মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

চারুকলা কোর্স কিভাবে করা যায়?/ চারুকলা কোর্স কোথায় করে বিস্তারিত ও গুরুত্বপূর্ণ তথ্য


আস্সালামু আলাইকুম,

আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের রিকুয়েস্টে আজকে আমরা চারুকলা কোর্স নিয়ে বিস্তারিত ভাবে কথা বলবো।

চেষ্টা করব  আপনাদের সকল প্রশ্নের উত্তর এখানে উল্লেখ করার জন্য তো চলুন শুরু করা যাক।


চারুকলা কোর্স কেনো করবো?

এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে না বললে আমার মনে হয় অনেকটা মিস হয়ে যাবে,

বর্তমান সময়ে সরকারি চাকরিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারুকলার শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দেয়, কিন্তু মজার বিষয় হল এই  বিভাগের শিক্ষার্থীসংখ্যা নেই বললেই চলে এমন কি সব সময় প্রচুর পরিমাণ ফাকা আসন থেকে যায়।

উদাহরণ সরুপ বাস্তব একটা তথ্য শেয়ার করি

এবার নিবন্ধন পরীক্ষার মাধ্যমে  তিন হাজারের অধিক চারুকলার শিক্ষক পদ ফাকা থাকলেও আবেদন করেছে মাত্র ১১ জন প্রার্থী, যার কারণে এনটিআরসিএ বাধ্য হয়ে সে সকল পদ খালি রেখেছে।

আবার গত ২০১৯ সালে মাধ্যমিক অধিদপ্তরে মাত্র ৩জনের বিপরীতে একজন এই পদে চাকরি পেয়েছে।

সহজ করে যদি বলি এই পদে চাকরির জন্য আবেদন করলেই আপনার চাকরি নিশ্চিত, কারণ অন্য বিষয়ে লাখ লাখ চাকুরী প্রার্থী থাকলেও চারুকলা বিভাগে হারিকেন লাগিয়ে চাকুরীপ্রার্থী খুঁজে পাওয়া যায় না।


চারুকলা শিক্ষক বা শিক্ষিকার কাজ কি?

বিভিন্ন চিত্রাঙ্কন, কোরিওগ্রাফি, ভাস্কর্য, ফটোগ্রাফি এর মধ্যে অন্তভুক্ত।


পেশা হিসেবে প্রয়োগের ক্ষেত্রসমূহ:

প্রাথমিক স্তরে শিক্ষগতা।

মাধ্যমিক স্তরে শিক্ষগতা।

কলেজ পর্যায়সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে  এর ব্যাপক চাহিদা রয়েছে


আমি তো অন্যবিষয়ে অনার্স করেছি আমি কি চারুকলা কোর্স করতে পারবো?

হ্যাঁ, আপনি যেই বিষয়েই অনার্স করেন না কেনো আপনি এই কোর্স করতে পারবেন।


এই কোর্স করতে কত দিন সময় লাগে?

চারুকলা কোর্স শেষ করতে আপনার সর্বনিম্ন  ১ বছর সময় লাগে এবং এই বিষয়ে অনার্স করতে আপনার সর্বনিম্ন ৪ বছর সময় লাগবে।

উচ্চমাধ্যমিক পাশ করার পরে যদি চারুকলা কোর্স করেন তবে ১ বছর লাগবে।


চারুকলা কোর্স করার জন্য কত টাকা খরচ হয়?

এটা সব সময় শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে তবে ৪০ হাজার টাক সর্বনিম্ন আর ৪ বছরের কোর্স হলে ১.৫ থেকে ২ লাখ টাকা লাগতে পারে।

চারুকলা কোর্স কোথায় থেকে করা যায়?

গুগলে সার্চ করলে সিরিয়াল দেখতে পাবেনন।


 চাুরুকলা / আইসিটি / লাইব্রেরীয়ান / ক্রিয়া শিক্ষক কোর্স বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো