শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

ফেয়ারে চাকরি পাওয়ার কৌশল / টাকা ছাড়া যে চাকরি হয়

 বর্তমান যে চাকরি ফেয়ারে হয়।


আমার অভিজ্ঞতা থেকে আজকে কিছু কথা বলবো, যদিও লেখা লেখি বাদ দিয়েছি কিন্তু এই গ্রুপের কিছু post দেখে মনে হলো যদি উপকারে আসে.....


চাকরির প্রস্তুতি অনেক ভালো কিন্তু একটা কথা বিশ্বাস করুন প্রিলি ও লিখিত পরীক্ষায় পাস করলেও প্রাকটিক্যাল পরীক্ষায় ফেল করে 95%, যার কারণে গত এক বছর আগে মন্ত্রণালয় হারিকেন লাগিয়েও যোগ্য প্রার্থী খুঁজে পায়নি।


খাদ্য অধিদপ্তরসহ আরো তিনটা মন্ত্রণালয় চূড়ান্তফল প্রকাশে নোটিশ দিয়ে ছিলো যোগ্য প্রার্থী না পাওয়ায় পদ ফাঁকা রয়েছে।


এই পদ গুলোতে টাকা দিয়ে চাকরি পাওয়া সহজ নয়, কারণ অযোগ্য প্রার্থী দিয়ে তারা ঘাস কাটাবে না বরং কাজের জন্য লোক নিবে তারা।


এবার আসুন ফেল করার কারণ কি?


ধরেন 100জন প্রার্থী চাকরি পরীক্ষায় টিকল কিন্তু 95 জন কম্পিটারে টাইপ করতে পারেনা আর যাই পারে মন্ত্রণালয়ের চাহিদা মতো স্পিড দিতে পারে না তাই তারা ফেল মারে।


এখন লোক নিবে 100 জন কিন্তু পাস করলো মাত্র 5জন।


খুব সহজে চাকরি পেতে নিজেকে আলাদা ভাবে সময় দিতে হবে, পড়াশোনার সাথে কম্পিটার জানতে হবে কারণ এখন সব চাকরির সার্কুলারে এই দক্ষতা চায়।


আমার তো সার্টিফিকেট নাই তাহলে উপায় কি?


সব মন্ত্রণালয় সার্টিফিকেট চায় না, সেখানে বলা থাকে 20 বাংলা, 30 ইংলিশে স্পিড থাকতে হবে।


তাই ফেয়ারে চাকরি পেতে নিজেকে প্রস্তুুত করুন।


কম্পিটার অপারেটর, কাম-কম্পিটার, মুদ্রাক্ষরিক কমা,,,,,

অফিস সহকারি কাম....

পদ গুলো বেস্ট মান সম্মত চাকরি।


প্রস্তুুতি/বই সাজেষ্ট নিয়ে সর্টে পরে কথা হবে।


ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো