প্রাইমারির নিয়োগ পরীক্ষা কবে থেকে শুরু হবে? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৩

 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে থেকে শুরু হবে  বা পরীক্ষার প্রস্তুতির জন্য কত দিন হাতে সময় আছে এটা নিয়ে আপনেরা জানতে চেয়েছেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এবার গুচ্ছ নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এই নিয়োগ পরীক্ষা তিন ধাপে শেষ করা হবে এবং এই গুচ্ছ নিয়োগ কার্যক্রম ২০২৩ এর মধ্যে শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর।

কত দিন পরে পরীক্ষা শুর হবে এটা নিয়ে কথা বলার আগে আমরা অধিদপ্তরের সিডিউল নিয়ে েএকটু ধারণা নিয়ে নিতে হবে।

তিন ধাপে সার্কুরার প্রকাশ করে তিন ধাপে সারা বাংরাদেশের নিয়োগ পরীক্ষা শেষ করা হবে।

প্রথম ধাপের সার্কুরার এর আবেদন প্রক্রিয়া এক মাস চলমান ছিল আবেদনের শেষ ২দিন আগে আবার ২য় ধাপের সার্কুলার প্রকাশ করা হয়েছ।

২য় ধাপের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথে আবার ৩য় ধাপের সার্কুলার প্রকাশ করা হবে।

উপরের তথ্য মতে ৩টা সার্কুরার ৩ মাস সময় রাগবে তিন ধাপের আবেদন প্রক্রিয়া মে হতে এর পরে অধিদপ্তর ধারাবাহিক ভাবে আবার প্রিলির পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করবে।


প্রথম ধাপের প্রিলির পরীক্ষার্থীরা মাঝে পড়াশোনার জন্য সময় পাবে প্রায় তিন মাস আর এর মধ্যে তাদের পরীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে ।


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কতদিন সময় আছে এটার প্রতি খেয়াল না রেখে দ্রুত প্রস্তুতি শেষ করাটাই সবচেয়ে ভালো।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন