শনিবার, ২৪ জুন, ২০২৩

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ / পদ সংখ্যা ২০০০+ / সার্কুলার কেবে দেবে?

 মাধ্যমিক বিদ্যালয়েরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ কে দেবে?

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন করার যোগ্যতা ‍কি লাগবে?

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা কে নেয়?

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কতজন দেবে?

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতি কি বা কত ধাপে নিয়োগ পরীক্ষা হয়?

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের কি আলাদা সাবজেক্ট ছাড়া শিক্ষক হওয়ার সুযোগ আছে?


প্রতিটা প্রশ্নের উত্তর আমরা এখানে যোগ করব


আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

রবিবার, ১৮ জুন, ২০২৩

শনিবার, ১৭ জুন, ২০২৩

National Security Intelligence (NSI) Exam Question Solution

National Security Intelligence (NSI) Field Staff  2023

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর ফিল্ড স্টাফ/ওয়াচার কনন্টেবল পদের প্রশ্ন সমাধান।


  • প্রতিষ্ঠানের নামঃ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI)
  • পরীক্ষার তারিখঃ ১৬ জুন ২০২৩ 
  • পদের নাম: ফিল্ড স্টাফ (ওয়াচার কনস্টেবল)
  • পূর্ণমানঃ ১০০.
  • প্রশ্ন ছিলঃ ৮০টি ।
  • ভুল উত্তরের জন্যঃ .২৫ মার্ক কাটা যাবে।
  • পরীক্ষার পূর্ণ সময়ঃ ১ ঘণ্টা।
  • Exam Type: MCQ.


  •                        
    বাংলা অংশের সমাধানঃ

    ১। ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত –
    উত্তর: গ. উপন্যাস



    ২। ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি কে লিখেছেন?
    উত্তর: খ. সৈয়দ ওয়ালীউল্লাহ



    ৩। ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
    উত্তর: খ. বন্দী শিবির থেকে


    ৪। ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ – এই গানটির রচয়িতা কে?
    উত্তর: ক. আব্দুল লতিফ


    ৫। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?





    ৬। সিক্ত নীলাম্বরী- রেখাঙ্কিত পদের নাম কী?
    উত্তর: ক. বিশেষ্য


    ৭। ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি’ এটি কোন ধরনের বাক্য?
    উত্তর: খ. জটিল



    ৮। কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ নয় কোনটি?
    উত্তর: খ. কেষ্টা


    ৯। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
    উত্তর: গ. পর + পর = পরস্পর


    ১০। ‘লবণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ –
    উত্তর: খ. লো + অন


    ১১। ‘অধর পল্লব’ কোন সমাসের উদাহরণ?
    উত্তর: গ. কর্মধারয়


    ১২. “ব্যায়ামে শরীর ভালো থাকে” এ বাক্যে ‘ব্যায়ামে’ কোন কারকে কোন বিভক্তি?
    উত্তর: ক. করণে ৭মী


    ১৩. ‘যা অধ্যয়ন করা হয়েছে – এক কথায় কি হবে ?
    উত্তর: খ. অধীত


    ১৪. যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে –
    উত্তর: গ. অবিমৃষ্যকারী


    ১৫. ‘Editor’ শব্দের সঠিক পরিভাষা কোনটি?
    উত্তর: খ. সম্পাদক

    আমরা সব সময় চেষ্টা করছি চাকরি প্রাথীদের চহিদা মতো পোস্ট আপলোড করতে আমাদের সাথে থাকুন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন।


    ইংরেজি অংশের সমাধানঃ

    ১৬. The Principal took the round in the college. Here ‘Round’ is a/an-
    উত্তর: a. Noun


    ১৭. The doctor who treats cancer is a/an-
    উত্তর: C. Oncologist


    ১৮. I have never seen—– airplane before.
    উত্তর: C. such a large


    ১৯. My mother gave me ——- one-taka note.
    উত্তর: A. a

    ২০. Arif as well as Alim ———— present there.
    উত্তর: C.was


    ২১. ‘Oval’ is the adjective of———
    উত্তর: C. egg


    ২২। What does the idiom ‘Tooth and nail’ means?
    উত্তর: b. With utmost effort


    ২৩। Choose the correct sentence:
    উত্তর: c. All of it depends on you.


    ২৪। The teacher will — the answer scripts.
    উত্তর: b. Look over


    ২৫। Identify the correct passive form of “Open the window”.
    উত্তর: b. Let the window be opened.


    ২৬। Change the voice: ‘I know him’
    উত্তর: d. He is known to me.


    ২৭। Change the narration: Kamal said to me, “What is your name?”
    উত্তর: c. Kamal asked me what my name was.



    ২৮। ‘Robert Frost’ is a famous-



    ২৯। The poem ‘The Solitary Reaper’ is written by-
    উত্তর b. W. Wordsworth



    ৩০। Gitanjali of Rabindranath Tagore was translated by-
    উত্তর: a. W.B Yeats




                                                         গণিত অংশের সমাধানঃ

    ৩১। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩। দ্বিতীয় সংখ্যাটি কত?
    উত্তর: গ. ৭



    ৩২। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
    উত্তর: গ. ১৬ : ১৫



    ৩৩। একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে ২০০০০, ৩০০০০ ও ৪০০০০ টাকা নিয়ে শুরু করল। সুদের হার শতকরা ৩০ টাকা হলে ১ বছর পরে সাকিবের লাভ কত হবে?
    উত্তর: ঘ. ১২০০০ টাকা



    ৩৪। একটি স্কুলের ছাত্রদেরকে ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে?
    উত্তর: ক. ৩৬০০


    ৩৫। যদি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৬০% জায়গা ঢেকে নেয়া যায় তবে ঐ মেঝের ক্ষেত্রফল কত বর্গফুট?
    উত্তর: গ. ১৮০


    ৩৬। একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে, উচ্চতা কত?
    উত্তর: গ. ২৪ মিটার


    ৩৭। x3-0.001=0 হলে, x2 এর মান কত?
    উত্তর: ক. 100
     

    ৩৮। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?
    উত্তর: ঘ. চিলি


    ৩৯। নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
    উত্তর: ঘ. ১২


    ৪০। DC DE FE ?? HG HI
    উত্তর: গ. FG



                              সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

    ৪১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
    উত্তর: গ. অসমাপ্ত আত্মজীবনী


    ৪২. আমি হিমালয় দেখিনি , আমি শেখ মুজিবকে দেখেছি?
    উত্তর: খ. ফিদেল কাস্ত্রো


    ৪৩. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
    উত্তর: খ. ১৪ ডিসেম্বর


    ৪৪. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর গোড়াপত্তন কে করেছিলেন?
    উত্তর: ক. ঈশা খাঁ
     

    ৪৫. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
    উত্তর: খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী


    ৪৬. মুজিবনগর দিবস কবে পালন করা হয়?
    উত্তর: গ. ১৭ এপ্রিল


    ৪৭। তারামন বিবি কে?
    উত্তর: খ. একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা


    ৪৮. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
    উত্তর: গ. সেন্টমার্টিন


    ৪৯. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী?
    উত্তর: খ. সুন্দরবন


    ৫০. বাংলাদেশের সংবিধান কবে প্রণিত হয়?
    উত্তর: ক. ১৯৭২ সাল



    ৫১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
    উত্তর: ক. হামিদুর রহমান


    ৫২. CIRDAP এর পূর্ণরূপ কি?
    উত্তর: ক. Center on integrated rural development for Asia and the Pacific

     

    ৫৩. ২০২৪ সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্রাভিযানে যাবেন?
    উত্তর: ক. ক্রিস্টিনা কচ


    ৫৪.সম্প্রতি ফিলিস্তিন পন্থী বিক্ষোভ মোকাবিলায় ইসরায়েল কোন বাহিনী গঠন করে?
    উত্তর: খ. ন্যাশনাল গার্ড


    ৫৫. ন্যাটার বর্তমান সদস্য দেশ কতটি?
    উত্তর: গ.৩১


    ৫৬. ২০২৩ সাকের জীব দেশের দূতাবাস পুরনায় বানলাদেশে চালু হয়েছে?
    উত্তর: গ. আর্জেন্টিনা


    ৫৭. বাংলাদেশ কোন সালে আইসিসি চ্যাস্পিয়ন ট্রফি অর্জন করে
    উত্তর: ক. ১৯৯৭


    ৫৮. বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে?
    উত্তর: ক. ১৭টি


    ৫৯. কে ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন?
    উত্তর: গ. খান জাহান আলী


    ৬০. ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের আকার-
    উত্তর: ক. ৭৬১৭৮৫ কোটি টাকা


    ৬১। পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয়?
    উত্তর: ঘ. ৪ এপ্রিল ২০২৩


    ৬২। বাংলাদেশ ‘মিলিটারি একাডেমি’ কোথায় অবস্থিত?
    উত্তর: খ. চট্টগ্রামের ভাটিয়ারিতে


    ৬৩। কোন দেশের প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু স্যাটেলাই-১’ তৈরি করেছে?
    উত্তর: খ. ফ্রান্স


    ৬৪। SIS কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?
    উত্তর: ঘ. যুক্তরাজ্য
     

    ৬৫। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তর: খ. ওয়াশিংটন ডিসি


    ৬৬। ১৪তম সাফ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে?
    উত্তর: গ. ভারত

    ৬৭। ১৯৭১ সালে “The concert for Bangladesh” কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তর: ঘ. নিউইয়র্ক



                             বিজ্ঞান ও আইসিটি অংশের সমাধানঃ

    ৬৮। বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন?
    উত্তর: ক. মাদাম কুরি
     

    ৬৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
    উত্তর: খ. মিথেন


    ৭০। কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ?
    উত্তর:ক. Wolffia arrhiza


    ৭১। নিচের কোনটি বাংলাদেশে ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত?
    উত্তর: ক. গলদা চিংড়ি


    ৭২। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
    উত্তর: গ. সিসমোগ্রাফ

    ৭৩। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রকিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-
    উত্তর: ক. পরমাণু


    ৭৪। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
    উত্তর: গ. ৩ লক্ষ কিলোমিটার


    ৭৫। ভিটামিন ‘সি’ এর রাসায়নিক নাম কি?
    উত্তর: ক. অ্যাসকরবিক এসিড


    ৭৬। হীরা অন্ধকারে চকচক করে কেন?
    উত্তর: খ. উচ্চ প্রতিসরাঙ্কের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে


    ৭৭। GPS এর পূর্ণরূপ কি?
    উত্তর: গ. Global Positioning System


    ৭৮। RAM কি?
    উত্তর: ক. Random Access Memory


    ৭৯। LAN কি?
    উত্তর: ঘ. Local Area Network


    ৮০। WIFI এর পূর্ণরূপ কি?
    উত্তর: ঘ. Wireless Fidelity



    আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।




    tage|:

    Exam Question Solution

    Exam Question Solution

    Exam Question Solution



    Election Commission Data Entry Operator Exam Question Solution 2023

    :

    Election Commission Data Entry Operator Exam Question Solution 2023


  • প্রতিষ্ঠানের নামঃ    নির্বাচন কমিশন সচিবালয়
  • পরীক্ষা তারিখঃ      ১৬ জুন ২০২৩
  • পদের নামঃ            ডাটা এন্ট্রি অপারেটর
  • পূর্ণমানঃ                 ১০০

  • বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

    [পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন

    [পল্লী সঞ্চয় ব্যাংক] অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন প্যাটার্ন ও সাজেশন।

    ১ম ধাপের পরীক্ষার তারিখ প্রকাশ / ৩য় ধাপের সার্কুলার ২০২৩ / primary job circular 2023

    [প্রথম কথা] প্রাইমারির নিয়োগ সার্কুলার ২০২৩ ও পরীক্ষার তারিখ প্রকাশ নিয়ে উত্তর পর্ব

     আমরা সবাই জানি যে প্রাথমিক বিদ্যালয়ের  নিয়োগ পরীক্ষার সার্কুলার তিন ধাপে প্রকাশ করা হবে, ইতোমধ্যে ২য় ও ৩য় ধাপের সার্কুলার প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্ত ৩য় ধাপের সার্কুলার এখন পর্যন্ত প্রকাশ না করায় চিন্তায় আছে চাকরি প্রার্থীরা। যার ধারাবাহিকতায় চাকরি প্রার্থীরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও সার্কুলারের ব্যাপারে অনেক প্রশ্ন করেছেন  আপনেরা আমরা ধারাবহিক ভাবে প্রশ্ন গুলোর উত্তর করার চেষ্টা করব ইসনশাল্লাহ্।

    প্রাইমারির ৩য় সার্কুলার ২০২৩ জুন মাসে দেওয়ার সম্ভবনা কত % বা জুন মাসে দেবে কিনা?

    করোনার করেণে চাকরির বয়স ব্যাকডেট ছিল জুন মাস পর্যন্ত কিন্তু জুন মাসের শেষের  দিগে এখনও সার্কুলার প্রকাশ করেনি অধিদপ্তর। ইদের আগে সার্কুলার প্রকাশ করলেও ইদের পর থেকে আবেদন করা যাবে।   

    ইদের ছুটি আর কিছুদিন পরেই হবে আর ইদের আগে সার্কুলার ও আবেদন কাজ শুরু হলে যদি সার্ভারে কোনো সমস্যা হয় হবে তা সমাধান করা সম্ভব হবে না ছুটির কারণে, তাই ফাইনালি ইদের আগে বা জনু মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের সার্কুলার দেওয়ার সম্ভবনা নেই বললেই চলে।


    ৩য় ধাপের সার্কুলার না দিয়ে কি প্রথম ধাপের পরীক্ষা হবে?

    অনেক চাকরি প্রার্থী  জানতে চেয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের  ৩য় ধাপের সার্কুলারের আগে কি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ধাপের নিয়োগ পরীক্ষা হবে? আসলে সারা বাংলাদেশে একই সার্কুলার তিন ধাপে প্রকাশ করা হচ্ছে নিয়োগের টিলতা এড়াতে, তাই সকল ধাপের আবেদন কাজ শেষ করে পরীক্ষার আয়োজন করবে অধিদপ্তর। 

     

    প্রাথমিক বিদ্যালয়ের সব ধাপের পরীক্ষা কি এক সাথে হবে?

    প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ শেষ করতে প্রশ্ন করা হবে তিন সেট, আর যেহেতু পর্যায়ক্রমে সার্কুলার দেওয়া হয়েছে পরীক্ষাও তিন ধাপে হবে।


    চাকরির বয়স জুন মাসে শেষ, এমনত অবস্থায় জুন মাসের পরে  ৩য় ধাপের চাকরির সার্কুলার দিলে কি ব্যাক ডেট দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন  যাবে কি?

    ১ম ও ২য় ধাপের প্রার্থীরা ব্যাকডেট দিয়ে আবেদন করার সুয়োগ পেয়েছে, সার্কুলার যেহেতু একই তাই যখনি সার্কুলার দিগ আবেদন করার সুযোগ পাবেন। 

     

    প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় ধাপের পরীক্ষা কবে হবে বা কোন মাসে হবে?

    প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য তারিখ অধিদপ্তর জানিয়েছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ৩য় ধাপের সার্কুলার প্রাকাশ করতে তারা ব্যর্থ হয়,  কারণে এখন পর্যন্ত তাদের এ বিষয়ে কোনো আপডেট বার্তা শোনা যায়নি তবে বছরের শেষের দিগ সব মিলিয়ে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ বা নিয়োগ কার্যক্রম শেষ করার ইচ্ছা তাদের।


    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার তিন ধাপের রেজাল্ট কি এক সাথে প্রকাশ করবে?

    প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা ধাপে ধাপে হবে তাই রেজাল্টও ধাপে ধাপে দেওয়ার কথা বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


     
     ট্যাগঃ
    primary job circular 2023
    primary job exam update
    primary Lst job circular
    প্রাইমারির পরীক্ষা কবে?
    প্রাইমারির নিয়োগ পরীক্ষার ডেট প্রকাশ 
    প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপরে পর‌ীক্ষার তারিখ প্রকাশ


    মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

    [প্রশ্ন প্যাটার্ন ও ‍সিলেবাস] উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর পরীক্ষা পদ্ধতি মান বণ্ঠন ও বিগত প্রশ্ন / সাজেশন

    [প্রশ্ন প্যাটার্ন ও ‍সিলেবাস] উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস।

    আমরা সবাই অবগত আছি যে গত ২০১৮ সালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে প্রগ্রামার পদে একটা নিয়োগ সার্কুলার হয়েছিল এর পরে ২০২১ সালে একটা নিয়োগ সর্কুলার হয়েছিল  আবার ২০২৩ সালে ৭০৭ পদে নিয়োগের লক্ষে একটা সার্কুলার হল।

    ২০১৮ সালে প্রগ্রামার পদে নিয়োগের যে সার্কুলার হয়েছে সেখানে পদসংখ্যা অনেক কম ছিল আর প্রশ্ন তেমটা কঠিন হয়নি ও প্রশ্নও হয়েছে লিখিত।

     উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নতুন সার্কুলার ২০২৩ এখানে মোট দুইটা পদে নিয়োগ দেবে ৭০৭ জন এর মধ্যে অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবে ২৬৫ জন আর অফিস সহায়ক পদে লোক নিবে ৪৪২ জন।

    এখন আবেদন করার আগে সাবাই প্রশ্ন করছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক  ও আর অফিস সহায়ক পদে পরীক্ষা এমসিকি/MCQ নাকি লিখিত হবে?


    সাধারনত অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক   পদে ৪টি ধাপে পরীক্ষা হয়  

  • প্রথম  এমসিকিউ
  • লিখিত
  • প্রাকটিক্যাল 
  • ভাইভা পরে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করে

  • যখন পদসংখ্যা বেশি থাকে তখন  প্রার্থীসংখ্যা বেশি থাকার কারণে লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব নাই সোজা এমসিকিউ পারীক্ষা নিয়ে প্রাকটিক্যাল পরীক্ষার পরে চুড়ান্ত রেজাল্ট প্রকাশ করে।

    এখন পরীক্ষার মান বণ্ঠন নিয়ে কথা বলা যাক ।
    উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক  ও  অফিস সহায়ক পদে পরীক্ষা এমসিকি/MCQ এর মান বন্ঠন।


  • পরীক্ষার সময়ঃএক ঘন্টা
  • পরীক্ষা হবেঃ ঢাকা শহরে
  • প্রশ্ন থাকবেঃ ৭০টি
  • পূর্ণমানঃ ৭০ মার্কস
  • পরীক্ষার ধরণঃ এমসিকিউ

  • উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক  পদের জন্য বিগত সালে আসা পরীক্ষা এমসিকি/MCQ প্রশ্নের নিম্ন রুপ।

    . ভিডিওি কনফারেন্স কি?

    . ইমেইল কি?

    . IPS and UPS এর মধ্যে পার্থক্য কি?

    . হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য কি?

    . ডিজিটাল ও এনালগের মধ্যে পার্থক্য কি?


    কম্পিটার ও অফিস সহায়কের পদের প্রশ্ন একই ক্যাটাগরির হবে কিন্তু কম্পিউটার পদের জন্য সাধারন জ্ঞান পার্টে ৪ থেকে ৫টা প্রশ্ন আসতে পারে।

    উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক  ও  অফিস সহায়ক পদে পরীক্ষা সাজেশন।

    অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক  ও  অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় সর্বচ্চ কমন পাওয়ার জন্য বিগত সালের  অফিস সহকারী কাম-কম্পিটার মুদ্রাক্ষরিক  ও  অফিস সহায়ক পদের বিগত সালের সকল অধিদপ্তর ও মন্ত্রণালয়েরে প্রশ্ন গুলো সমাধান করুন আর বিগত সালের বিসিএস প্রশ্ন পড়লে আর কিছু পড়ার দরকার নেই।
    BNFE PREVIOUS QUETIN

    আদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

    নিয়মিত পোস্ট ও সঠিক আপডেট পেতে আমাদে ইউটিউব চ্যানেল job helpline bd ফলো করতে পারেন।

    সোমবার, ১২ জুন, ২০২৩

    (ভাইভা প্রস্তুতি ও প্রয়োজনিয় কাগজপত্র) বাংলাদেশ রেলওয়ের ভাইভা সাজেশন ও দরকারী কাগজপত্র কি কি লাগবে?

    বাংলাদেশ রেলওয়ের ভাইবা প্রস্তুতি ও প্রয়োজনিয় কোন কোন কাগপত্র লাগবে তার গাইডলাইন ও সাজেশন।


    আমরা সবাই অবগত আছি বাংলাদেশ রেলওয়ের বড় একটা নিয়োগ চলছে তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে বাংলাদেশ রেলওয়ের ভাইভা প্রস্তুতি ও ভাইভা পরীক্ষার সময় কোন কোন কাগজপত্র লাগবে তার সর্ম্পে বিস্তারিত আলোচনা করব।


    প্রথমত আপনাদেরে কিছু প্রশ্নের উত্তর দেওয়া জরুরী।

    আপনেরা অনেকেই প্রশ্ন করেন যে কোটা বা টাকা ছাড়া নাকি রেলওয়ের চাকরি হয় না এটাকি সত্য কথা?
    বাংলাদেশের পেক্ষাপটে সকল চাকরি পরীক্ষাতেই কিছু গুঁজব শোনা যায় এখানে সবচেয়ে যারা বেশি গুঁজব ছড়ায় তারা বেশির ভাগ চাকরির পড়াশোনার প্রতি উদাসীন বা ২/৪ টা চাকিরির পরীক্ষা দিয়েছে কিন্তু ভাল করতে পারেনি। প্রথমত যারা ভাইবা পর্যন্ত গিয়েছে তারা ৪/৬টা ভাইবার পরে সফল হয়েছে আর যারা না পড়াশোনা করে পরীক্ষা দেয় এবং প্রিলি পার হতে পারে না তারাই বেশি গুঁজব ছড়ায়।
    সব সময় ন্যাগিটিভ বিষয় আমাদের চোখে ও মনে বেশি দাগ কাটে, কিন্তু গত রেলওয়ের নিয়োগে শুধু মাত্র মেধায় চাকরি হয়েছে কতজনের সেটার কি খরব রেখেছেন?
    তাই বাজে চিন্তা না করে নিজের কাজ ভাল ভাবে করুন সব সম্ভব।



    ভাইভা প্রস্তুতির বিষয়ে কথা বলার আগে ভাইভাতে উপস্থিত হতে কোন কোন কাগজ বা সার্টিফিকেট লাগবে সে বিষয়ে তালিকাটা প্রকাশ করা দরকারঃ

    নিচের বিষয় গুলো ভাল করে ফলো করুন  এবং নিজ দায়ীত্বে সে গুলো রেডি করুন নয়ত সব বিফলে যাবে।

    ১)  যদি আপনি সরকারি বা আধা-সরকারি চাকরি করে থাকেন তবে তাদের অনুমতি পত্র সাথে নিতে হবে, অর্থাৎ অনাপত্তি ছাড়পত্রের মূল কপি নিতে হবে।

    ২) মৌখিক পরীক্ষার সময় শিক্ষা জীবনরে সকল সার্টিফিকেটের মূল কপিসহ এক সেট সত্যায়িত কপি সাথে নিতে হবে।

    ৩) এপ্লিকেশন ফরমসহ এক সেট সত্যায়িত কপি নিতে হবে।

    ৪) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ দিতে ইউনিয়ন সনদ নিতে হবে।

    ৫) জাতীয় পরিচয় পত্রেরে মূল কপিসহ একসেট ফটো কপি।

    ৬) মুক্তিযোদ্ধার.....পুত্র, কন্যা, পুত্র কন্যার পুত্র কন্যা তার প্রমাণপত্র নিতে হবে।

    ৭) সকল কাগজপত্র সুন্দর করে সাজিয়ে ফাইলে নিয়ে রাখতে হবে।




    ভাইবা প্রস্তুুতির জন্য আলাদা কোন কিছু পড়াশোনা নাই, তার পরেও যে বিষয় গুলো জানা দরকার 
    এখানে দেওয়া হল > ভাইভা নোট পেতে এখানে  ক্লিক করুন


    বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন মাথায় রাখা দরকার।

    প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় কোথায়?
    উত্তর : দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত (১৫ নভেম্বর ১৮৬২)।

    প্রশ্ন : রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
    উত্তর : Ministry of Railways।

    প্রশ্ন : BRA’র পূর্ণরূপ কী??
    উত্তর : Bangladesh Railway Authority.

    প্রশ্ন : রেললাইন বিশ্বে প্রথম কোথায় উদ্বোধন করা হয়?
    উত্তর : যুক্তরাজ্যে ।

    প্রশ্ন : বিশ্বে কবে প্রথম রেললাইন চালু করা হয়?
    উত্তর : ২৭ সেপ্টেম্বর ১৮২৫।

    প্রশ্ন : রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
    উত্তর : স্টিফেনসন।

    প্রশ্ন : পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের নাম কবে বাংলাদেশ রেলওয়ে করা হয়?
    উত্তর : ১৯৭২ সালে।

    প্রশ্ন : ব্রিটিশ বাংলার প্রথম রেলপথ চালু হয় কবে, কোথায়?
    উত্তর : ১৮৫৪ সালে, হাওড়া থেকে হুগলি পর্যন্ত (৩৮ কিমি)।

    প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ (BRA) কবে গঠন করা হয়?
    উত্তর : ১২ আগস্ট ১৯৯৫।

    প্রশ্ন : রেলপথ বিভাগ সৃষ্টি করা হয় কবে?
    উত্তর : ২৮ এপ্রিল ২০১১।

    প্রশ্ন : রেলপথ বিভাগকে কবে রেলপথ মন্ত্রণালয়’ নামকরণ করা হয়?
    উত্তর : ৪ ডিসেম্বর ২০১১।

    প্রশ্ন : বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম কী?
    উত্তর : মা নূরুল ইসলাম সুজন।

    প্রশ্ন : রেলপথ মন্ত্রণালয়ের অধীন সংস্থা টি বা প্রতিষ্ঠান কী কী?
    উত্তর : বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ পরিদর্শন অধিদপ্তর।

    প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত?
    উত্তর : দুটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল।

    প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম এ অঞ্চলের সদর দপ্তর কোথায়?
    উত্তর : যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী।

    প্রশ্ন : বাংলাদেশের আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয় কবে?
    উত্তর : ১৯৮৬ সালে।

    প্রশ্ন : কমলাপুর রেলওয়ে স্টেশনের এ নির্মাণকাজ শুরু হয় কবে?
    উত্তর : ১৯৫০ সালে।

    প্রশ্ন : কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে?
    উত্তর : ড্যানিয়েল বার্নহ্যাম ও বব বুই।

    প্রশ্ন :কমলাপুর রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয় কবে?
    উত্তর : ২৭ এপ্রিল ১৯৬৮।

    প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি?
    উত্তর : কমলাপুর, ঢাকা।

    প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মটি কোথায়?
    উত্তর : কমলাপুর, ঢাকা।

    প্রশ্ন : রেলওয়ের লােকোমােটিভ কারখানা কতটি?
    উত্তর : ৪টি ঢাকা ১টি, পার্বতীপুর ২টি ও চট্টগ্রাম ১টি।

    প্রশ্ন : রেলওয়ে ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানা কতটি?
    উত্তর : ২টি চট্টগ্রাম ও সৈয়দপুর।

    প্রশ্ন : কত বছর বয়সি শিশু বিনা ভাড়ায় ট্রেনে ভ্রমণ করতে পারে?
    উত্তর : ৩ বছর।

    প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ে কবে ই-টিকেটিং সিস্টেম চালু করে?
    উত্তর : ২৯ মে ২০১২।

    প্রশ্ন : বাংলাদেশের ট্রেনগুলাের জ্বালানি কী ধরনের?
    উত্তর : ডিজেল।

    প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
    উত্তর : সৈয়দপুর, নীলফামারী (প্রতিষ্ঠা- ১৮৭০ সালে)।

    প্রশ্ন : কয়টি বিভাগের সকল জেলা রেল লাইনের আওতায় রয়েছে?
    উত্তর : তিনটি রাজশাহী, রংপুর ও সিলেট।

    প্রশ্ন : কোন বিভাগে রেললাইন নেই?
    উত্তর : বরিশাল।

    প্রশ্ন : রেলের মাধ্যমে ঢাকা হতে সর্বোচ্চ দূরত্বের জেলা কোনটি?
    উত্তর : পঞ্চগড় (৬৩৯ কিমি)।

    প্রশ্ন : রেলপথে ঢাকা থেকে সর্বনিম্ন দূরত্বের জেলা কোনটি?
    উত্তর : নারায়ণগঞ্জ (২৩ কিমি)।

    প্রশ্ন : ঢাকা বিভাগের কয়টি জেলা এখনাে রেল নেটওয়ার্কে আওতায় আসে নাই?
    উত্তর : ৪টি শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও মাদারীপুর।

    প্রশ্ন : বাংলাদেশের কোন জেলায় সর্বশেষ রেল সংযোগ চালু হয়?
    উত্তর : টাঙ্গাইল।

    প্রশ্ন : কোন জেলার মধ্যে সর্বোচ্চ রেলপথ রয়েছে?
    উত্তর : চট্টগ্রাম (১৭৮.৪৫ কিমি)।



    ট্যাগঃ
    বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের নাম
    বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত প্রশ্ন
    বাংলাদেশে রেলওয়ে গেজ কয়টি
    ভাইভা প্রস্তুতি
    ভাইভা বোর্ডে
    ভাইবার প্রশ্ন ও উত্তর
    পরিবার পরিকল্পনা ভাইভা প্রশ্ন
    ভাইভা পরীক্ষার প্রশ্ন ও উত্তর pdf
    ওয়েম্যান পদরে ভােইবা/ভাইভা প্রস্তুতি

    শনিবার, ১০ জুন, ২০২৩

    সমবায় অধিদপ্তর, অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান / office helper quetion

                              সমবায় অধিদপ্তরের প্রশ্ন সমাধান

                              
                              পদঃ অফিস সহায়ক

    পূর্ণমানঃ ৫০

         সময়ঃ ৫০ মিনিট

              তারিখঃ ০৯/০৬/২০২৩ 

    শুক্রবার, ৯ জুন, ২০২৩

    প্রকৌশল অধিদপ্তরে অর্গনাইজার পদের লিখিত পরীক্ষার দুর্নীতির অভিযোগ ও ভিডিও ভাইরাল


    আকে অনুষ্ঠিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অর্গনাইজার পদের লিখিত পরীক্ষার সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    LGED ORGANIZATION 



    মূল টপিক্স লাল মাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলা কালিন সময়ে একটা ভিডিওি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

    সেখানে দেখা যায় এক পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ হওয়া পরেও পরীক্ষার হলে ওয়েমারসহ অবস্থান করে  এবং পরীক্ষা দেয়।

    পরীক্ষার্থীরা এক সময় বাধা দিলে মুখে ঝামেলার সৃষ্টি হয় এবং সেই দৃশ্য ভিডিও ধারন করে সমাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার সাথে সাথে ভাইরাল হয়ে যায়।


    শিক্ষার্থীরা জানান পরীক্ষার সময় এক ঘন্টা পার হবার পরেও পরীক্ষা দেয় অতিরিক্ত ১৫ মিনিট, যা কোনো আইনের মধ্যে পরে না।

    শিক্ষার্থীরা জানার আমরা প্রতিবাদ করাতে ম্যাডাম ঐ দুই শিক্ষার্থীর প্রশ্ন না নিয়ে রুম ত্যাগ করেন।




    অনেক শিক্ষার্থী মনে করছেন এটা স্বজনপ্রিতির প্রধান কারণ নয়ত পরীক্ষার হলে সবার সমান অধিকার থাকত, তারা আরো জানান এভাবে আমাদের নিয়ে এসে আনুষ্ঠানিকতার কি দরকার।




    ভিডিও ক্লিপ



    সকল সঠিক আপডেট পেতে আমাদের সাথে থাকুন

     

    পোস্টাল অপারেটর পদের প্রশ্ন সমাধান, সাজেশন ও মান বণ্ঠণ / postal operator bdpost

    বাংলাদেশ ডাক বিভাগ এর পোস্টাল অপারেটর পদের প্রশ্ন সমাধান


    পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল রাজশাহী বিভাগের প্রশ্ন সমাধান নিচে দেওয়া হল

    দক্ষিণাঞ্চল,  উত্তরাঞ্চল,  পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল সকল বিভাগের পোস্টমাস্টার জেনারেল পদের প্রশ্ন সমাধান ও সাজেশন।


    নোট করে রাখুন কথাটা 

     পোস্ট মাস্টার জেনারেল পদে বাংলাদেশে যে কোন বিভাগে পরীক্ষা হোক না কেনো একই টাইপের প্রশ্ন করা হবে।

    বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

    প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের নতুন প্রক্রিয়া / প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ,

    প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক  নিয়োগের নতুন প্রক্রিয়া কার্যকর


    প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের নতুর নিয়ম কার্যকর বাস্তবায়ন করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

    বিগত বছরে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগে অনেক জটিলতা দেখা গেছে, এমনকি সরাসরি প্রধানি শিক্ষক নিয়োগে নিয়োগ কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।

     এ পরিস্থিতিতে শিক্ষক সংকট থেকে শিগগিরই মন্ত্রণালয় বেরোতে পারছে না বলে বিশেষজ্ঞরা মনে করেন।

    বিগত কিছু সময় ধরে নন-ক্যাডার থেকে প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছে পিএসি যার সমস্যা দেখা দিয়েছে বাস্তব কাজে এটা আমরা আর চাইনা  তাই নিয়োগ প্রক্রিায়র সম্পূর্ণ পরিবর্তনের এই সিদ্ধান্ত।

    প্রধান শিক্ষক সংকট থাকায় পাঠদানসহ প্রশাসনিক কাজেও সমস্যা দেখা গেছে এবং যোগ্যতা থাকার পরেও পদান্নতি না থাকার কারণে অধস্ত শিক্ষকরা পদউন্নতির জন্য মামলা করে অধিদপ্তর সহ পিএসসিকে হয়রানি করেছে বিগত সময়ে।

    সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিলে কর্মঘণ্টার বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয় প্রশাসনিক কাজে। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হয়। এর মাশুল দিচ্ছে অল্প বয়সী শিশুরা।

    এ ছাড়া অভিজ্ঞতা না থাকায় দাফতরিক কাজে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। তাদের অভিযোগ, প্রায় প্রতি সপ্তাহে দাফতরিক প্রয়োজনে উপজেলা ও জেলাপর্যায়ে সভায় যোগ দিতে ছোটাছুটি করতে হয়। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য সরকারিভাবে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এ অবস্থায় অতিরিক্ত দায়িত্বকে বোঝা হিসেবে দেখছেন অনেকে। দায়িত্ব পালনে অনেকে অনীহাও প্রকাশ করছেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়ায় আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক কমে যাচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে পড়ালেখা।

    প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম খাঁ এটাও বলেছিলেন যে  এ বিষয়ে পিএসসির চেয়ার ম্যানের সাথে কথা হয়েছে এবং লিখিত ভাবেও বলে দেওয়া হয়েছে যে আগে ৬০ শতাংশ পদোন্নতির ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো এবং ৪০ শাতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হতো এখন ১০০% ই প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

    এ বিষয়ে মহামান্য সচিব বলেন যোগ্যতা ছাড়া সরাসরি প্রধান শিক্ষক নিয়াগ বন্ধ করে আমরা ভার্সাম্য বজায় রাখব এতে সবারই শিক্ষগতার প্রতি আগ্রহ থাকবে।


    আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


     

    প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ, তবে...

    পল্লী বিদ্যুৎ বোর্ড এর নিম্নমান হিসাব সহকারী ও নিরাপত্তা পহরী পদের প্রশ্ন সমাধান / BREB QUETION SOLUTON

    • প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড
    • পদের নামঃ নিম্নমান হিসাব সহকারী ও নিরাপত্তা পহরীসহ ৪ ক্যাটাগরী (সকল বিষয়ে এক সাথে পরীক্ষা)
    • পরীক্ষার তারিখঃ ১০ জুন ২০২১
    • পরীক্ষার সময়ঃ সকাল ১১টা থেকে ১২.০০ টা
    • পরীক্ষা হয়েছিল ঢাকা শহরে


    • নাম্বার বণ্ঠণ
    বিষয়নম্বর
    বাংলা২০
    ইংরেজি২০
    গণিত২০
    সাধারণ জ্ঞান২০
    মোট
    ৮০ নম্বর


    বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড  এর নিম্নমান হিসাব সহকারী ও নিরাপত্তা প্রহরী পদের সম্পূর্ণ  প্রশ্ন সমাধান।


    নিয়মিত পোস্ট ও সঠিক আপডেট পেতে আমাদে ইউটিউব চ্যানেল job helpline bd ফলো করতে পারেন


                                            

                                          ৪টি পদের বিগত প্রশ্ন সমাধান  এক সাথে

     বংলা  অংশের সমাধান

    1. কোনটি ধ্বনি বিপর্যায়ের উদাহরণ?

    পিশাচ - পিচাশ


    2. বিদ্বজ্জন এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

    বিদ্বৎ + জন


    3.  কোনটি গ্রিক শব্দ? 

    ডেঙ্গু


    4. পদাত্নক দিরুক্তির উদাহরণ কোনটি?

    হাতে হাতে


    5. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন পদে?

    দ্বন্দ্ব সমাসে


    6. কোনটি তৎসম উপসর্গের অন্তর্ভুক্ত নয়, কিন্তু খাঁটি বাংলা উপসর্গের অন্তভুক্ত?


    7. চিন্তা করো না কালই আসছি' বাক্যটি কোন কালের?

    ঘটনামান বর্তমান


    8. মেঘে বৃষ্টি হয়' কোন কারকের কোন বিভক্তি?

    অপাদানে ৭মী


    9. নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট নয়? 

    অভিপ্রায়


    10. নিখাদ' অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি?

    কাঁচা সোনা


    11. গৃধ্র শব্দের অর্থ কি?

    শকুন


    12. নিচের কোন বানানটি শুদ্ধ?

    চূর্ণবিচূর্ণ


    13. দিরুক্ত শব্দ কত প্রকার? 

    ৩ প্রকার


    14. কোটি তৎসম শব্দ নয়?

    ঢাকা


    15. উপদেশাত্নক অনুজ্ঞভাবে উদাহরণ কোনটি? 

    মানুষ হও


    16. সুচয়নী কোন ধরনের গ্রহন্থ?

    কবিতা সংকলন


    17. তত্ত্ববোধিনী' পত্রিকা কত সালে প্রতিষ্ঠিত হয়?

    1843 সালে


    18. খেউর খাওয়া' বাগধারার অর্থ কি?

    গালাগালি করা


    19. সুকান্ত ভট্রাচার্জ কত সালে মৃত্যুবরণ করেন?

    1947 সালে


    20.  কুহক এর সমর্থক শব্দ কোনটি?

    বচন


    সাধারন জ্ঞান অংশের সমাধানঃ

    ১. লাইন অফকন্ট্রল কোন দেশের সীমান্তে অবস্থিত?

    ভারত ও পাকিস্থান


    ২. ছয়দফা কর্মসূচী ঘোষিত হয় কত সালে?

    ১৯৬৬ সালে


    ৩. পদ্মা সেতুর দৈর্ঘ কত?

    ৬.১৫ ও ১৮.১০


    ৪. ষ্ট্যাচু অব পিস কোথায় অবস্থিত?

    সিউল


    ৫. ম্যাডোনা ৪৩ এর চিত্রকর কে?

    জয়নুল আবেদিন


    ৬. অপারেশন সার্চ লাইট কত সালে সংঘটিত হয়?

    ১৯৭১ সালে


    ৭. কাইজার কোন দেশের প্রাচীন  রাজাদের বলা হয়?

    জার্মানি


    ৮. বাংলাদেশের একমাত্র পাহার ‍বিশিষ্ট দ্বীপের নাম কি?

    মহেস খালি


    ৯.  মুজিব বর্ষ  সময় কাল কত?

    ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২২


    ১০. ২০১১ সালে ফিফা কাপে বলের নাম কি ছিল?

    ব্রাজুকা


    ১১. কোন দেশের ব্রিটিশ উপ নিবেশ ছিল না?

    নেপাল


    ১২. শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে?

    জাপান


    ১৩. সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশের নাম কি?

    চীন


    ১৪. ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?

    তুরস্ক


    ১৫. নিচের কোন স্থানটি বিশ্বের ঐতিহ্য হিসেবে এখনও স্থান পায়নি?

    পাহার পুর


    ১৬. মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র কোনটি?

    জয়যাত্রা


    ১৭. বঙ্গবন্ধু স্যাপটলাইট কোন দেশ থেকে উৎক্ষেপ করা হয়?

    যুক্তরাষ্ট্র


    ১৮. আই হ্যাভ এ ড্রিম কার লেখা?

    মার্টিন লুথার কিং


    ১৯. পিরানহা কিসের নাম?

    মাছ


    ২০.  মানুষের শরীরে কত লিটার রক্ত থাকতে পারে?

    ৪/৫ লিটার



    ইংলিশ অংশের সমাধান 

    1. He is populer..... all his goodness.

    with, for


    2. choose currect sentenc....

    i saw her inter the room.


    3. Find out the correct sentences:

     He and I are present.


    4. Who is calling me? বাক্যটির Passive form হবে

    উত্তরঃ By whom am I being called?


    5. Choose the word closest meaning to the word ‘absorbed’. 

    উত্তরঃ Engrossed


    6. There are two brothers, but ___ of them were honest. 

    উত্তরঃ Neither

     

    নিরাপত্তা প্রহরী পদের প্রশ্ন সমাধান


    ১। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ

     উত্তরঃ হরিকেল  

     

    ২। RAM শব্দের অর্থ কি

    উত্তরঃ Random access memory 

     

    ৩।সাপের পাঁচ পা দেখাপ্রবাদের অর্থ কী?

     উত্তরঃ অহংকারে অম্ভবকে সম্ভব মনে করা 

    ৪। ‘Out and out’ means-

      উত্তরঃ Thoroughly

     

    ৫। দুইটি সংখ্যার অনুপাত : এবং এদের .সা.গু =

    হলে সংখ্যা দুটির .সা.গু কত?

     উত্তরঃ ২৪


    ৬। Choose the word closest meaning to the word ‘absorbed’. 

    উত্তরঃ Engrossed

     

    ৭।ষ্ণসংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?

     উত্তরঃ ষ্+

     

    ৮। The phrase pooh-pooh is —. 

    উত্তরঃ To reject

     

    ৯। মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে

    উত্তরঃ মুন্সি আব্দুর রউফ [ তিনি শহীদ হন এপ্রিল ১৯৭১

     

    ১০।প্রথম আলোউপন্যাসটি কে লিখেছেন?

     উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

     

    ১১। ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?

     উত্তরঃ ৬০%

     

    ১২। পিতা পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর।

     পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?

    উত্তরঃ পুত্রের বয়স ২০ বছর

     

    ১৩। There are two brothers, but ___ of them were honest. 

    উত্তরঃ Neither

     

    ১৪। নিচের কোনটি তৎসম শব্দ

    উত্তরঃ নারিকেল 

     

    ১৫। শয়ন, হরণ, গ্রহণ এগুলো কোন বিশেষ্য

    উত্তরঃ সঠিক উত্তর অপশনে নাই 

     

    ১৬। রঙিন টেলিভিশন থেকে ক্ষতি

    কর কোন রশ্মি বের হয়?

     উত্তরঃ রঞ্জন রশ্মি

     

    ১৭। logx(1/8) = -2 হলে, x = কত?

     উত্তরঃ 2√2

     

    ১৮।ইচ্ছুকশব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?

     উত্তরঃ -উক 

     

    ১৯। x – y = 2 এবং xy = 15 হলে (x+y) এর মান কত?

     উত্তরঃ 8

     

    ২০। , ১১, ১৭, ২৯, ৫৩………ধারাটির পরবর্তী সংখ্যা কত?

     ‍উত্তরঃ ১০১

     

    ২১। We have to deal ___ our problem.

     উত্তরঃ with 

     

    ২২। Choose the correct spelling. 

    উত্তরঃ Achievement

    ২৩। একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?

     উত্তরঃ ১৮০ ডিগ্রী

     

    ২৪। রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত

    উত্তরঃ দিনাজপুর

     

    ২৫। ‘Accommodation’ is —. 

    উত্তরঃ Noun

     

    ২৬। Find out the wrong sentence. 

     উত্তরঃ She has been ill for quite a long time. 

     

    ২৭। কাজী নজরুল ইসলামেরসাম্যবাদীকবিতায় উল্লেখকৃতশাক্যমুনিকে?

     উত্তরঃ গৌতম বুদ্ধ 

     

    ২৮। ECNEC এর চেয়ারম্যান কে

    উত্তরঃ প্রধানমন্ত্রী

     

    ২৯।কৃশশব্দের বিপরীত শব্দ কোনটি?

    উত্তরঃ স্থূল

     

    ৩০।পন্ডিতমূর্খএর ব্যাসবাক্য কোনটি?

     উত্তরঃ পন্ডিত সেজে আছে যে মূর্খ [বেশি সঠিক পন্ডিত হয়েও যে মূর্খ

     

    ৩১। ‘Gulliver’s Travels is written by – 

    উত্তরঃ Jonathan Swift

     

    ৩২। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়

    ১৯৭১ সালের কোন তারিখে?

     উত্তরঃ মার্চ 

     

    ৩৩। ১০.০২.০০০১ = কত?

     উত্তরঃ .০০০০২ 

     

     

    ৩৪। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি?

     উত্তরঃ  

    ৩৫। Choose the word which is most nearly opposite to the word ‘OPAQUE’

     উত্তরঃ Transparent

     

    ৩৬। লেনিনগ্রাড এর বর্তমান নাম কি

    উত্তরঃ সেন্ট পিটার্সবার্গ 

     

    ৩৭। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে এক কথায় কি বলে

    উত্তরঃ ক্ষণপ্রভা

     

    ৩৮। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান।

     কোণটির মান কতউত্তরঃ ৩০ ডিগ্রি

     

    ৩৯।হাড় হাভাতেবাগধারাটির অর্থ কোনটি?

     উত্তরঃ হতভাগ্য 

     

    ৪০। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান

    উত্তরঃ মহাহিসাব নিরীক্ষক

    নিয়ন্ত্রকের কার্যালয়

     

    ৪১। The correct translatioon of ‘সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে’ –

    উত্তরঃ The anti-socials are still at large.

     

    ৪২। দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী। এখানে দামিনী অর্থ হলো?

     উত্তরঃ পৃথিবী 

     

     

    ৪৩। I am used to ___ coffee in the morning now.

     উত্তরঃ drinking

     

    ৪৫। They went to school yesterday, ___? 

    উত্তরঃ didn’t they?

     

    ৪৬। জলবায়ুর উপাদান নয় কোনটি?

     উত্তরঃ সমুদ্রস্রোত

     

    ৪৭। Do you know the solution __ the problem?

     উত্তরঃ to

     

    ৪৮। কোনটি কোষের প্রাণশক্তি বলা হয়

    উত্তরঃ মাইটোকন্ড্রিয়া

     

    ৪৯। কোন বানানটি শুদ্ধ?

     উত্তরঃ মহীয়সী

     

    ৫০।সংসারএর সন্ধি বিচ্ছেদ কোনটি?

     উত্তরঃ সম্+সার

     

    ৫১। ‘Othelo’ is a Shakespear’s play about –

     উত্তরঃ A Moor

     

    ৫২।  Everyone ___ when a thief entered into our house

    উত্তরঃ was asleep

     

    ৫৩। What is the right Synonym of ‘Hostile’? 

    উত্তরঃ Unfriendly

     

    ৫৪। ÷ = কতউত্তরঃ অসীম 

     

    ৫৫। ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে 

     সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবেউত্তরঃ 

     

    ৫৬।বিশ শতকের মেয়েউপন্যাসটির রচয়িতা কে

    উত্তরঃ . নীলিমা ইব্রাহিম

     

    ৫৭।ম্রিয়মাণশব্দের অর্থ কোনটি?

     উত্তরঃ যার মৃত্যু অবস্থা 

     

    ৫৮। টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায়

     টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবেউত্তরঃ ৫০%

     

    ৫৯। Find out the correct sentences:

     উত্তরঃ He and I are present.

     

    ৬০। m – 1m = 2, হলে, m4 + 1m4 = কত

    উত্তরঃ 34

     

    ৬১।  কোনটি শুদ্ধ বানান?

     উত্তরঃ ইন্দ্রিয়

     

     

    ৬২। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজা কয়টি?

    উত্তরঃ ৫টি 

     

    ৬৩।বঙ্কলশব্দের অর্থ কোনটি?

     উত্তরঃ বৃক্ষত্বক

     

    ৬৪।ততোধিকশব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?

     উত্তরঃ ততঃ + অধিক

     

     

    ৬৫। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে?

     উত্তরঃ ক্রোমোজম

     

    ৬৬। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমান প্রায়-

     উত্তরঃ .০৩

     

    ৬৭। Sustainable Development Goals (SDG) কয়টি

    উত্তরঃ ১৭টি 

     

    ৬৮।Who is calling me? বাক্যটির Passive form হবে

    উত্তরঃ By whom am I being called?

     

    ৬৯।হৈম কে আমি লেইয়া যাইবকে বলেছিল?

     উত্তরঃ হৈমন্তীর স্বামী

     

    ৭০। একটি আয়তাকার কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০

     মিটার হলে আয়তাক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

    উত্তরঃ ৫০

     

     


    পল্লী বিদ্যুৎ প্রশ্ন ব্যাংক pdf
    পল্লী বিদ্যুৎ প্রশ্ন সমাধান ২০২২
    পল্লী বিদ্যুৎ অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২২
    পল্লী বিদ্যুৎ প্রশ্ন সমাধান ২০২৩
    পল্লী বিদ্যুৎ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
    বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লিখিত পরীক্ষার প্রশ্ন
    পল্লী বিদ্যুৎ মিটার রিডার নিয়োগ প্রশ্ন
    পল্লী বিদ্যুৎ বিলিং সহকারী নিয়োগ প্রশ্ন

    Page Navigation

    BREB QUETION SOLUTON
    নিম্নমান হিসাব সহকারী পদের প্রশ্ন সমাধান ও মানবণ্ঠণ

    MCQ প্রশ্ন সমাধান- পল্লী বিদ্যুৎ (BREB) নিয়োগ পরীক্ষা ২০২৩ ডাউনলোড পিডিএফ

    গুরুত্বপূর্ণ পোস্ট দেখুন

    ১৮ তম নিবন্ধন এর লিখিত পরীক্ষা কবে হবে? লিখিত পরীক্ষা তারিখ প্রকাশ [ 18th ntrca job exam ]

     বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ ( NTRCA) ১৮তম নিবন্ধন এর প্রিলিমিনারির ফল প্রকাশ করে এর পর থেকে সবার মাথায় একটাই টেনশন যে ১৮তম ...

    বেশি সার্চ করা পোস্ট গুলো