মঙ্গলবার, ২ মে, ২০২৩

৪১তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা, 41st, 43rd & 44th BCS VIVA (ALL CADRE)

43rd & 44th BCS VIVA (ALL CADRE)

ক্যাডারদের বিসিএস ভাইভা প্রশ্ন ও উত্তর (বিশাল সংগ্রহশালা)

bcs viva date

bcs ভাইভার বাস্তব  অভিজ্ঞতা আজকে আমরা শেয়ার করবো

সবসময় ব্যস্ত থাকার কারণে লেখালেখি হয় না, যাহোক আজকে বিস্তারিত ভাবে আমার বিসিএস ভাইবার আপাদ মস্তক আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের উপকারে আসবে।

তো চলুন শুরু করা যাক।


৪১তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা (১৩ এপ্রিল ২০২৩)

বোর্ডঃ শামীম আহসান স্যার (প্রতি বোর্ডে প্রার্থী ১০ জন,

আমার সিরিয়াল ২)

পছন্দঃ পুলিশ, প্রশাসন, শিক্ষা, ফরেস্ট


একদম প্রথম থেকে শুরু করছি যেনো আপনাদের বোঝার সমস্যা না হয়।

দরজা খুলে "আসবো স্যার?"

বলে সালাম দিলাম । বসতে বললেন, ধন্যবাদ দিলাম ।

মাস্ক খুলে সামনের টেবিলে রাখতে বললেন (প্রার্থীর সামনে ছোটো আলাদা টেবিল ছিল)

 

চেয়ারম্যানঃ তোমার প্রথম পছন্দ পুলিশ? ৪৩, ৪৪ দিয়েছো? সবসময় কি পুলিশই দাও?

 (নোটঃ যে কোনা ভাইভা বোর্ডে প্রার্থীর সকল ডোকুমেন্টস / ডিটেইলস তাঁদের হাতে থাকে, শুধু মাত্র

পরীক্ষাতে প্রাপ্ত  স্কোর ছাড়া)


উত্তরঃ জ্বি স্যার ।

 43 44 দুটোই রিটেন দেওয়া আছে এবং সবগুলোতেই পুলিশ প্রথম চয়েজ |


চেয়ারম্যানঃ প্রতিবার পুলিশ দাও! সত্যিকারে পুলিশ হওয়ার জন্য প্রথমবারের চেয়ে পরে কী করছো?

- স্যার, আরো বেটার করার জন্য চেষ্টা করেছি । চেয়ারম্যানঃ এখন শিক্ষকতা করো? 

- জ্বি স্যার |


চেয়ারম্যানঃ এই নিয়োগ কারা দেয়?

- স্যার, পিএসসির সুপারিশেই হয়েছে (সরকারি হাইস্কুল)


চেয়ারম্যানঃ কতোদিন যাবত শিক্ষকতা করেন?  আগে কিসে জব করতেন? (সব উনার হাতে লেখা আছে)

- স্যার ১ বছর হলো, আগে প্রাণিসম্পদ অধিদপ্তরে ছিলাম ।

চেয়ারম্যানঃ শিক্ষকতা কেমন লাগে?

- জ্বি স্যার, শিক্ষকতাকে উপভোগ করি ।



এক্সটার্নাল-১ঃ  আপনার বাড়ি চাঁদপুর? চাঁদপুরের দুঃখ কী?

- (চাঁদপুরের মানুষ হয়েও জীবনেও এ প্রশ্ন শুনিনি) তবু তাৎক্ষণিক আনসার দিলাম "নদী ভাঙ্গন" 

এক্সটার্নাল-১ঃ আপনারা নিজেদের ইলিশের বাড়ি দাবি করেন! আসলেই কি ইলিশের বাড়ি চাঁদপুরে?

- না স্যার, ইলিশের বাড়ি মূলত সাগরে! | ইলিশ ডিম পাড়ার জন্য নদীতে আসে ।


এক্সটার্নাল-১ঃ তাহলে চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয় কেনো? 

- কারণ চাঁদপুরে প্রচুর ইলিশ উৎপাদন হয় । 


এক্সটার্নাল-১ঃ চাঁদপুরে, এ বছর ইলিশের উৎপাদন কতো?

- স্যরি স্যার ।


এক্সটার্নাল-১ঃ কাছাকাছি হলেও বলতে হবে । এ বছরের কিংবা আগের বছরের হলেও বলুন।

- স্যরি স্যার, আমার জানা নেই ।


এক্সটার্নাল-১ঃ বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?

- সংবিধান।


এক্সটার্নাল-১ঃ বাংলদেশের সংবিধান কবে গৃহীত হয়েছিল?

- 4 নভেম্বর 1972 


এক্সটার্নাল-১ঃ সংবিধান কারা প্রণয়ন করেন?

- গণপরিষদের সদস্যদের থেকে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল । তারাই সংবিধান প্রণয়ন করেছিলো |


এক্সটার্নাল-১ঃ গণপরিষদ ইংরেজি কী?

- স্যরি স্যার (Constituent Assembly হবে যেহেতু গণপরিষদের কাজই Constitution রচনা


এক্সটার্নাল-১ঃ আচ্ছা গণপরিষদ & জাতীয় সংসদের পার্থক্য কী?

- একটা দেশ যখন স্বাধীন হয় সংবিধান প্রণয়ন পর্যন্ত গণপরিষদ থাকে । সংবিধানের আলোকে নির্বাচনের পরে জাতীয় সংসদ গঠিত হয় ।


গণপরিষদ কবে থেকে কবে পর্যন্ত কার্যকর ছিল?

- 1972 সালের 23 শে মার্চ থেকে 1972 সালের 16 ডিসেম্বর (যদিও রাষ্ট্রপতি গণপরিষদ অধ্যাদেশ জারি করেন ২৩ মার্চ তবে এটি ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে কার্যকর বলে উল্লেখ করা হয়)


এক্সটার্নাল-১ঃ গণপরিষদের উত্তর কাছাকাছি, বের হয়ে সঠিকভাবে দেখে নিবেন |

এক্সটার্নাল-১ঃ স্যার, আমার সময় সম্ভবত শেষ!

চেয়ারম্যানঃ না, আরো একটা করতে পারেন |


এক্সটার্নাল-১ঃ আপনার পছন্দের জিনিস কী?

- আমি অনেক বেশি ভ্রমণ করতে পছন্দ করি (শুরু থেকে এমন প্রশ্নের আশায় ছিলাম যেহেতু ২৮৮ উপজেলা ভ্রমণ করেছি তাই ভৌগোলিক জ্ঞান ভালো, দেখলাম চেয়ারম্যান স্যার কিছু লেখলো, ভাবলাম পজেটিভ নিলো)


এক্সটার্নাল-১ঃ সুন্দরবন গিয়েছেন?

- জ্বি স্যার, পাঁচ জেলা দিয়েই সুন্দরবন গিয়েছি ।


এক্সটার্নাল-১ঃ সুন্দরবনের সাথে চট্টগ্রামে অঞ্চলের গাছের পার্থক্য কী?

- পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল চিরসবুজ, সুন্দরবনে ম্যানগ্রোভ বনাঞ্চল ।


এক্সটার্নাল-১ঃ আপনি তো জীববিজ্ঞান শিক্ষক । বলুনতো এগ্রিকালচার এবং ফরেস্ট্রির মধ্যে পার্থক্য কী বা কাকে বলে?

- এগ্রিকালচার হচ্ছে একটা সামগ্রিক বিষয় । ফরেস্ট্রি হচ্ছে এগ্রিকালচারের একটি একটি শাখা । এগ্রিকালচারের অধীনে ফরেস্ট্রি ছাড়াও আরো বিভিন্ন শাখা রয়েছে ।


এক্সটার্নাল-২- ম্যাডামঃ

 মনে করুন আপনাকে পুলিশ হিসেবে কোথায়ও নিয়োগ দেওয়া হলো | আপনি প্রথম কোন কাজটা করবেন?

- (এমন প্রশ্নে প্রস্তুত ছিলাম না) থানায় সংরক্ষিত অপরাধীদের তালিকা থেকে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করব।

এক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সহায়তা কীভাবে নিবেন?

- জিপিএস এর সহায়তায় অবস্থান নির্নয়ের চেষ্টা করবো |

চেয়ারম্যানঃ ঠিক আছে মাহবুব, তোমার ভাইভা শেষ হলো । কাগজপত্র নিয়ে যাও 


উল্লেখ্য, করোনা সংক্রান্ত কারণে বোর্ডে শুধু চেয়ারম্যান এবং দুইজন এক্সটার্নাল থাকে । রুমের ১ মাথায় চেয়ারম্যান এবং অন্য মাথায় প্রার্থী বসে । পিিএস,সি তে পূর্বে ভাইভা দেয়ায় তেমন মানসিক চাপ ছিলো না, মনে হলো ভাইভা নয় ফ্রেন্ডলি আলোচনা করে আসলাম | সময় ১৫ মিনিটের মত, সব প্রশ্ন মনে নেই।


অনেকে ভাইভা শেয়ার করতে বলে তাই অনেক সময় ব্যয় করে টাইপ করলাম এর মধ্যে ভুল হলে মাফ করবেন আর আমার জন্য দোআ করবেন ,

ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো