[ NTRCA ] শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ( স্কুল পর্যা-২ এর নিয়োগ প্রস্ততি )

  শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আজকে আমরা চূড়ান্ত ভাবে কথা বলব।

এখানে বিশেষ কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করবো, বিষয় গুলো খেয়াল করে পড়াশোনা করলে আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন তো চলুন শুরু করা যাক।


নিবন্ধন পরীক্ষা নিয়ে ব্যাসিক প্রশ্নের উত্তরঃ

এবার নিবন্ধনের লিখিত পরীক্ষার সিলেবাসের পরিবর্তন হয়েছে যার কারণে একটা প্রশ্নে অনেক গুলো সাবজেক্টএর  পরীক্ষা হবে। আর আপনার আবেদনকৃত কপির সাথে আপনার বিষয় কোড মিলিয়ে পরে প্রস্তুতিনিন নয়ত সব বিফলে যাবে।


আমরা নিবন্ধন পরীক্ষার একটা প্রশ্ন ও উদাহরণ নিয়ে বলি হয়ত টের পাবেনঃ

ক্রমিক ৫- এর সহকারী শিকক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা একটা প্রশ্ন পত্রে অনুষ্ঠিত হবে,

সামাজিক বিজ্ঞান পদে সাতটি বিষয়ের প্রশ্নপত্র এক প্রশ্নে পরীকাক্ষা নেওয়া হবে।

অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সংস্বৃতি, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ , সমাজকর্ম, ভূগোল , পরিবেশবিজ্ঞান এই সকল সাবজেক্ট এর পরীক্ষা এক প্রশ্নে করা হবে।


আমরা এখন স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলবঃ

এখানে মোট নাম্বার থাকবে ১০০

পরীক্ষার্থীরা সময় পাবে ৩ ঘন্টা

এখানে বিগত সালের প্রশ্ন দেখলে বুঝবেন কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে সেই অধ্যায় গুলো বার বার রিভিশন দিতে হবে এবং ভালো করার জন্য দ্রুত হাতের লেখার অভ্যাস থাকতে হবে কারণ নাম্বার কম কিন্তু প্রচুর লিখতে হয়।


ট্যাগঃ

নিবন্ধন পরীক্ষার প্রস্ততি,

লিখিত পরীক্ষার প্রস্তুতি,

লিখিত পরীক্ষার সাজেশন,

লিখিত পরীক্ষার জন্য কি ভাবে প্রস্তুতি নবেন।
মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

[পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

[ সিভিল সার্জন কার্যালয় ] নিয়োগ পরীক্ষার সাজেশন / প্রশ্ন প্যাটার্ন / মান বণ্ঠন / সার্কুলার / সাস্থ্য সহকারী পদের কাজ কি?

( সিভিল সার্জনের কার্যালয়) স্বাস্থ্যসহকারী পদের প্রশ্ন সমাধান

ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের প্রশ্ন সমাধান, wayman post quetion solution

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিয়োগ সহায়িকা বই / বিগত সালের প্রশ্ন সমাধা ও সাজশেন