৩য় ও ৪র্থ শ্রেণীর চাকরি সাজেশন / কোন বই পড়বো / তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কোন বই পড়বো / চাকরির সাজেশন

 ৩য় ও ৪র্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি ও সাজেশন

চেষ্টা করবো আপাদ মস্তক আলোচনা করার জন্য। (পার্ট 1)

তাঁর পরেও বলছি, যদি কিছু অজানা থাকে কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য।

প্রথম শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছি, ৩য় ও ৪র্থ শ্রেণীর চাকরির আবেদন করতে 8থেকে শুরু করে HSC হলেই প্রায় সব সার্কুলারে আবেদন করা যায়, মজার বিষয় হলো সারা বছরই এই পদ গুলোর সার্কুলার হয় এবং ভালো প্রস্তুতি থাকলে কম সময়ে চাকরি হওয়ার সম্ভব না 95%।

এখন আসি পরীক্ষার্থীদের প্রশ্নে..

এই পদ গুলোর পরীক্ষা লিখিত নাকি MCQ হয়?

উত্তরঃ দু'টাই হয়, যখন দেখবেন প্রার্থীর সংখ্যা 1/2 লাখ বা তার বেশি তখন mcq. যখন দেখবেন পদ কম, যেমন 100/50/70 পদ। এমন সময় হয় লিখিত, তবে কিছু কিছু মন্ত্রণায় সব সময় MCQ পরীক্ষার মাধ্যমে বাছাই করে লিখিত পরীক্ষা নেয়।

মোটের উপর একটা কথা বলেন! 

প্রস্তুতি mcq নাকি লিখিত নিবো?

উত্তরঃ লিখিত।

লিখিত পরীক্ষার প্রস্তুতি কেনো নিবেন এটা নিয়ে বিস্তারিত বললে শেষ হবে না, তাই না বলাই থাক, তবে 3টা কারণ বলছি।

ক) MCQ পরীক্ষা হলেও ভুল কম হবে।

খ) কাট মার্কস পেতে সাহায্য করবে।

গ) পরীক্ষা যেমনি হোক না কেনো আপনি সব সময় প্রস্তুত থাকবেন।

সর্ট সময়ে প্রস্তুতি কি ভাবে নেওয়া যায়?

যদি চাকরির পড়াশোনা শুরু করেন তবে 6মাসেও আপনি নতুন অবস্থায় বুঝতে পারবে না, যে কি পড়বেন আর কোথায় থেকে শুরু করবেন।

মানে ধার চিনতেই 3/4 মাস পার, তবে আমি চেষ্টা করছি সবচেয়ে সর্ট সময়ে একটা ভালো প্রস্তুতি নিয়ে....বলতে।

প্রথমে BCS প্রশ্ন গুলো গিলে নিতে হবে। তবে সব গুলো না, সেটা আপনাকে বুঝতে হবে কোন গুলো পড়বেন আর বাদ দিবেন।

 যদি BCS বিগত 30 সেট প্রশ্ন পড়ে শেষ করতে পারেন মনে করবেন আপনার প্রস্তুতি 70% শেষ।

 এখন কিছু মহাজ্ঞানী বলবে, কি যা তা বলছেন? সহজ ভাবে বলছি তাঁদের কথায় কান না দিয়ে 3/4 মাস এটা পড়ে শেষ করুন দেখবে তার পরে কেমন খেলা জমে।

 এখন আসি বই সাজেস্ট নিয়ে....

৩য় ও ৪র্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির জন্য কোন বই পড়বো?

গতকাল ৩য় ও ৪র্থ শ্রেণীর চাকরির পার্ট 1 বা ব্যাসিক আলোচনা শেষ করা হয়েছে, আজকে বই সাজেস্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ্।

প্রথমই বলা হয়েছিলো বিসিএস বিগত সালের প্রশ্ন শেষ করতে হবে, এখন প্রশ্ন করতে পারেন কোন বই থেকে এই প্রশ্ন গুলো শেষ করবো?

প্রথমে কিছু কথা বলছি, বাজারে হাজার রকমের বই পাবেন এবং অধ্যায়ভিত্তিক বইয়ের শেষ নেই, এত্তো বই কেনা শরু করলে চামড়া থাকবে না, তাই সহজ করে বলছি জব সলুশনটা বেস্ট,

ডাইজেস্ট নিলে শুধু বিগত সালের BCS প্রশ্ন পাবেন কিন্তু জব সলুশনে সব পাবেন, আর এই বইয়ে যা যা পাবেন অন্য সকল বইয়ে তার অধ্যাভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিত সাজানো হয়েছে।

যদি বিস্তারিত ভাবে বলা শুরু করি তবে এই নিয়ে (বই) গুণগান লিখতেই 3দিন লাগবে।


পড়ারার নিয়মটা একটু বলছি:

যদি মনে করেন bcs প্রশ্ন 10 দিনে শেষ করবেন তা জীবনের ভুল! এভাবে পড়লে সব কমন আসলেও উত্তর করতে পারবেন না, আর এটাই হয় পরীক্ষার হলে। (LS and R8 poroved)

নোটঃ

সব কমন কিন্তু কনফিউশন এমন প্রস্তুতি নেওয়া শেষ করলে বা মনে হলে বারবার সেই বিষয়ই পড়েন, যেনো মিস না হয়।

নতুন প্রার্থী হলে দ্রুত বিগত প্রশ্ন গুলো শেষ করা যাবে না এবং বই দাগানোর দরকার নেই, 

প্রথম অংক সমাধান করুন এবং জটিল লাগলে অন্যজনের হেল্পনিন,

পরে ইংলিশ সেইম অবস্থা,,,

স্কিপ করলেই আস্তে আস্তে চাকরির প্রতিযোগীদের কাছে আপনাকে হারতে হবে, কারণটা ব্যাখ্যা করছি।

ধরেন 10Th BCS এ 100টা প্রশ্ন আছে, এখানে 10টা প্রশ্ন আপনার কাছে কঠিন যা স্কিপ করলেন আবার 11Th BSc এ 12 টা সেইম ভাবে স্কিপ করলেন।

খেয়াল করুন, 2 সেট বিগত BCS প্রশ্ন পড়তে আপনি অলরেডি 22টা প্রশ্ন স্কিপ করেছেন, এভাবে পড়তে 30সেট প্রশ্ন সমাধান করতে কতটি প্রশ্ন স্কিপ করলেন?

আর সব গুলো চাকরি পরীক্ষা হয় মূলত 4/5 নাম্বারে এই 4/5 নাম্বার পাওয়ার জন্য আপনার এই জটিল বিষয় সমাধান করে পড়তে হবে নয়ত মাঠ চলে যাবে বলের বাইরে।

নোটঃ বিগত প্রশ্ন ব্যাখ্যাসহ পড়তে হবে কারণ এখান থেকে 60% প্রশ্ন করা হয় যেটাকে জটিল প্রশ্ন হয়েছে বলি।

এত্ত বর্ণনা করে লাভ নেই, বুঝলে বুঝপাতা নয়ত তেজপাতা।

কোন বইটা সবচেয়ে বেটার?

mcq প্রস্তুতির সাথে আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি হবে 85%, বাকী 15% আলাদা পড়তে হবে, এর জন্য বাজারে হরেক রকমের বই পাবেন কিন্তু আত্না জুড়াবেনা, আর হা-হুতাসও যাবে না।

আমার কাছে সব বই ভালো,

সবার বলার যোগ্যতা যেমন এক নয়, তাই বই লেখার ধরণও সবার এক হবে না একদম সিম্পল বিষয়।

কি বলেন বুঝতে পারিনি ভাই একটু ক্লিয়ার করে বলেন।

শোনেন যেই বইটা কিনবেন একদম ভালো করে যদি পড়েন মানে সেই বই পড়ে শেষ করে অন্যবই পড়লে মনে হবে মডেল টেস্ট দিচ্ছেন তাই যে কোনো একটা বই ভালো করে পড়েন।

যদিও সবার চোখে পরে না যে বইয়ে এত্তো ভুল থাকে!

 নোটঃ বইয়ের ভুল ধরার জন্য একাধিক বই রেফা করে পড়তে হয় নয়ত ভুল জেনেও তর্কে জড়াতে হয়, আর 1/2 টা বই পড়ে জব হয় না।

প্রফেসরের বই গুলো বেস ভালো, যদিও ভুল আছে তবে কানের পিঠ দিয়ে একটু মানসম্মনত।

তাই জব সলুশন এবং অফিস সহাক বইটা শেষ করে দেখুন সব পড়া হয়ে গেছে।

নোটঃ বুঝে পড়েন, উত্তর করার মতো পড়েন, সময় নিয়ে পড়েন।

 দ্রুত শেষ করলেও 5 বছরের প্রস্তুতি জলে আর বুঝে পড়লে 4 মাসেই উঠতে পারেন কলে।

 ধন্যবাদ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন