম্পদ পাহারা দেয়া বা নজরদারী  করে রাখা,

কে কখন কি নিলেন, কে প্রবেশ করলেন, কোন অফিসে কি আছে সব কিছুর নিরাপত্তার দায়ীত্ব তার কাছে থাকে।


 MLSS / এমএলএসএস / নিরাপত্তা পহরী পদের বেতন কত টাকা?

একজন নিরাপত্তা প্রহরী প্রথম ৮৫০০ টাকা মূল বতেন বেতন পাবেন, সাথে ভাতা রয়েছে, পরে একটা নির্দিষ্ট % হারে প্রতিবছর তার বেতন বাড়বে সর্বচ্চ ২১০০০ টকা পর্যন্ত।


MLSS / এমএলএসএস / নিরাপত্তা পহরী পদের পদান্নতি হয়?

এটা নিয়ে সঠিক তথ্য যদি বলি পদান্নতি হয় নাই বল্লেই চলে।


আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন আমরা উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

This sit only for job candidate. we will try to solve any problem for job relevent issu and previous job exam quetion.



২টি মন্তব্য:

  1. CCMLSS এর পূর্ণরূপ কি?

    উত্তরমুছুন
  2. আসসালামু আলাইকুম আমি জানতে চাচ্ছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটা পদ আছে চতুর্থ শ্রেণীর কর্মচারী অফিস সহায়ক /নিরাপত্তা প্রহরী এদের দায়িত্ব ও কর্তব্য কত ঘন্টা? এই বিষয়টা জানালে আমি খুবই উপকৃত হব এবং বিষয়টা জানা খুবই জরুরী।

    উত্তরমুছুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো