মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

FAMILY PLANING VIVA EXAM TIPS / পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীবার কল্যাণ সহকারী পদের ভাইবা প্রস্তুতির

চাকরি পরীক্ষার ভাইভা প্রস্তুতি

VIVA EXAM PREPARATION TIPS


তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষার ভাইভা প্রস্তুতি।



এই নোটটা শুধু মাত্র পরিবার পরিকল্পনার ভাইভার জন্য নয়, সকল চাকরি পরীক্ষার জন্য গহণ যোগ্য

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার পরে অনেকেই বলেছে ভাইয়া  লিখিত পরীক্ষার রেজাল্ট তো হল, এবার ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছু বলেন।

তো সেই ধারাবহিকথায় আমরা আজকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীবার কল্যাণ  সহকারী পদের জন্য ভাইবা প্রস্তুতির ও নির্দেশনা শেয়ার করব, আশা করি বিষয় গুলো ফলো করলে উপকারে আসবে, তো চলুন শুরু করা যাক।


প্রশ্নের উত্তর পর্বঃ

অনেকেই বলেছেন ভাইয়া লোক নিবে ১০৮০জন কিন্তু টেকালো ৭৬২১জন কারণ কি? এতো বেশি লোক টেকাল পদ সংখ্যা বাড়াবে কিনা?

আসলে এই সার্কুলারের মাধ্যমে যাদের নিয়োগ দেওয়া হবে তাদের জন্য অনেক শর্ত রয়েছে এবং অনেকেই টেকার পরেও এখানে যাবে না, তাছাড়া অনেক সমস্যা থাকার কারণে অপেক্ষমান তালিকা রাখার প্লান রয়েছে যার কারনে এতো বেশি মানুষ টিকিয়েছে।


ভাইভা পরীক্ষার প্রস্তুতির পূর্বে কিছু কথা বলা দরকার, নয়ত অসমাপ্ত থেকে যাবে বলে আমি মনে করছি।

মন দিয়ে পড়ার চেষ্টা করবেন টেনশন মাথা থেকে পালাবে।

আসলে এই ধরণের চাকরি পরীক্ষার জন্য আলাদা ভাইভা প্রস্তুতি বলে কোনো কিছু নেই, আর আপনি যতই প্রস্তুতিনেন কপাল খারাপ থাকলে  এক মিনিটের মধ্যে পরিবেশ পরিবর্তন হতে পারে আবার কপাল ভাল থাকলে সব আপনার অনুকূলে আসতে পারে, মানে সহজ হতে পারে।

আপনি প্রিলির জন্য যা পড়েছেন সেখান থেকেই প্রশ্ন করা হবে আর পার্সোনাল ভাবে তারা কিছু প্রশ্ন ধরত  পারে চিন্তা করার কিছু নেই সেই বিষয়ে আলোচনার আগ কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু বলে রাখি।

১) আপনাকে যেই প্রশ্ন করুক না কেনো আপনি সেটার উত্তর কতটা নরমাল ভাবে দিচ্ছেন বা সেই পরিবেশ কতটা কন্ট্রল করে আপনার পার্সোনালিটি ডেলিভারী করছেন সেটা তারা দেখবে, তাই প্রশ্ন সহজ বা কঠিন হোক সেটা বিষয় নয়।

২) যে প্রশ্ন তারা ধরবে সেটার  উত্তর এমন বাবে করুন যেনো তার রিলেটেড আরো প্রশ্ন করলে আপনি উত্তর করতে পারেন কারণ তারা প্রশ্নের উত্তর থেকে লেজ বের করে প্রশ্ন করতে ভালবাসেন আর যদি উত্তরটা জানা থাকে সেটাই সন্দর করে বলেবেন।

৩) প্রশ্নের উত্তর জানা না থাকলে আমতা আমতা করবেন না বা তাদের সাথে তর্ক করতে যাবেন না তারা যা বলবে তাই সঠিক বলে সম্মতি জানান । হয়তবা, হতে পারে, জানা ছিল, মনে নেই এমন বলার দরকার নেই। 

৪)  বোর্ডে ৩/৪ টা স্যার থাকতে পারে. যে স্যার প্রশ্ন করবে তার দিগে তাকিয়ে প্রশ্নের  উত্তর করবেন এবং অন্য স্যারদের প্রতি নজর রাখতে হবে।


এখন যে বিষয়ের উপর পড়াশোনা করবেন>>>>

০) নিজের নামের অর্থ  জানা থাকা জরুরী।

১)  নিজের সম্পর্কে কিছু বলার মতো প্রস্তুতি থাকতে হবে সেটা ইংলিশে বা বাংলায় হতে পারে।

২) নিজ জেলার ইতিহাস ও বিখ্যাত লেখক, ব্যাক্তি, মুক্তি যোদ্ধা, নদ নদী সম্পর্কে ধারণা থাকা লাগবে।

৩) বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রি সম্পর্কে  জানা থাকা লাগবে।

৪) সাম্প্রতি তথ্য জানা থাকা লাগবে।

৫)  পরিবার পরিকল্পনা সম্পর্কে গভীর ধরণা থাকা লাগবে।


সাধারন জ্ঞানে বেশি জোর দেন।

অনুবাদ  ধরতে পারে।

এই পেশায় আসতে চান কেনো?


নোটঃ পরিবার পরিকল্পনা রিলেটেড যে প্রশ্ন গুলো বিগত সালে এসেছে সেখান থেকে পরবিার পরিকল্পনা রিলেটেড প্রশ্ন গুলো ব্যাখাসহ পড়ে নিলে ভাল একটা ফিডব্যাক পাবেন।


 রিয়েলে ভাইভা দেখার জন্য এখানে ক্লিক করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।



ট্যাগঃ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভাইভা অভিজ্ঞতা ২০১৮

পরিবার পরিকল্পনা ভাইভা প্রশ্ন ২০২২

পরিবার পরিকল্পনা ভাইভা প্রশ্ন pdf

পরিবার পরিকল্পনা সহকারীর কাজ কি

পরিবার পরিকল্পনা নোটিশ বোর্ড

পরিবার পরিকল্পনা কত প্রকার

পরিবার পরিকল্পনা বিষয়ক সাধারণ জ্ঞান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

tnx for commet..

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো