সমবায় অধিদপ্তর, অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান / office helper quetion

                          সমবায় অধিদপ্তরের প্রশ্ন সমাধান

                          
                          পদঃ অফিস সহায়ক

পূর্ণমানঃ ৫০

     সময়ঃ ৫০ মিনিট

          তারিখঃ ০৯/০৬/২০২৩ 


সমবায় অধিদপ্তর এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান

সাধারন জ্ঞান অংশের সমাধান

1.১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য ছিল?

    ৫১


2. আজ বাংলা সনের কত তারিখ?

     ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০


3.BIMSTEC কোন ধরনের সংগঠন?

অর্থনৈতিক


4. বাংলাদেশের কোন জেলায় উপজেলার সংখ্যা সবচেয়ে বেশী?

কুমিল্লা


5.সবচেয়ে বেশী লিচু উৎপন্ন হয় কোন জেলায়?

দিনাজপুর


6. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক রচিত গ্রন্থ কোনটি?

পদ্মরাগ


7. কোনটি সমার্থক শব্দ নয়?

গুজব


8. নিচের কোনটি সঠিক বানান?

অপরাহ্ণ


9. 'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

নবৈ+ইক


10. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?

আনন্দময়ীর আগমনে


11. 'ঘটিরাম' বাগধারাটির অর্থ কি?

অপদার্থ


12.'ভুত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ভবিষ্যৎ


13.বাংলা ভাষাই ব্যবহৃত ধ্বনি কত প্রকার?

2 প্রকার


14.'আনারস কোন ভাষা থেকে আগত শব্দ?

উদাসীন


17."উচিত নয় যা"-এক কথায় প্রকাশ কোনটি?

অনুচিত



ইংলিশ অংশের সমাধানঃ

18. He is ______ FRCS.

an


19. What is masculine form of the word "Bee"?

Drone


20. Choose the correct sentence-

He speaks English like the English


21. Identify the Noun form of the word "Simple"-

Simplicity


22. Which one is incorrect spelling?

Mispell


সব সময় সঠিক আপডেট, প্রশ্ন সমাধান ও সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল job helpline bd ফলো করতে পারেন


23. "পাঁচটা বাজতে ১০ মিনিট বাকি -বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?

It is ten minutes to five


24. 'Out and out' means-

Thoroughly


25. I would like to---- this place.

had left


26. What is the plural form of "Louse"?

Lice


27. She is good----- English.

at


28.What is the antonym of the word "Apex?

Bottom


29. What is the passive form of "Do it?

Let it be done


30.x2 + 2xy এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

2xy


31. ৭ ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত?

প্রশ্ন সমাধানে কনফিউশন


32. x ও y এর মানের গড় ৯ এবং Z=12 হলে x,y এবং Z এর মানের গড় কত?

১০


33. ১ থেকে ১০০ পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত?    

34.১ ইঞ্চি= কত সেন্টি মিটার?

২.৫৪


35.৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের যোগফল ৬০ বছর। বর্তমানে পুত্রের বয়স ২০ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

৫০ বছর


36. একটি ত্রিভুজে সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে?

১টি


37.

একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?

অসংখ্য


38.

৩০ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

৫টি


39.

x+y=6 হলে xy এর বৃহত্তম মান কত হবে?

9


40.

(a+b)2 ও  a2 -b2 এর গ.সা.গু. কত?

a+b


41.

বাৎসরিক শতকরা ১২.৫০ টাকা হারে ১০০০ টাকার ২ বছরের মুনাফা কত টাকা হবে?

২৫০ টাকা


42.

সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল?

গৌড়


43.

অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

হোসেন শহীদ সোহরাওয়ার্দী


44.

UNESCO কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়?

১৭ নভেম্বর ১৯৯৯


45.

ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় কোন সনের কত তারিখে?

৭ জুন ১৯৬৬


46.

কত তারিখে মুজিবনগর সরকার পঠিত হয়?

১০ এপ্রিল ১৯৭১


47.

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন?

হুমায়ুন রশীদ চৌধুরী


48.

বাংলাদেশের সামরিক যাদুঘর কোথায় অবস্থিত?

বিজয় সরনি, ঢাকা


49.

রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন?

ইয়াসির আরাফাত


50.

দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়?

বাফার রাষ্ট্র



আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন