মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে চাকরির মনোনেয়নের শার্তাবলী / পরীক্ষা পদ্ধতি ও প্রশিক্ষণ সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা

 ● পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পরীক্ষা পদ্ধতি ও প্রশিক্ষণ সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা


পরিবার পরিকল্পনা অধিদপ্তর সম্প্রতি  ১ টি পদে মোট ১০৮০  পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  এখানে আবেদনের জন্য সার্কুলারে সকল সর্ত থাকলেও এটা বুঝতে অনেকেরই সমস্যা হচ্ছে, তাই এই বিষয়ে আমরা বিস্তারিত ভাবে সমস্যা গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আনশাআল্লাহ।

পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে চাকরির জন্য আবেদন করেছেন মোট 331778 জন।

আবেদনকারী কতজন এসব নিয়ে চিন্তা না করে প্রস্ততি কেমন সেটার উপর আলোকপাত করার চেষ্টা করুন কপাল ভালো থাকলে আশা করছি চাকারটা হবে।


যেহেতু এখানে মেয়েরা আবেদন করেছেন তাই তাদের অনেক সমস্যা থাকে যার কারণে সর্ত গুলো নিচে উল্লেখ করা হলো।

১) অবশ্যই বাংলাদেশের সিটিজেন হতে হবে।

২) চূড়ান্ত ভাবে মনোনয়ন প্রার্থীগণকে অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে পরিবার পরিকল্যাণ পশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের জন্য যোগদান করতে হবে।

৩) যোগদানের পূর্বে সিভিলি সার্জন কর্তৃক  শারীরিক সুস্থতা ও গর্ভবতী নয় এই মর্মে

 সনদপত্র দাখিল করতে হবে।

৪) গর্ভবতী হলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য  হবে।

৫) মনোনীত প্রার্থীগণ দেশের যে কোনো পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণে বাধ্য থাকিতে হবে।

৬) আবেদনকারী পরীবার পরিকল্যালণ পরিদর্শিকা পদে মনোনয়নের পর প্রশিক্ষনার্থী হিবেবে ১৮ মাস প্রশিক্ষণ গ্রহণ কেরতে হবে।


 জন্য প্রার্থীদের কিছু শর্ত মাথায় রাখতে হবেঃ

 

পরিবার কল্যাণ পরিদর্শিকা বেতন কত?

পরিবার কল্যাণ পরিদর্শিকা কততম গ্রেডের চাকরি? বেতন গ্রেডঃ ১৪

পরিবার কল্যাণ পরিদর্শিকা পরীক্ষার প্রশ্ন সম্ধান

পরিবার কল্যাণ পরিদর্শিকা কাজ কি?

পরিবার কল্যণ পরিদপরিদর্শিকা পদে নিয়োগের সর্তকি কি?


পরীক্ষার মান বণ্ঠন ও পরীক্ষার ধরণঃ

পরীক্ষার ধরন: MCQ (70 marks)

ভাইভা হবেঃ ঢাকায়

এক নজরে প্রশিক্ষণের বিষয়বস্তু দেখে নেয়া যাক:

যে বিষয়ে পশিক্ষণ দেয়া হবে।

(১) এনাটমি ও ফিজিওলজী (২) ফার্মাকোলজী (৩) যোগাযোগ(৪) ডায়রিয়া (৫) ই পি আই(৬) এ আর আই (৭) শিশুর ক্রমবৃদ্ধি- পর্যবেক্ষণ ও পরামর্শ দান(৮) পুষ্টির অভাব জনিত রোগ(৯) গর্ভবতীর যত্ন (১০) প্রসবকালীন যত্ন(১১) প্রসবোত্তর যত্ন (১২)পরিবার পরিকল্পনা(১৩) সাধারণ স্ত্রী রোগ(১৪) প্রাথমিক চিকিৎসা(১৫) ধাত্রী প্রশিক্ষণ (১৬) ব্যবস্থাপনা(১৭) স্যাটেলাইট ক্লিনিক(১৮) দ্বিতীয় ও তৃতীয় পর্যায় মাঠ প্রশিক্ষণ ।
তাছাড়া রয়েছে একটি কোর্স-পরিচিতি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য একটি চেকলিস্ট বই। ১৮ মাস ব্যাপী

fwv job exam suggetion and recuerment
family planninag job exam condition and
fwv job eaxam guidline

job helpline bd

প্রশিক্ষণ শেষে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের কাজ হলো –
 
পরিকল্পনা ক্লিনিক ,
ইউনিয়ন পর্যায়ে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে ,
জেলা পর্যায়ে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রে,
গ্রাম পর্যায়ে স্যাটেলাইট ক্লিনিকে ও অন্যান্য
সরকারী ও বেসরকারী ক্লিনিকে অবস্থান করে জাতীয় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সম্পর্কিত সকল প্রকার সেবা প্রদান করা ।

নোটঃ অনেকেই মনে করছেন এতো নিয়োম মেনে এই চাকরি করার দরকার নেই তাহলে ভুল মনে করছেন।
প্রথমে একটু কঠিন মনে হবে পরে আর সমস্যা থাকবে না কারণ প্রশিক্ষণ শেষ হলে তখন আর ঝামেলা থাকবেনা।

প্রয়োজনভিত্তিক
অন্যান্য সতেজীকর প্রশিক্ষণও এফ,ডব্লিউ,ভি,টি,আই থেকে প্রদান করা হয় ।
এছাড়াও মাঠ পর্যায়ে কর্মরত প্যারামেডিক্স ও বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের কর্মসূচী ভিত্তিক প্রকার মৌলিক ও
সতেজীকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়।

সর্বশেষ কথাঃ
আগে পরীক্ষাদিন পরে সমস্যা গুলো নিয়ে ভাবা যাবে ।
এখন গর্ভবতী হলে পরীক্ষাসহ চূড়ান্ত নিয়োগ/প্রশিক্ষণ/ ইত্যাদি পরের বিষয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো