পরিবার পরিকল্পনার পরীক্ষা লিখিত নাকি এমসিকিউ হবে family planning job exam mcq OR WRITING

 পরিবার পরিকল্পনার পরীক্ষা লিখিত নাকি এমসিকিউ হবে?

Family plannig job exam will be held MCQ or writing?


আমরা সবাই একটা বিষয় নিয়ে চিন্তায় আছি পরিবার পরিকল্পনার পরীক্ষা এমসিকিউ নাকি লিখিত হবে?

বা পরিবার পরিকল্পনার পরীক্ষার প্রস্ততি কোন পদ্ধতিতে নিলে ভালো হয় ?


আসুন আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

পরিবার পরিকল্পনার সার্কুলারে বলা থাকে এমসিকিউ বা লিখিত পরীক্ষার জন্য কোনো টিএ দেয়া হবে না।

অর্থাৎ কোনো সিলেবাস বা পরীক্ষা লিখিত নাকি এমসিকিউ হবে এটার জন্য কোনো ধরণের নির্দেশনা দেয়া হবে না।

তবে সর্ট করে যদি বলি যে পরীক্ষা কোন ভাবে হবে সেটা ডিফেন্ড করে পদ সংখ্যা ও প্রার্থীর উপর,

আরো একটা বিষয় হলো সার্কুলার যদি সারা বাংলাদেশের জন্য হয় এবং সকল জেলার মানুষ সেখানে আবেদন করতে পারবে এবং পদ যদি বেশি হয় তবে পরীক্ষা এমসিকিউ হবে নয়ত জেলা উল্লেখ করে যদি সার্কুলার হয় এবং পদ যদি কম হয় তবে লিখিত পরীক্ষা হবে।

এবার পরিদশিকা পদে যেহেতু অনেক লোক নিয়োগ দেবে তাই পরীক্ষা এম সি কিউ হবে কারণ পদ বেশি এবং প্রার্থীও বেশি।


জেরা পর্যায়ে যেমন নিয়োগ হলো সেখানে পদ কম ছিলো এবং সার্কুলারে বালা ছিলা অমুক উপজেলার মানুষ ছাড়া আবেদন করতে পারবে না তাই সেই পরীক্ষা  গুলো লিখিত হয়েছে।


শূধু মাত্র পরিবার পরিকল্পনার পরীক্ষা নয় এরকম সকল পরী্ষার জন্যই কৌশলটা কাজে লাগাতে পারেন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন