মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮

প্রাইমারির নিয়োগ পরীক্ষর প্রশ্ন কমন পাচ্ছেননা? গোপন সূত্র দেখুন

প্রাইমারিতে নিয়োগ পরীক্ষায় যারা প্রশ্ন কমন পাচ্ছেননা এই দিগে আসেন
আজকে মাথায় ডুকিয়ে দেবো 

 বিস্তারিত আলোচনা করবো, প্রশ্ন কমন পরে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো শুধু মন দিয়ে লেখাটা পড়বেন।

 ভাইয়া আমার মাথা কাজ করেনা এত পড়ি প্রশ্ন কমন পরেনা কেন? 

যেখান থেকে প্রশ্ন আসে সেই সর্ট জায়গা আপনার চেনা নেই তাই
 টেবিলে আঠা লাগিয়ে পড়লেও কাজ হবে না। 

যারা প্রিভিয়াস, বিশেষ করে BCS, প্রাইমারি, নিবন্ধের প্রশ্ন শেষ করেছে তারা বলবেন 
কথা গুলো সত্য কিনা।

আর কতটা প্রশ্ন কমন ছিলো সহকারি পদে নিয়োগ:
সেট নং ৪২২৯,২০১৪ এর ২০১৮ সালের exam হওয়া একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো।


নোট: সমাধান গুলো আগে দিয়ে ছিলাম তাই আজকে প্রশ্ন গুলো এবং কোন এক্সামে আসছিল তা উল্লেখ করলাম।



BCS=B,

প্রাইমারি=P,

 নিবন্ধন=N
থেকে কমন পাওয়া প্রশ্ন গুলো হলো;

১) ঢাকার প্রথম রাজধনী স্থাপন করে কে? 

২) he was hanged for murder.♥(B+P)
নোট: আমি মনে রাখতাম মানুষ man তাই hunged না হয়ে hanged হবে, (বানান)


3) প্রচীন এর বিপরীত অর্থ কি? (B)

৪) প্রচীন বাংলার প্রথম নরপতি কে? 

৬) বৃষ্টি পরে টাপুর টুপুর, 

৭) বাংলার প্রাচীন জনপদের নাম কি? 

৯) diamond cats to diamonds (N) 

 10) বরনের যোগ্য এক কথায়।

 ১১) correct,,,,,, u he and I are present, প্রশ্নটা কত এক্সামে আসছে হিসাব ছাড়া।

 rule 123.231

 12) সব চেয়ে বড় সংখ্যা কোনটি (P

 ১৩) একাদশে বৃহস্পতি(N)

♥14) meaning /synonym, precedence(B+P+N)প্রশ্নটা explain ও আছে।

15) spelling 2 টাই কমন ছিল BCS থেকে,

১৬) I HAVE TO DO IT (P) 

17) কচু বনের কালাচাঁদ ( হাজার বার এসেছে চাকরি পরীক্ষাতে)

 ১৮) জহির রায়হানের উপন্যাস কোন টি? (N)

 ১৯) PRIOR TO MEANS(B+P+N) 

২০) বাদুর অন্ধকারে চলে কি করে? 

২১) বীর শ্রেষ্ট নয় কে?

( ৭ জন বীরশ্রেষ্ট জীবনী জানতেই হবে) 


২২( এক মাত্র নারী বীর প্রতিক কে? (B+P)

২৩) জাতি সংঙ্গের অঙ্গ সংস্থা নয় কোনটি ( হাজার বার এসেছে) 

২৪) যা কথায় বর্ণনা করা যায়না এক কথায় প্রকাশ করুন,

২৫) কোনটি সবচেয়ে বড় ডাটার একক? 

২৬) লোক সাহিত্য কাকে বলে? 

২৭) empty vessel sound much. এই প্রশ্নটা প্রাইমারিতে ১০১৮ তে ২ বার এসেছে, 

২৮) বাংলাদেশের সবচেয়ে করস্রোতা নদী কোনটি? 

২৯) বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট জয়ের মেয়ে কে? 

৩০) কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? ২টা ভারত,মেয়ানমার 

৩১.I frefer tea,,,,,,,,coffee.  

৩২) ক্লোন ভেড়া, 

৩৩) among কোথা বসে

এছাড়াও সমাস কারক, শব্দের অর্থ সহ ১২ টা প্রশ্ন এখান থেকেই কমন ছিলো (BCS) 

আর ম্যাথ থেকে মাত্র ২ টা প্রশ্ন বিগত ৩ টা গ্রুপ থেকে কমন আসেনি আর সবগুলো প্রাইমারির প্রিভিয়াস থেকে কমন ছিল।

মানে সাম্প্রতিক ২টা r অংক ২টা প্রশ্ন বাদে বাকী ৭৬ টা প্রশ্ন হুব হু্রি প্রিভিয়াস থেকে প্রশ্ন অপশনসহ কমন ছিল, 

 যদি না পড়া থাকে তাহলে কমন কি করে পাবেন। 
একই প্রশ্ন বার বার আসছে অথচ পড়া নেই সারা বছর কি পড়ব? কই সাজেশন পাবো?
কে সাহায্য করবে এটা না ভেবে আমার মনে হয় টেবিলে তিনটা মাস ৩ টা গ্রুপের প্রশ্ন শেষ করে দেখুন পাস করতে পারবেন।

সাজেন
 BCS প্রশ্ন গুলোর সব ভকাবুলারি, রুল সহ সব প্রশ্ন গুলো জব সলুশনে বিস্তারিত দেখুন টানা মুখুস্ত করুন।
BCS অয়ন ভায়ের একটা ক্লাস করেছিলাম তিনি বলেছিলেন বর্তমান মুখস্ত করার অভ্যাস একটা বড় সম্পদ।

সকল সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল job helpline bd  পাবেন।

ধন্যবাদ ভালো থাকবেন

ভাইবা পরীক্ষার সাজেশন । viva personal note for job exam

চাকরি পরীক্ষার ভাইবা দেবার জন্য আমি পারর্সোনাল ভাবে এই নোটটা সাজিয়ে ছিলাম,
ভালো লাগলে খাতায় নোট করে রাখুন কাজে দিবে।




 Start: gratitude (কৃতজ্ঞতা প্রকাশ করবেন।
দুই ভাবে প্রকাশ করতে পারেন,
 thank you sir/ thank you sir for opportunity to say something about myself.


Name: আপনার নাম দুইভাবে বলতে পারেন।
I am Mohammad sujon Islam / my name is Mohammad sujon islam 


নোট: কোন সংখিপ্ত রুপ ব্যবহার করবেননা plz, 
যেমন আপনি কোন অফিসের MD নয় তাই Mohammad বলবেন) যে ভাবে বলা উচিত নয়, 
it is md sujon/ this is md sujon কারন এগুলো informal ছাড়া অহংকারী ভাব প্রকাশ করে।


 place : আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন দুইভাবে বলতে পারেন I'm from sirajgong /I belong to sirajgong বর্তমান ঠিকানা বলার জন্য currently/at present/I'm staying at sirajgong যে ভাবে বলা উচিত নয় I have come from sirajgong.


family সম্পর্কে বললে বলবেন: as per my family background concerned. we r for 4 ( আপনার টা বলবেন) member in my family.
we r two siblings & I'm the elder/youngest soon.
my father's name is Mohammad ( নাম) he is a ( পেশা) my mother's name is musammad ( নাম ) she is a (পেশা) , educational qualification.
 I obtain secondary school certificate from gurka adarsha high school ( সাল ) after that I got myself admitted government Edward college pabna. her I completed my graduation & post graduation in marketing, ( pass না বলে obtain বলবেন কারণ SSC/HSC certificate pass করা যায় না exam pass করা যায় তাই obtain/achieve/earn/ receive শব্দ গুলো ব্যবহার করতে পারেন, আর pass যদি বলতেই চান তা হলে SSC/HSC কথাটির পরে এক্সাম কথাটি উল্লেখ করবেন professional qualification থাকলে বলতে পারেন, যেমন আমি BL ecar a 6 month কাজ করেছি এটা বলেছি।


 আপনার শখ বা বিশেষ কিছু প্রকাশ করতে পারেন।
যেমন I have great deal of interested in music/watching movies/playing cricket/cooking/reading book etc ( আমি বলি fb তে post করতে আর বাঁশি বাজাতে ভালবাসি ) আর হা বাড়তি ভাব নিলে বিপদ হতে পারে যেমন reading book এখানে কোনো বই সম্পর্কে প্রশ্ন করতে পারে তাই মিথ্যে বলবেন না।

human attributes : আপনার মধ্যে থাকা গুনাবলি প্রকাশ করবেন।
 যেমন as a personal note I would like to say that I'm a self motivated person with positive attitudes, Im looking for a job where I can show my expertise in the best meaning way.

 Ending ( সমাপ্তি ): that is all about my self, sir u want to know anything specific or anything else about me, I would glad to answer you, , post) গুলো যদি একটু ভালো লাগলে বা  যদি মনে করেন উপকার পেলেন তাহলে ফলো করে রাখতে পারেন।

ধন্যবাদ..

প্রশ্ন ফাঁদ: বিসিএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষা ভাল দিবেন কিন্তু পাস করতে পারবেন না

একজন রিয়েল চাকরি প্রার্থী হলে মন দিয়ে লেখাটা পড়েন আশা করছি এর পরে কম স্কোর পেলেও আগামী পরীক্ষাতে টিকতে পারবেন এবং এমন ভুল আর হবে না।

 

1. বিসিএস পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ

 

1. চাকরি পরীক্ষায় ভাল করার সাজেশন

 

1. চাকরি পরীক্ষার নিয়োগ প্রস্তুতি

 

BCS job exam final suggetion

প্রশ্ন ফাঁদ: বিসিএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষাঃ ভাল পরীক্ষা দিবেন কিন্তু পাস করতে পারেবন না,  

১। একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?

ক) চর্যাপদ খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য গ) ডাকার্নব ঘ) লাইলি মজনু

 

২। I am Happy এর বাংলা অর্থ কী?

ক) আমি সুখি খ) আমি সুখী গ) আমি হ্যাপি ঘ) আমি হয় সুখী।

 

৩। রেড হাউস হল গাড় লাল রঙের ঘর, ইয়েলো হাউস হল হালকা হলুদ রঙের ঘর, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি কিন্তু হলুদ রঙের কম। গ্রীন হাউজ হল

ক) গাড় সবুজ রঙের ঘর খ) হালকা সবুজ রঙের ঘর গ) কাচের ঘর ঘ) কাচের সবুজ রঙের ঘর।

 

৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন নিউইয়র্কে "কনসার্ট ফর বাংলাদেশ " এর প্রযোজনা করেন কারা?

ক) জর্জ হ্যারিসন ও এলেন ক্ল্যাইন খ) জর্জ হ্যারিসন ও পন্ডিত রবি শংকর গ) পন্ডিত রবি শংকর ও এলেন ক্ল্যাইন ঘ) জর্জ হ্যারিসন ও ইয়ভগেনি ইয়েভ।

 

৫। মুক্তিযুদ্ধের সময় আমেরিকার পাঠানো সপ্তম নৌবহরের সমন্বয়ে কী গঠন করা হয়েছিল?

ক) টাস্কফোর্স ৫২ খ) টাস্কফোর্স ৭১ গ) টাস্কফোর্স ৫৪ ঘ) টাস্কফোর্স ৭৪

 

৬। বাংলাদেশের প্রথম বিদ্রোহী কবি কে?

ক) মাইকেল মধুসুদন দত্ত খ) কাজী নজরুল ইসলাম গ) সুকান্ত ভট্টাচার্য ঘ) রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ

 

৭। জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য কতটি আসন রয়েছে?

ক) ৩৫০ খ) ৩৫৪ গ) ৩০০ ঘ) ৪০০

নোটঃ পড়েন কম কিন্তু মনে রাখার মতো পড়েন নয়ত সব কমন পাবেন কিন্তু পাস করতে পারবেন না সকল সাজেশন আমাদের চ্যানেলে পাবেন ধন্যবাদ....

১০ সেকেন্ডে সর্ট নিয়মে অংক করার টেকনিক

10 সেকেন্ডে সর্ট নিয়মে অংক করার টেকনিক
 অংক করার সহজ কৌশল


  প্রশ্ন )  সুদের হার কত টাকা হলে যে কোন মূলধন 8 বছরে সুদে-আসলে 3 গুন হবে?

  উত্তরঃ  দের হার=100*200÷100*8=25% 



 প্রশ্ন )  একটি ছাত্রাবাসে 15:জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে।কয়েক দিন পরে নতুন ছাত্র আসার কারনে ঔ খাদ্য 20 দিনে শেষ হয়ে গেলে নতুন ছাত্রের সংখ্যা কত?
উত্তরঃ   15*32÷20=24


প্রশ্ন )  যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবেনা?
উত্তরঃ  5*100÷125=20% 



প্রশ্ন )  একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে?
 উত্তরঃ  6*100÷50=12 


একটি সংখ্যার 3গুনের সাথে 2গুণ যোগ করলে 91 হয় সংখ্যাটি কত?
91÷5=18.2 

 
একটি কোনের সমষ্টি 280 ডিগ্রি। 4র্থ কোণ কত?
360-280=80 


১টি ত্রিভুজের 2টি কোণ যথা ক্রমে 50 ও 68 হলে 3য় টি কত হবে?
180-50+68=62

একটি বর্গ ক্ষেত্রের পরীসিমা 120 ফুট। প্রত্যেক বিহুর দৈর্ঘ্য কত?

আমরা জানি বর্গ ক্ষের পরিসীমা 4ক অথএব

120÷4=30 

12 এর কত শতাংশ 18 হবে?
 ..12x÷100=18..বা..১00÷12=150 , 


একটি জিনিস 126 টাকায় ক্রয় করে কত টাকা বিক্র করলে 10% লাভ হবে?
110*126÷100=138.3

কোন পন্যের পূর্ব মুল্যঃবর্তমান মূল্য =5ঃ7 শতকরা মূল্য বৃদ্ধির পরিমাপ কত?
7-5=2 হলে,,,,,2*100÷5=40% 

, নিয়মিত post গুলো পেতে flow করুন, আর নিয়মিত 12 টা সর্ট নিয়ম অংক post করবো
  আমার নিয়মিত পাঠককে ধন্যবাদ

জেনে নিন শতকরা হিসাবের ম্যাজিক

 যে কোন শতকরা হিসাব নিকাশ করে ফেলুন মাত্র এক সেকেন্ডে

১. সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০ ২. সময় = (১০০ x সুদ) / আসল x সুদের হার)

২. সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়) ৪. আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার)

 উদাহরণ দেখুন
১। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে ১২০০ টাকায় ৪ বছরের সুদ কত?
সমাধানঃ সুদ = (সুদের হার x আসল x সময়) / ১০০ =(৬X১২০০X৪)/১০০ টাকা =২৮৮ টাকা



২। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত বছরে ১২০০ টাকায় সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ সময় = (১০০ x সুদ) / (আসল x সুদের হার) =(১০০X২৮৮)/(১২০০X৬) বছর =২৮৮০০/৭২০০ বছর =৪ বছর


৩। শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ সুদের হার = (১০০x সুদ) / (আসল x সময়) =(১০০X২৮৮)/(১২০০X৪) টাকা =২৮৮০০/৪৮০০ টাকা =৬ টাকা

৪। শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত টাকায় ৪ বছরের সুদ ২৮৮ টাকা হবে ?
সমাধানঃ আসল = (১০০ x সুদ) / (সময় x সুদের হার) =(১০০X২৮৮)/(৪X৬) টাকা =২৮৮০০/২৪ টাকা =১২০০ টাকা ৫। 

মাত্র কয়েক সেকেন্ডে উত্তর বের করেন নিচের মত শতকরা অংকের- 
ক) ২০% এর ৫০? = ১০ (২ *৫ = ১০) 
খ) ১২৫ এর ২০% কত? = ২৫ (১২.৫*২=২৫) গ) ১১৫২৫ এর ২৩% কত? = ২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫ → 
অংকের কিছু ট্রিক্স জানলে MCQ এর সময় বসে মাথা চুলকাইতে হয় না। → সুবিধামত পড়তে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

প্রাইমারি, কলেজ নিবন্ধন, হাই স্কুল নিবন্ধন, পরিবার পরিল্পনাসহ বিভিন্ন চাকরির জন্য একটা বই পড়েন

প্রাইমারি, কলেজ নিবন্ধন, হাই স্কুল নিবন্ধন, পরিবার পরিল্পনাসহ বিভিন্ন চকরি পরীক্ষার প্রিলি পাস করার জন্য একটা বই বই যথেষ্ট।

কোনো কিছু শুরু করার আগে সব উল্টাপাল্টা মনে হয়,
এটা শুধু আপনার কাছেনা সাবার কাছেই,
কাজ আপনাকে গুঁছিয়ে নিতে হবে কাজ আপনাকে গুছিয়ে দিবেনা।
পড়াত সবাই পড়ে কাজের পড়া কয়জন পড়ে? বতর্মান যুগে টেকনিক ছাড়া না পড়লে সারাজীবন পড়লেও একটা পার্ট শেষ করতে পাবেন না।


এবার আসল কথা বলিঃ 
English for commpitive exam, mp3, অ্যাসিওয়ারেন্স, সাহিত্য জিঞাসা,
ওরাকল, প্রফেসর্স, লালনীল দ্বীপাবলি, জ্ঞান কোষ, নতুন বিশ্ব, GRE, letarary অকে বই বাজারে আছে, এত বই কি সত্যি পড়ে শেষ করা সম্ভব?

 যে, এই সবগুলো বই পড়েছে তাকে বলেন যে বিগত প্রশ্ন গুলোই সাজানো, না নতুন কিছু তার মধ্যে আছে? যেমন mp3 math বইটা সবাই পড়ে আবার English mp3 টা সবাই পড়ে, আর যারা BCS পেয়েছে তাঁরাত English for commpitive বইটা গিলে খেয়েছে,

সবগুলো বইয়ে বিভিন্ন সালের প্রশ্ন গুলো সাজানো আছে শুধু বুঝেবুঝে সমাধান করা,

প্রফেসর্সের নিবন্ধন গাইটটা দেখুন আবার প্রথমিক শিক্ষক নয়োগ গাইটটা দেখুন সব একই সালের প্রশ্ন ছাড়া কিছুই নেই, আবার কারেন্ট অ্যাফেয়ার্স যার কাছে ৩০টা আছে তাঁকে বলেন ঘুরে, ফিরে একতাই, শুধু প্রতি মাসের আপডেট দু্ই পাতা আলাদা।

ক্লাস পরীক্ষাতে যদি পাঠ্য বই সবটুকু শেষ করতে না পারি মনে হয় কি পড়লাম কি submit করবনে exam হলে ঠিক তেমনি কোন বই প্রথমে শেষ করুন তার পরে দেখবেন মনের মাঝে একটা কনফিডেন্স আসবে। শুধু বই কিনে সাজিয়ে রাখলে আর ভাবতে ভাবতে সময় শেষ যে, কোথায় থেকে শুরু করব? কার কাছে যাব? বুঝতে পারছিনা।

পড়তে শুরু করুন একটা সময় নিজেই বুঝবেন কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন আর কোনটা ধরতে হবে, 

বই সাজেস্টঃ
আমি মনে করি সব বইয়ের দাদা হল প্রফেসর্সের জব সলুশন।

এখানে সব সালের প্রশ্ন সুন্দর করে সাজানো আছে, ব্যাখ্যা করা আছে,
একটা প্রশ্ন থেকে ১০টা প্রশ্ন ও শব্দের মানেসহ সব জানা যায় আর যেই বই পড়েন না কেন আমার সাথে মিলিয়ে দেখতে পারেন যে আমি কি ভুল না সত্যি বললাম।
পরীক্ষা করে দেখতে পারেন যে সব বই একই, শুধু উপস্থাপনা আলাদা হতে পারে।

নোট: বইটা আবার রিটেনের জন্য বিশাল উপকার করে ব্যাখ্যা থাকার জন্য, বইটা যে A to Z ( আপাদ মস্তক) পড়বে সে সব কমন পাবে।

কোচিং করতে গেলে দেখবেন ছাত্রদের কারণে, বিশেষ করে মেয়েদের কারণে জায়গা নেই বসার, কোচিং সেন্টার গুলোতে, 250000 হাজার পরীক্ষা দিয়ে টেকে ১৭ হাজার, কি কোচিংরে বাবা,
ওখানে স্যারেরা পড়া গুলিয়ে খেইয়ে দেয়না বরং নিজের পড়া নিজেরি পড়তে হয়।

( আমি কোচিং বিশ্বাস করি না ) বই কিনে ধরতে খারাপ লাগে নষ্ট হয়ে যাবে থাক টেবিলে,
যারা আমার বই গুলো দেখেছে তাদের মধ্যে অনেকে বলে সুজন ভাই আপনার বই এত ছেড়াফারা কেন?
আর বই পড়ব এত দাগাব কেন? আরে বই কি নতুন রাখার জন্য কিনেছি? নাকি বই দেখলেই যেনো মনে হয় পড়েছি বই। যারা সফল হয়েছে তারা একটু আলাদা, মানে পড়াসোনা করে করে বুঝে গেছে যে, কোন প্রশ্ন গুলো আমার জন্য exam হলে সাজিয়ে রাখবে psc, for example conditional sentence যেখান থেকে প্রশ্ন আসবেই, আবার শতকরা, মাথা পিছু আয়, এসব টেকনিক যদি না জানা থাকত তবে প্রাইমারিতে 80 তে ৬৮ বা ৭০ পেতনা, আমার স্যার ওদের জ্বীন বলে, তাই বলব নিজের পথ নিজে দেখুন কেউ পাশে দ্বারাবে না  আর কিছু পেতে হলে লজ্জা না করে যে জানে তার কাছে জানতে চান মনে করব আমরা প্রাইমারিতে পড়ি, মেধা দিয়েও চাকুরি হয়। হাজার হাজার প্রমাণ শুধু প্রয়োজন নিজেকে শক্ত করে তৈরি করা আশে পাশে 10 জনের থেকে আলাদা করে নিজেকে প্রস্তুত করা।

কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আর আমদের  ইউটিউব চ্যানেল job helpline bd এর সদস্য হতে ইউটিউবে গিয়ে সার্চ করুন।

   আমার নিয়মিত পাঠককে ধন্যবাদ।

প্রাইমারি চাকরি পেতে কত নাম্বার পেতে হবে?

যারা প্রাইমারির চাকরি পরীক্ষা দিবেন তাঁদের রিকুয়েস্ট করবো এই লেখাটা আপনার জন্যই আশা করি আপনার প্রশ্নের উত্তর পাবেন। , আমি অনেক ব্রিলিয়ান্ট ছাত্র দেখেছি যাদের প্রশ্ন ধরামাত্র ঠাস ঠাস করে উত্তর বলে দেয় কিন্তু পরীক্ষার হলে গোল্লা পায়। শুধু পড়াশোনা করে মাথার মধ্যে পুরো বই তুলে রাখলেই ভালো ফলাফল করা যায় না চাকরী পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় না, টেকনিক ছাড়া সারা জীবন পড়বেন কোন সাবজেক্ট এর একটা পার্ট শেষ করতে পারবেন না, আজকে আপনাদের একটা বিষয় নিয়ে ধারণা দেব যে সর্বোচ্চ পড়েন কিন্তু পরীক্ষার হলে ভালো করতে পারেন না কেন? পরীক্ষার হলে ঢোকা মাত্র মাথায় কি যেন হয় আর প্রশ্ন হাতে পাওয়া মাত্র যারা পড়ে তাদের কমন কিন্তু কিছুক্ষণ পরে কনফিউশন ক হবে না খ হবে আর মনে পড়ছে না, যারা সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নিয়েছে তারা সর্বোচ্চ পরিমাণ 65/70টা পারবে এর বেশি পারবে না কিন্তু সে মনে করবে আমার চেয়ে মনে হয় আরো অনেকে অনেক বেশি নাম্বার পাবে তাই কনফার্ম ৬5 নাম্বার বাদ দিয়ে কনফিউশন গুলো ঘষে দিলেন আপনার মাইনাস মার্ক আসা শুরু হল আর যখন স্টুডেন্টরা কার্টস মার্ক পাওয়ার জন্য 65 পর্যন্ত ঘষে আর না ঘষে তাদের সিরিয়ালের নাম গুলো আগে দেখা যাবে, এখানে মনে রাখতে হব যে প্রশ্ন আমার কাছে কঠিন হলে সবার কাছেই কঠিন হবে আর সবাই 100 মধ্যে 100 পাবে না, , তাই বলব যে আমি যা না জানি তার সুফল পাওয়ার আকাঙ্ক্ষা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। , সবাই আপনার থেকে কম প্রস্তুতি নিতে পারে এটা মনে রাখুন . বাকি কথা পরে হবে,, sorry সব টুকু বলতে পারলাম না

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি সর্ট সময়ে সিলেবাস ধরে

 

প্রাইমারি চূড়ান্ত সাজেশন

 

প্রাইমারির নিয়োগ প্রস্তুতি

 

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস

 

primary job exam tipc

গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

 বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

বেশি সার্চ করা পোস্ট গুলো