রবিবার, ৫ মার্চ, ২০২৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার ২০২৩ নিয়ে কিছু কথা

 প্রাইমারির সার্কুলার একটা বড় সুযোগ


সার্কুলারের আগে, প্রাইমারি নিয়ে যত গুলো ভিডিও প্রকাশ করেছি প্রতিটা ভিডিওতে বলেছি ব্যাকডেটের সময় শেষ হওয়ার আগে প্রাইমারির সার্কুলার পাবেন ইনশাআল্লাহ্। 

যাদের চাকরির বয়স শেষ, অনেকেই এবার আবেদন করতে পারবেন, এটা কপাল, কপাল!!

বলেছিলাম আস্তে আস্তে প্রস্তুতি নিতে থাকুন কাজে দেবে, এখন সার্কুলার প্রকাশ হচ্ছে কিন্তু পড়ার স্পিড নাই।

মানুষ সার্কুলারের সময় বই খোঁজে আর আবেদনটা করে রাখে, আর পরীক্ষার admit কার্ড ছাড়লে সর্ট সাজেশন খোঁজে।

মাঝে যে সময়টা পায় তখন প্রেম করে আর নাকের দুই পাশে ফেয়ার & লাভী মেখে ঘুরে, বিবাহিত আপুরা সংসারে ব্যস্ত।

যে বিভাগে সার্কুলার হয়নি তারা সব সময় নেটে খোঁজ নিচ্ছে কখন আমাদের সার্কুলার দেবে আর নিশ্চিন্তায় থাকবো।

সার্কুলার তো জীবনে কত গেলো কিন্তু সিরিয়াস কবে হতে পারলাম?

এই চ্যানেলে 100% এর মধ্যে 31% মেয়ে ভিউয়ার এর মধ্যে 20 এর বেশি বিবাহিত আর বাকী গুলো অবিবাহত যারা একটু করে খোঁজ নিচ্ছে চাকরির বিষয়ে করণ এঁদের চ্যাটিং করার বয়স প্রায় শেষের দিগে। 

আর যারা অনার্সে পড়ে 1/2 yr a তারা তো messenger ছাড়া বোঝেই না, সুন্দরী চেহারা আছে পড়াশোনা করে কি হবে? কিন্তু বিয়ের পরে উপরের 20% এ তাদের ফিরতে হবে কারণ তখন তারা বুঝবে চেহারা দিয়ে আর জামাই/সংসার/বাচ্চা কন্ট্রল করা সম্ভব হচ্ছেই না।

আর অনার্স শেষ করার আগ পর্যন্ত ছেলেরা প্রাইভেট পড়িয়ে বা বাবার অর্থ ধ্বংস করে চলে আর মেয়েদের messenger এ গুতায়।

যখন 4/5 টা মেয়ে বুঝিয়ে দেয় প্রেম করার জন্য তুমি পার্ফেক্ট হলেও বিয়ে করার জন্য যোগ্য নয়, এর মধ্যে অনার্স শেষ, পরিবার আর টাকা দেবে না, তখন চোখ খোলে যে কি করলাম? নিজেকে না গুছিয়ে বাঁশের বোঝা অর্নাস জীবনে নিজের পেছনে সেট করলাম...

বলতে মনচায় অনেক কিছু কিন্তু কইতামন না।

বাস্তব অবস্থা নামক বাঘের মুখের খাবার...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো