প্রকৌশল অধিদপ্তরে অর্গনাইজার পদের লিখিত পরীক্ষার দুর্নীতির অভিযোগ ও ভিডিও ভাইরাল


আকে অনুষ্ঠিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অর্গনাইজার পদের লিখিত পরীক্ষার সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

LGED ORGANIZATION 



মূল টপিক্স লাল মাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলা কালিন সময়ে একটা ভিডিওি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সেখানে দেখা যায় এক পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ হওয়া পরেও পরীক্ষার হলে ওয়েমারসহ অবস্থান করে  এবং পরীক্ষা দেয়।

পরীক্ষার্থীরা এক সময় বাধা দিলে মুখে ঝামেলার সৃষ্টি হয় এবং সেই দৃশ্য ভিডিও ধারন করে সমাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার সাথে সাথে ভাইরাল হয়ে যায়।


শিক্ষার্থীরা জানান পরীক্ষার সময় এক ঘন্টা পার হবার পরেও পরীক্ষা দেয় অতিরিক্ত ১৫ মিনিট, যা কোনো আইনের মধ্যে পরে না।

শিক্ষার্থীরা জানার আমরা প্রতিবাদ করাতে ম্যাডাম ঐ দুই শিক্ষার্থীর প্রশ্ন না নিয়ে রুম ত্যাগ করেন।




অনেক শিক্ষার্থী মনে করছেন এটা স্বজনপ্রিতির প্রধান কারণ নয়ত পরীক্ষার হলে সবার সমান অধিকার থাকত, তারা আরো জানান এভাবে আমাদের নিয়ে এসে আনুষ্ঠানিকতার কি দরকার।




ভিডিও ক্লিপ



সকল সঠিক আপডেট পেতে আমাদের সাথে থাকুন

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন